![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল ভালোবাসেনা এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ফুল দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের জন্য খুবই ভালো। কিছু কিছু ফুল আছে যেগুলোতে মূল্যবান তেল, নিউট্রিয়েণ্ট আছে আর এই তেল আমাদের ত্বকের নরিশমেণ্টের জন্য জাদুর মত কাজ করে।
তবে ফুলে যাদের এলার্জি আছে তারা এই প্যাকগুলো ব্যবহার করবেন না। কেনা ফুলের চেয়ে আপনার বাগানের ফুল পেলে সবচেয়ে ভালো হয়। শীত তো প্রায় চলে এলো-এই সিজেনের জন্য ফ্লাওয়ার ফেস প্যাক খুবই উপযোগী। শীতে আমাদের অনেকের ত্বকে কালচে ভাব চলে আসে কিন্তু এই প্যাক গুলো মুখে লাগিয়ে আপনি থাকবেন দ্বীপ্তিময় ও উজ্জ্বল।
http://www.dhakatimes24.com/index.php?view=details&data=College&news_type_id=1&menu_id=33&news_id=69611
©somewhere in net ltd.