![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্ঘুম জেগে থাকার নাম হতে পারে স্বপ্ন অথবা শুধুই একটি রাত..।
মেলায় এক পিচ্চি ছেলে হারিয়ে গিয়েছে । মানুষের এত ভীড়ে সে যে কখন তার মায়ের আঁচল থেকে ছুটে গিয়েছে বলতে পারছে না । তারপর মাকে খুঁজতে থাকে, না পেয়ে এদিকওদিক ছুটোছুটি করছে আর কাঁদছে । কিছু মানুষ তাকে জিজ্ঞেস করছে কী হয়েছে, সে কাঁদো কাঁদো স্বরে বলছে আমি আম্মুর কাছে যাব, এ বলে আবার কান্না । আস্তে আস্তে আরো মানুষ জড়ো হলো, সবাই ছেলেটা কে ঘিরে আছে । কেউ জিজ্ঞেস করছে তার মা কোন দিকে গেছে, কেউ জিজ্ঞেস করছে তার মা দেখতে কেমন গায়ের জামা কী রংয়ের, কেউ জিজ্ঞেস করছে তোমাদের বাসা কোথায়, কেউ জিজ্ঞেস করছে বাবু তোমার নাম কী, কেউ জিজ্ঞেস করছে তোমার আব্বা কোথায় কাজ করেন, কেউ জিজ্ঞেস করছে তোমরা কী নিজেদের গাড়ি করে এসেছো ? হঠাৎ এক চিপস বিক্রেতা কাছে এসে বললো, ভাই ওরে মেলার পুলিশের কাছে দিয়া দেন, ওরা মাইকিং করে দিলে এমনিতেই যার বাচ্চা হেই ছুইটা আইবো । সবাই বললো, হ হ ঠিক কইছে । পরে ছেলেটাকে পুলিশের কাছে দিয়ে দিলো ।
পুলিশ মেলা কতৃপক্ষের মাধ্যমে মাইকিং করাচ্ছে, হ্যালো... হ্যালো.. সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ৬,৭ বছরের একটা ছেলেকে পেয়েছি।....
মিসেস দিনারা এক কসমেটিক দোকানে আয়না দেখতে দেখতে আইলাইনার চেক করছে । সে দোকানিকে জিজ্ঞেস করছে, আচ্ছা এটার দাম কত ? কিন্তু মাইকের এতো জোরে জোরে আওয়াজের জন্য একজন আরেকজনের কথা বুঝতে পারছে না । তখন মিসেস দিনারা ভ্রু কুঁচকে খুব বিরক্তি নিয়ে বলছে ধ্যাৎ , মেলায় যে এসব মাইক ফাইক কেনো লাগায়, ব্লাডি সাউন্ড পলিউশন !
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
গল্পক বলেছেন: একটি লেখায় কী কী থাকলে সেটা গল্প হবে একটু বললে বুঝতে পারতাম ।তবে হ্যাঁ বিস্তর বর্ণনার দিক থেকে বিচার করলে এটিকে গল্প বলা যাবে না ।
অনেক ধন্যবাদ ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: হওঃ আমরা এতোটাই স্বার্থপর । গল্পের কোয়ালিটি বিচার করার সাহস আমার নেই। সত্যটা উঠে এসেছে । ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
গল্পক বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
সুমন কর বলেছেন: ছোট গল্প হিসেবে দারুণ। প্লাস।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
গল্পক বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
আরণ্যক রাখাল বলেছেন: ভালো
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
গল্পক বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
রিয়াজ সোহাগ বলেছেন: আহ্
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
গল্পক বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
তার আর পর নেই… বলেছেন: গল্পের মতো না হয়ে বর্ণনার মতো হয়েছে। শেষের লাইনটা দুঃখজনক।