নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেভিয়াথান

লেভিয়াথান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দৈর্ঘ্য

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯


সাত বছরের সুস্থ সবল প্রেম আমার মনে দাগ কাটেনা,
চলে গেলেও পোড়ায় না, মুক্তি ও দেয় না, কিচ্ছু যায় আসেনা আদতে আমার,
আমার যেতো আসতো সতেরো বছর বয়সে কায়দা করে নম্বর জোগাড় করে
মায়ের ফোন থেকে বালিকার বাবার নম্বরে ঘড়ি ধরে পাঠানো একটা মেসেজে।

সাত বছরের আদুর প্রেম আমার মনে দাগ কাটেনা,
কলেজপড়ুয়া আমি যখন ব্যাকপ্যাক কাঁধে ক্লাসে যেতাম,
নীচতলার স্কুল পড়ুয়া মেয়েটার পড়ার স্বর যখন আমাকে দেখে বেড়ে যেতো,
কিংবা আমার যাওয়ার রাস্তায় যখন নিজের আঁকা আমার স্কেচ ফেলে চলে যেতো,
অথবা যে গোলাপ আর একটা চিঠি সেবার ভ্যালেন্টাইনসে মায়ের হাতে পড়ে গেছিলো,
সে গোলাপে আমার যেতো আসতো।

সাত বছরের নির্ঝঞ্জাট প্রেম আমার মনে দাগ কাটেনা,
কিন্তু যেদিন ডাক বাংলার কাছে তিনটে ছেলে বাইক থেকে নেমে,
আমার পেটের কাছে ছুরি ধরে বলেছিলো, আর যদি , যদি কোনদিন ক এর সাথে যোগাযোগ রাখিস,
আমার যখন মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিলো না, দৌড়ে বাড়ি এসে আমি সিম চেইঞ্জ করে ফেলি, ও পথ আর মাড়াই না,
তার ঠিক ৩ বছর পর যেদিন আমি সিম অন করে আমার প্রতি জন্মদিনে একটা করে মেসেজ পাই, যাতে লেখা থাকতো ইতি ক,
সেই মেসেজগুলোতে আমার যায় আসে।

সাত বছরের মাখামাখা,বিয়ের স্বপ্ন দেখা প্রেমে আমার যায় আসেনা।
দৈর্ঘ্য বাড়ায় বোধহয় সব রেখা দীর্ঘ হয়না,
আমি যায় না আসাকে আকড়ে ধরে এগিয়ে যাই,
বিন্দুগুলোকে সাজাতে সাজাতে, এপারেন্টলি দৈর্ঘ্য বাড়াতে বাড়াতে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

সনেট কবি বলেছেন: বেশ।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

লেভিয়াথান বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।

২| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম একটি কবিতা।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

লেভিয়াথান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

ঋতো আহমেদ বলেছেন: কবিতা মোটামুটি ভালো হয়েছে। তবে, আপনি ক'এর ভালোবাসা ডিজার্ব করেন না। ইউ আর এ কা.. ;)

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬

লেভিয়াথান বলেছেন: সাধারন লোকজনের কাহিনী ব্রাদার ! সাকিব খানদের কাছে কাওয়ার্ডিশ লাগবে ;)

স্বাগতম!

৪| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

রাকু হাসান বলেছেন: বিন্দুগুলোকে সাজাতে সাজাতেই আমরা বাচঁবো । কতিতা ভাল হয়েছে । তো তারপর কি আর জন্মদিনে মেসেজ আসেনি !

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

লেভিয়াথান বলেছেন: ধন্যবাদ রাকু হাসান !! সিম খুলে আবার রেখে দিছিলাম !! ততদিনে সাতবছরের কাহিনী শুরু হয়ে গেছে :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.