![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
অন্ধত্বের চিরকালীন অবসাদ
নিত্যকার হেয়ালী ঝিনুকের রসনা বিলাস
ছায়া-লিপি দিনমান কলসি ডুবা জল
তান্ত্রিক বেদ বিষাদে হেঁয়ালি বর
কোথায় ? অনিরুদ্ধ প্রেতাত্মা
উষ্ণ ঠোটের অমৃত-সুধা।
মানুষিক আত্ম-তৃপ্তি অবগাহন
দিনময় আত্মহননের স্বপ্ন
মুছে যাক গ্লানি বিষাদ আর
ভালবাসা-হীন ভৈরবী।
পরিতাপ মুক্তির অলিখিত ছাড়পত্র।
জন্মের অনুসূচনায় মৃত্যালিঙ্গন
কথায় বেহিসাবি যন্ত্রণা
খড়কুটোর বীভৎস অগ্নি দহন
আর কতকাল হাঁটব তৃষার্ত
পৌষের নিরাভরণ বালুচর।
মৃত্তিকার শব চিতার আর্তনাদ
পাপ মুক্তির বেড়াজালে
উন্মুখ পুণ্যের দাবীদার
জ্বালায়নি অগ্নি ধাত্রী পিতা পুত্র বধূ!
২| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৯
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন।