![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগাগোড়া কবিতা আর গানের মানুষ, ভালোবাসি শুদ্ধ মনন, ভালোবাসি মুগ্ধতা অগণন !
কতটুকু আর ধরে রাখতে পারি
সেটা বৃষ্টি ধারা হোক বা মিহি বালুকনা
কেবলই আঙুল গলে বেরিয়ে যায়
চুয়ে চুয়ে নেমে যায়, চুঁয়া জলে উপল্বদি রেখে যায়
কতটুকুই আর এই আঙুলের জোর
ভোর হতে গ্লানি টানা অবাধ্য জীবন
আপন করে বলে যায় গহন কালের কথা
আমি ভাবনায় গলে যাই হয়না কিছুই ধরে রাখা
সব একে একে হারিয়েছে, পালিয়েছে, গলিয়েছে
ভুল পথে চলে গিয়ে মূল কথা ভুলিয়েছে
ধরে রাখার সহজাত প্রবণতা আমায় আঁকড়ে ধরে
নিজের দিকে ধাবমান হতে বলেছে বহুদিন
আমি যূথবদ্ধ মুঠোয় সময়ের প্রতিফলন দেখেছি
আমি ঘোরলাগা স্বপ্নিল চোখে ভোর এঁকেছি
আমি রাতের নির্জনে বুক ভরা প্রেম নিয়ে
নিস্ফলা গাছের মরা কান্না শুঁকেছি
জানলার শার্সিতে চোখ রেখে হৃদয়ের আরশি তে
খুব করে চেয়ে ছিলাম নিযুত বছর !
তা
র
প
র
বুঝতে পারে দশ আঙুল ধরে রাখার কিছু নাই, সব নশ্বর !
হান্নান হামিদ লিখন
জুন-২৩,২০১৩
২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৬
কবিতার কৃষক বলেছেন: এস এম বি কি ?
এক গুচ্ছ প্লাস এর উষ্ণতায়
একগোছা হাসনাহেনা নিন,
শুভ কামনা জানবেন !
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮
খেয়া ঘাট বলেছেন: SMB
+++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।