নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথারা কাব্য হোক !

কবিতার কৃষক

আগাগোড়া কবিতা আর গানের মানুষ, ভালোবাসি শুদ্ধ মনন, ভালোবাসি মুগ্ধতা অগণন !

কবিতার কৃষক › বিস্তারিত পোস্টঃ

স্ব-ভাবনা

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

তোমার মতো কেউ ভাবেনি আমায় নিয়ে

তাই তো তুমি প্রেমের পাখি মনের টিয়ে

আমায় নিয়ে ভাবনা তোমার আকাশ পাতাল

কোথায় কখন হোঁচট খেয়ে হচ্ছি মাতাল

নিজের সবটা ভুলে গিয়ে কোথায় বসে আছি

তুমি ছাড়া কে আর ভাবে ও মনের মৌমাছি

সকাল দুপুর সন্ধ্যে কাটাও আমার ভাবনায়

দেখার দেখা কথার রেশে, সাজাও চেতনায়

চোখের পরে চুম দিয়ে যাও ঘুম যেন না টুটে

আমার জীবন ফুলের মতো, যেন সৌরভ জুটে

দুষ্ট কীটে খায়না যেন আমার মনের বাগান

কি সাধনায় তোমার দেখি ভাবনা দিন মান

খেলাম পেলাম কোথায় গেলাম আপন পথে

সেই ভাবনায় অস্থির তুমি সকাল বিকাল রাতে

এক জীবনে কে ভাবে আর কাহার কথা সখী

আমার সুখে হাসি মুখ আর দুঃখে তুমি দুখী

তোমার মতো প্রানের দোসর সব মানুষ কি পায়

ভাবছি তাই কাব্য কথায়, শুদ্ধ গানের অন্তরায় !



জুলাই-১৩,২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.