![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভালো লাগে ঘুমকাতর স্বপ্নের ভেতর নিশীথ আলেয়ার বেড়াজাল, মাঝামাঝি কাঁটাতারের বেড়া দেখতে ভালো লাগে; ছুলে হাত কেটে যায়, কোথাও বাধে ভেতরে। উড়ে যাবার ঠিকানা জানিনা, পাখি হবার স্বপ্নের মাঝে আমি শুধুই পাখির চোখ চেয়েছিলাম, যে চোখে ভেসে থাকা রোদ দেখা যায় মেঘের উপরে।
হয়ত মুছে যাবে এই রাত্রি, মনে থাকবে কখনো জানালায় বসে ভেবেছিলাম দীর্ঘ অপেক্ষার রাত্রিতে কেউ এসে পেছনে কাঁধে হাত রেখে বলবে কাছে এসো। চোখ বন্ধ করলে শুধুই অন্ধকার। এই যন্ত্রের জীবনে শুধুই যোগাযোগ নির্ভর জীবনের ইতি টেনে দিয়ে পাশাপাশি, কাছাকাছি পথ চলার ইচ্ছেতেই রাত ভেঙে দুটুকরো হয়ে যায়।
বড় বেশামাল লাগে। আমার উন্মত্ততা দিনকে দিন কেমন গুটিয়ে যাচ্ছি; শুধুই অপেক্ষার সাথে সময়ের টানাপোড়েন বড় বেশি যন্ত্রণাময়য়; তবুও ভালোই যাচ্ছে দিন।
©somewhere in net ltd.