![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ গিয়েছিলাম দেশপ্রেম দেখাইতে। উল্টা দেশই আমারে এমন প্রেম দেখাইল যে মনের অজান্তেই বাইর হইতাসে "এতো প্রেম!! কেমতে কি!!"
জাতীয় সংগীত গাইতে যাইতেসিলাম। হাফ রাস্তা বাসে আর হাফ রাস্তা হেঁটে পৌঁছাইলাম। ওখানকার নিয়ম শৃঙ্খলার ব্যাপারে সন্দেহের কোন অবকাশই থাকার কথা ছিল না কারণ- গত রাতে ফোনে ৯ বার পাওয়া ৪টি মেসেজ এবং সবকিছু নিয়ন্ত্রণ করছে সশস্ত্র বাহিনী। মাগার পৌঁছে দেখলাম বাঁশ দিয়া ঘেরা নিরাপত্তা বেড়ার উপ্রে দিয়া টপকাইয়া অথবা নিচ দিয়া মাথা হেলাইয়া প্রবেশ করতে হইতেসে!!
আবার সবাইরে বলা হইসিল কেউ যেন ব্যাগ না নিয়া আসে। কিন্তু যাইয়া দেখলাম যে ভিত্রে প্রবেশ করার যতরকম রাস্তা, সেইখানে ব্যাগ কেন, মুড়ির বস্তা বা লালির ড্রাম নিয়া ঢুকলেও কেউ দেখার নাই !! শুনসিলাম সার্টিফিকেট, টি-শার্ট, নাস্তা আর পানি পামু। যাইয়া দেখলাম ওইগুলানের সাথে ব্যাগ, পতাকা আর ক্যাপও দিতাসে। কিন্তু আমরা কি আর দ্যাশপেরেমিক !! আমরা পামু কেরে !! অইগুলান পাইতেসে অইখানকার দায়িত্বে থাকা ভলান্টিয়ারগণ আর ম্যাঙ্গপিপল যারা ঢুইকা অইগুলা নিয়াই গান না গাইয়া বাইর হইয়া জাইতেসে। ওরাই যে প্রকৃত বাঙালি বুঝলুম !!
যাই হোক, প্রতি পদে পদে স্পিকার হইতে হইতে প্রবেশ করলাম এবং অবস্থা খারাপ দেইখা সাথে সাথেই বাইর হইলাম... রাস্তায় দাঁড়াইয়া একবার গাইলামও সংগীত, বাট পরে বুঝলাম যে ওইটা মহড়া আসিল !!
সবশেষে কি প্রমাণ হইল?? আমরা গাধা ছিলাম, স্পিকার হইসি, মখা থাকবো !!!
২| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৮
আলী খান বলেছেন:
৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫০
আমি লিও বলছি বলেছেন: @নিরীহ বালক ভাই, মিস কইরাই ভাল করসে্ন। আমি যে কেন মিস করলাম না !!
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
নিরীহ বালক বলেছেন:

আই মিস কুচকাওয়াজ ভেরি মাচ