![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগাগোড়া কবিতা আর গানের মানুষ, ভালোবাসি শুদ্ধ মনন, ভালোবাসি মুগ্ধতা অগণন !
চোখের স্বচ্ছ কাঁচে
রাঙ্গা মেঘ ময়ূরী নাচে
জীবনের বর্ণীল আঁচে
থাকে আকাশে মেঘফুল প্রেমঘন কাছে
বৃষ্টি নামাবে বলে
আঁধারে আলোর ছলে
যায় চকমকি বিজলী জ্বেলে
জল ছাড়া যায় নাকি জীবন বিফলে...
জলের তেষ্টা লয়ে
অবাধ্য উষ্ণতার হিম ভয়ে
সবটা ক্ষয়ে ক্ষয়ে
সরে গেছি পরা পর মধুর বিনয়ে
বিনয়ে প্রণয় থাকে
মধু মাছি মৌ ঝাঁকে
চলে খুনসুটি সবুজ পাতার ফাঁকে
সমান্তরাল জীবন, বলো কি আঁক আঁকে ?
জীবন আয়নার প্রতিচ্ছবি
জলের তলায় মুখ সরল সবি
চোখের সীমানায় গোল পৃথিবী
ভাবি
জীবন কি একমুখী চলাচল, সময়ের দাবী !
হান্নান হামিদ লিখন
জুন-২৫,২০১৩
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
কবিতার কৃষক বলেছেন: শুভ কামনা জানবেন !
২| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++++++++
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
কবিতার কৃষক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিন !
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২০
অরুদ্ধ সকাল বলেছেন:
সুন্দর কবিতায় ভালোলাগা