![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন চলে গেলে ?
না গেলে যে চেনা যায় না ------------
শুনেছি, বহুবার শুনেছি, তুমি নাকি মাত্র আটমাস মাতৃগর্ভে ছিলে নিরাপদে।
বড় তাড়া ছিল যে আসার ----------
তারপর দীর্ঘ-দিন ধরনীর এই অগ্নিকুন্ডে পালিত হয়েছ এক সেবিকা রূপে।
এত অল্প সময়ে কি অসীম শক্তি অর্জন করেছিলে মা?
যা জীবনের প্রতিটি পর্বে, তিলেতিলে করে গেলে দান ?
কন্যা হিসেবে তুমি নিবেদিত প্রান,
ভগিনি রূপে ছিলে নিবেদিতা,
জায়া রূপে মনোমুগ্ধা ,
মাতৃ রূপেন সংস্থিতা।
শ্রী শ্রী গুরুদেবের চরণাশ্রিতা, সদা আণণ্দময়ী, মমতাময়ী, স্নেহময়ী মা আমার!
একমাত্র উত্তরসূরী নন্দিনীর আগমনে ভুলেছিলে, স্বামী হারার সকল বেদনা
তারপর একযুগের ও বেশী কাটিয়ে দিলে শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে।
এর-ই মাঝে, কোন সুপ্ত যন্ত্রনা, তোমার হৃদয় নিঙড়ে, কন্ঠকে এমন নীল করে, স্থির করে দিল, মা?
তাই বুঝি তুমি চলে গেলে?
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৫
লীলা চক্রব্ত্তী বলেছেন: মা আমার,
আজ প্রায় এক বছর হতে চলেছে তুমি চলে গেছ অনেক অনেক দূরে। তোমাকে দেখতে পাই না, তোমার কথা কানে শুনতে পাই না, কেবল অনুভবে তুমি আজও রয়েছ আমাদের সকলের মনে।
আমরা সবাই আজ দাঁড়িয়ে আছি তোমার আকাশের তলায়। তুমি একবার চেয়ে দেখ মা, আমরা ঠিক আছি তো? তোমার পথে, তোমার বলয়ে? তোমাকে জানাই শতকোটি প্রণাম।
তোমারই, লীলা --- ইলা --- শ্বেতা --- টুটুল --- শান্তা --- পান্তা --- কান্তা।