![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
এখনো
এখনো ভোর হয় আযানের ধ্বনি শুনে
যখন গান গায় ভোরের দোয়েল পাখি।
সুরের ব্যঞ্জনায় উড়ে চলে খঞ্জনা
জল নিয়ে যায় গায়ের বধূ।
এখনো
ঘুরতে বেরুই প্রকৃতির ঐশ্বর্যে ঘেরা
শিশির সিক্ত সেই সব গায়ের পথে
যেখানে রোদেলা স্নিগ্ধতায়
নির্মেঘ নীলাকাশ সবুজের মায়া রয়েছে মিশে।
সেই সব অনুভূতি গুলোর কোমল স্পর্শে
খুঁজে ফিরি তোমাকে।
এখনো
নষ্ট হয় অষ্ট প্রহর গুলো
তোমারি প্রতীক্ষায়
এখনো
গু-ধূলী নামে সন্ধ্যার আকাশে
ঝি ঝি পোকাগুলো পথে নামে
আলোর মিছিলে তাহাদেরি মাঝে
খুঁজে ফিরি শুধু তোমাকে।
এখনো
ভালবাসি তোমায় রাতেরি স্তব্ধতায়
এখনো চাই তোমায় আমি
যেমনটি চেতাম প্রথম দেখায়।
এখনো
ঠিক চাঁদ উঠে আকাশে
সেই কোটি যুগ আগেরই মত
জ্যোৎস্না ছড়ায় ছড়ানো জালের মত।
এখনো
অরুন্ধুতিকে খুঁজে ফিরি আকাশে
তোমায় খুঁজার ছলে
শত সহস্র তারা গুনি একটি করে
শুধু তোমার দেখা পাব বলে।
এখনো
ঘর বাধি স্বপ্ন দেখার ছলে
হাঁটতে বেরুই ভরা পূর্ণিমার রাতে
তুমি পাশে আছ ভেবে।
এখনো
পাশে থাকে হাতে হাত রাখে
তবে তোমারি মত সে অন্য কেহ।
এখনো
গান গাই যেখানে সুর মুখ্য নয়
স্বরের মত।
এখনো
জীবন চলে ভেসে চলা
শ্যাওলার মত।
এখনো
অঞ্জলি দিয়ে ভরণ করে
তবে সে তুমি নও
তোমারি মত সে অন্য কেহ !
২| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২১
নেপচুন০০৭ বলেছেন: ভালো লেগেছে
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।