নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ এ স্বাগতম

নিজের সম্পর্কে বলতে গেলে লেখা শেষ হবে নাহ, থাক না আর একদিন ...।

এক্স ফ্যাক্টর

একজন ভালো ব্লগার......... উচিৎ ও সত্য কথা বলতে ওস্তাদ

এক্স ফ্যাক্টর › বিস্তারিত পোস্টঃ

বড় ভাই এরা একটু নির্দেশনা দিবেন কি? (শিক্ষা বিষয়ে)

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

আমি Architecture এ পড়তে চাইতেছি কম খরছের pvt uni তে, কিন্তু দেখতেছি এই ডিপার্টমেন্ট ঢালাওভাবে pvt uni গুলি তে নেই, আর যেগুলি তে আসে খরচ খুব এ বেশী, যেমন , uap তে ৮ লাখ ৫০ , এমনি ভাবে সেরা সব pvt uni তেই খরচ খুব এ বেশি এই সাবজেক্ট এ, যেখানে আমি আবার মফঃস্বল থেকে ঢাকা যেয়ে পরব তাতে এই ৪/৫ বসরে আর ৪/৫ লাখ টাকা খরচ হবে, তো বড় ভাইয়েরা আমায় pvt এমন কোন uni এর খোঁজ দিতে পারবেন যেখানে Architecture এ কম খরচ এ পড়া যাবে, আর uni তার এই ডিপার্টমেন্ট তা হবে ভাল ও মোটামুটি মানসম্মত, খুব এ বিপদে আসি ভর্তি নিয়ে, আপনারা দয়া করে একটু জানিয়ে বা জেনে হেল্প করতে পারেন কি, উপকার হত খুব,

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ব্র্যাক ইউনিভার্সিটি ভালো আর্কির জন্য।

২| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

মুদ্রা সংগ্রাহক বলেছেন: একটু ভাল করে বুয়েটের জন্যই প্রিপারেশন নেন না কেন? আপনার যদি প্রচুর টাকা থাকে আর শুধুমাত্র ডিগ্রি অর্জন ই প্রধান কারণ হয় তাহলে প্রাইভেট এ পড়তে কোন সমস্যা নেই। কিন্তু যদি নিজেকে সত্যিকারের একজন ভাল আর্কিটেক্ট হিসেবে গড়ে তুলতে চান তাহলে দেশের সবচেয়ে ভাল প্রতিষ্ঠানে চেষ্টা করাটাই কি বেস্ট অপশন নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.