নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

বাংলা'র নবাব

আমি একটা ভবঘুরে । ভবঘুরে এই ইমেজ টা আপনার ভালো না ও লাগতে পারে । কিন্তু ভেবে দেখবেন আমরা আসলে সবাই ভবঘুরে ।

বাংলা'র নবাব › বিস্তারিত পোস্টঃ

কাকার লাল কার্ড ও আর্জেনটাইন সমর্থকদের ফুটানী।

২১ শে জুন, ২০১০ রাত ৩:০০

কাকা লাল কার্ড দেখাতে আর্জেনটাইনদের ফুটানী বেশ চরম পর্যায়ে চলে গেছে।



আর্জেনটাইন সমর্থকেরা সুযোগ চরম সদ্ব্যবহয়ার করছে। কারো কারো মতে এ কেমন ব্রাজিল! আবার কারো মতে ৫ বারের চ্যাম্পিয়নদের এই খেলা মানায় না। কেউবা বলছে, এত দূর্বল একটা দলের সাথে ব্রাজিল এমন খেলবে তা আশা করিনি। ইত্যাদি ইত্যাদি।





অথচ খেলার শুরু হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত ছিলো ভিন্ন কথা। আইভরি কোস্ট দারুণ খেলতেছে, তাই ব্রাজিল কে আজ বাড়ি যেতে হবে। ফেইসবুকে তো একজনের স্টাটাস দেখলাম, ব্রাজিলের উচিৎ বাড়ি ফেরার টিকেট কেটে খেলতে নামা। আরও কত কি ?





আমার প্রশ্নটা হচ্ছে খেলা শুরুর আগের এত শক্তিশালী দল খেলা শুরুর পরে কি করে এত দূর্বল দল হয়ে গেলো?



এই আইভরি কোস্ট দিয়েই আর্জেনটাইন সমর্থকেরা ব্রাজিলকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলো যারা কিনা দ্বিতীয়ার্ধের পরে প্রতি সেকেন্ডে একটা করে পায়ে (ব্রাজিলিয়ানদের) লাথি মেরেছে।

মন্তব্য ২০ টি রেটিং +৮/-৭

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১০ রাত ৩:০১

চুপিচুপি বলেছেন: কাকার লাল কাড বাটিল করা হোক..............

২১ শে জুন, ২০১০ রাত ৩:০৭

বাংলা'র নবাব বলেছেন: ঠিকই কইছেন।

২| ২১ শে জুন, ২০১০ রাত ৩:০২

জয়ার ভুবন বলেছেন: ২১ শে জুন, ২০১০ রাত ৩:০১

চুপিচুপি বলেছেন: কাকার লাল কাড বাটিল করা হোক..

২১ শে জুন, ২০১০ রাত ৩:০৮

বাংলা'র নবাব বলেছেন: কাকার লাল কাড বাটিল করে রেফারীকে দেয়া হোক।

৩| ২১ শে জুন, ২০১০ রাত ৩:০৩

জয়ার ভুবন বলেছেন: ছাগলগুলা খেলা না বুঝে লাফালাফি করে।

২১ শে জুন, ২০১০ রাত ৩:০৯

বাংলা'র নবাব বলেছেন: কাকার লাল কাড বাটিল করে রেফারীকে দেয়া হোক।

৪| ২১ শে জুন, ২০১০ রাত ৩:০৪

মাহবুব৩৭৩৯ বলেছেন: আশা করি ফিফা কাকার লাল কার্ড বাতিল করবে...

২১ শে জুন, ২০১০ রাত ৩:০৯

বাংলা'র নবাব বলেছেন: কাকার লাল কাড বাটিল করে রেফারীকে দেয়া হোক।

৫| ২১ শে জুন, ২০১০ রাত ৩:০৪

টি-ভাইরাস বলেছেন: আর্জেন্টিনা ছাগল গুলা বলত এই খেলা তে নাকি ব্রাজিল হারবে, কি বড় ছাগল

২১ শে জুন, ২০১০ রাত ৩:১০

বাংলা'র নবাব বলেছেন: আর্জেনটিনার ছাগলগুলো কি ফুটবল বোঝে ?

৬| ২১ শে জুন, ২০১০ রাত ৩:০৫

ব্রাইটসেন্ট্রাল বলেছেন:

হা হা প গে...বুঝা যাটাসে ব্রাজিল্রে লৈয়া আর্জেন্টিনাগো ঘূম হারাম হৈয়অ যাইটেসে.......

২১ শে জুন, ২০১০ রাত ৩:১১

বাংলা'র নবাব বলেছেন: ওরা ভাবছিলো আজ বুঝি ওদের পথের কাটা সরে যাবে। কত বড় ছাগল!

৭| ২১ শে জুন, ২০১০ রাত ৩:০৮

রিফাত হোসেন বলেছেন: --

৮| ২১ শে জুন, ২০১০ রাত ৩:২০

লেবফিউম বলেছেন: মাহবুব৩৭৩৯ বলেছেন: আশা করি ফিফা কাকার লাল কার্ড বাতিল করবে...

২১ শে জুন, ২০১০ রাত ৩:৩১

বাংলা'র নবাব বলেছেন: কাকার লাল কার্ড বাতিল করে রেফারীকে দেয়া হোক।

৯| ২১ শে জুন, ২০১০ রাত ৩:৪১

দিদারুল ইকবাল বলেছেন:

২১ শে জুন, ২০১০ বিকাল ৫:০৬

বাংলা'র নবাব বলেছেন: না বুঝে শুনে সব জায়গায় একই ছবি আপলোড দিচ্ছেন ক্যান?

১০| ২১ শে জুন, ২০১০ রাত ৩:৫১

খেক খেক বলেছেন: কাকার লাল কাড বাতিল করা হোক.

২১ শে জুন, ২০১০ বিকাল ৫:০৭

বাংলা'র নবাব বলেছেন: কাকার লাল কার্ড বাতিল করে রেফারীকে দেয়া হোক।

১১| ২১ শে জুন, ২০১০ ভোর ৪:১৬

ডলুপূত্র বলেছেন: আগের মন্তব্যগুলো জোড়া লাগালেই কিছু আর্জেন্টাইন ভক্ত বুঝতে পারবে। এতক্ষনে নিশ্চয় বুঝতে পারছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.