নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথারা কাব্য হোক !

কবিতার কৃষক

আগাগোড়া কবিতা আর গানের মানুষ, ভালোবাসি শুদ্ধ মনন, ভালোবাসি মুগ্ধতা অগণন !

কবিতার কৃষক › বিস্তারিত পোস্টঃ

ঢাকা

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

আমাদের ঢাকা, আহা কি সার্থক নামকরণ

সত্যি আমরা জনেজনে ঢাকা ভুল ব্যাকরণ,

বিবেক ঢাকা পড়েছে ফাকা মাঠের লোভে

মাথা ঢাকা বিজ্ঞাপনের দাতালো অভাবে !



চোখ ঢাকা পড়েছে, বহুদিন দেখিনা কেউ

দৃষ্টি বৃষ্টি বিলাস ভুলেছে, মিছে ঘেউ ঘেউ

এখানে কায়া আছে,শরীর ডেকেছে প্রস্থ ছায়া

এখানে ঢাকা আছে ঢাক ঢোল, মন্দ্রিত মায়া !



ঢেকে গেছে পথঘাট ময়লার স্তুপে, আকাশ

ঢাকা ইটের খাঁচায়, ঢাকা নাকে ধূলো শ্বাস !

মন ঢাকা, ঘন চাকা ঘুরছে তো অবিরাম,

আহা ঢাকা, মহা বোকা, ছিঃ ছিঃ রাম রাম !



সব কিছু ঢেকে দিয়ে, উর্বর মাথা ঝেকে,

কিছু লোক, উজবুক, জেগে উঠে ভুল ছকে..

চারপাশ ঢেকে দিয়ে, আন্ধার ভালোবাসে

এই ঢাকা, তবু ফাঁকা, বেঁচে আছি কায়ক্লেশে !



হান্নান হামিদ লিখন

১২/১২/১২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

মেহেদী হাসান '' বলেছেন: ++++ সুন্দর

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৪

কবিতার কৃষক বলেছেন: ধন্যবাদ দাদা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.