![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্ঘুম জেগে থাকার নাম হতে পারে স্বপ্ন অথবা শুধুই একটি রাত..।
শাহরিয়ার একটা ইন্টারভিউ দিয়ে বের হয়েছে । সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য তাকে ইন্টারভিউ বোর্ডের একজন প্রশ্ন করেছে ''শক্তি কী ? what is power ? '' । শাহরিয়ার উত্তর দিতে পারে নি । আসলে সে এমন প্রশ্নের জন্য কোনভাবেই প্রস্তুত ছিল না, হয়তো পারতো কিন্তু তাকে নার্ভাস করে দিয়েছিল । প্রশ্নকর্তার মুখে বিস্ময়ের ছাপ, 'এ সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে নি ! এটা তো আমরা স্কুলে থাকতের পড়া !'
হতে পারে ইয়াং প্রশ্নকর্তা ইদানিং বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন !
বাইরে সুন্দর রোদ উঠেছে । শীতের এই ঠান্ডা বাতাসে এমন সোনা রোদ খুব আরাম দেয় । শাহরিয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে গায়ে ওম লাগাচ্ছে, ইন্টারভিউয়ের নার্ভাসনেস এখনো কাটে নি । আনিতা আসার কথা ইন্টারভিউ কেমন হয়েছে জানার জন্য আর তার সাথে পার্কে একটু বেড়ানোর জন্য । শাহরিয়ার জানে আনিতার কাছে তার সাথে ঘুরে বেড়ানো থেকে, জবটা হবে তো ? এই প্রশ্নের উত্তর জানাটা হবে খুব জরুরী । আনিতা এখনো এসে পৌঁছেনি । শাহরিয়ার ফোন করে জানিয়ে দিলো না আসতে, আনিতার উত্তরের আগেই সে ফোন কেটে পাওয়ার অফ করে দিল, আর মনে মনে বলছে, 'হুহ, শালা এটাকেই বলে power !'
শাহরিয়ার ব্যস্ত রাস্তার এদিকওদিক তাকাচ্ছে । সে কিছুদূরে দেখলো একজন বৃদ্ধমতন লোক রাস্তার পাশে বমি করছে, তাকে ধরে রেখেছে দু'জন স্যুটওয়ালা লোক, পেছনে কালোরঙের একটি গাড়ি দাঁড় করানো, বোঝা যাচ্ছে গাড়িতেই পেট মোচড় দিয়েছিলো। তাদের সামনে রাস্তার সাথে বসত করা এক পিচ্চি দেয়ালে হেলান দিয়ে প্লেটভরা ডাল দিয়ে মনের আনন্দে ভাত খাচ্ছিলো, বোঝা যাচ্ছে এরা তার খাওয়াতে ব্যাঘাত ঘটিয়েছে, এখন সে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে তাদের দিকে । শাহরিয়ার আবারও মনে মনে বলল, ' This is also called power !
সে বিপরীত রাস্তা ঘেঁষে হাঁটছে আর ভাবছে, আনিতা হয়তো আজ বিয়েতে মত দিয়ে দিবে, আমাকে আর কখনো ফোন করবে না, হাহা, এটাকেও power বলে !
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
গল্পক বলেছেন: কেন !
অনেক ধন্যবাদ ।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
আজমান আন্দালিব বলেছেন: পাওয়া না পাওয়ার নামও হতে পারে power.
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
গল্পক বলেছেন: হ্যাঁ । হতে পারে ।
অনেক ধন্যবাদ ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
বিয়েতে মত দেয়া এতো সোজা নয়, তা'হলে বাংলাদেশের অর্ধেক মানুষ অবিবাহিত থাকতো।
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
গল্পক বলেছেন: আপনি বোধয় আমার লেখাটি বোঝেন নি ।
অনেক ধন্যবাদ ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১০
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার গল্পো!
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
গল্পক বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: অর্থপূর্ণ।
ভালো লাগা।
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
গল্পক বলেছেন: অনেক ধন্যবাদ ।
৬| ১৬ ই মে, ২০১৬ সকাল ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনি বোধয় আমার লেখাটি বোঝেন নি - (৩ নং মন্তব্য)...
আমিও মনে হয় বুঝিনি।
০৯ ই জুন, ২০১৬ রাত ১:০২
গল্পক বলেছেন: হুম ।
ধন্যবাদ মন্তব্যে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: লজ্জা পেলুম..............