![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্ঘুম জেগে থাকার নাম হতে পারে স্বপ্ন অথবা শুধুই একটি রাত..।
কখনো মিথ্যে বলো না তোমার সাথে, তুমি সত্য
বিশ্বাসের নেই কোন মৃত্যু
জীবন বন্ধ হয়ে যায় চোখের টুকরো টুকরো কাঁচে
কিন্তু বিশ্বাস হয়ে রইবে অমলিন, মৃত্যুর পরেও ।
যাদের রেখে যাবে তুমি তারা ধারণ করবে হৃদয়ে তোমায়
কারণ তারা জানবে তুমি ছিলে, তুমি সত্যই ছিলে-
তাদের সামনে, ভয়হীন, মিথ্যাহীন
এবং যা ঘটেছে সবই সত্য ।
জয় করতে হয় অমরত্ব জীবন্ত সত্যের অনুশীলনে
মসৃণ হৃদয়, বিশুদ্ধ ভাবনা, সুশ্রী চেতনা
এমন অমূল্যের অভিজ্ঞতা যে সুপ্ত থেকে যায় এই সময়ে !
১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৪০
গল্পক বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
২| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:০৬
হৃদছায়া বলেছেন: আসলেই।
দারুণ লাগল।
১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৪১
গল্পক বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৬ রাত ৮:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার