![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনমনেতে একা বসে ভাবছি তোমায়...
তুমি কি হঠাৎ ভাবছ আমায়?
নিদ্রাতালে সপ্নঘোরে তোমায় নিয়ে গড়ছি ভুবন...
থাকবে কি মোর সঙ্গে হেথায়?
ভোর হলে আঁখি মেলে তোমায় ভেবে হাসছি আমি...
মিষ্টি হাসি তুমিও কি ছুঁড়ছ আমায়?
রৌদ্রদুপুরে অসাড়তায় তোমায় ছোঁয়ায় প্রাণ ফিরে পাই...
আলতো ছোঁয়া দেবে কি আমায়?
বিকেল হলেই বেইলি রোডে তোমার আশায় সময় কাটাই...
তুমিও কি বসে থাকছ একা?
সন্ধ্যে বেলায় ক্লান্ত হয়ে ফিরছি নীড়ে ম্লান বদনে...
তোমারও কি মন থাকছে খারাপ?
রাত্রিকালে তারার মাঝে খুঁজে বেড়াই তোমার ছায়া...
তুমিও কি হেথা খুঁজছ আমায়?
সর্বোপরি একটি কথাই বলতে চাই আমি...
তোমায় নিয়েই আমার জীবন, আমার মাঝেই তুমি...
©somewhere in net ltd.