নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ এ স্বাগতম

নিজের সম্পর্কে বলতে গেলে লেখা শেষ হবে নাহ, থাক না আর একদিন ...।

এক্স ফ্যাক্টর

একজন ভালো ব্লগার......... উচিৎ ও সত্য কথা বলতে ওস্তাদ

এক্স ফ্যাক্টর › বিস্তারিত পোস্টঃ

একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, মেগা পোস্ট, পড়ার জন্য অনুরোধ রইল,

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৯

শুরুতেই বলে রাখি এটা একটা খুব এর গুরুত্বপূর্ণ ব্যাপার ,কিভাবে শুরু করে কিভাবে যে আপনাদের বুঝাব এটা বুঝতেছিনা, আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে বলতে চাই যে দেশ এর স্বার্থে আমি একটা কাজ করতে চাই, খুলে বলতে আমার কাছে এমন কিছু ডকুমেন্ট আছে রাজনৈতিক সংশ্লিষ্ট যে গুলা খুব এ খুব গোপনীয় তথ্য, যেমন ধরুন দুই মন্ত্রীর গোপনীয় কিছু কথার রেকর্ড, কিছু মন্ত্রীর হাতে নাতে দুর্নীতি করার প্রমান, কিছু জঙ্গি তথ্য, এ ব্যাপারে বেছি কিছু বলতে চাই না, আপনারায় মিডিয়া তে দেখতে পারবেন, সুধু বলতে চাই দেশ এর স্বার্থে এগুলা আমি উন্মোচন করে সবাইকে জানিয়ে দিতে চাই, তো আমি যেদিন জানিয়ে দিবো, সেদিন মিডিয়া তে নিউজ পাবেন এমন একটা কিছু ছড়িয়ে পরেছে, কিন্তু সমস্যা হল আমি যদি এগুলা তথ্য ফাঁস করে দেয় তো পুলিশ আমাকে ইনস্ট্যান্ট গ্রেফতার করবে , এখন নিজের জান বাঁচানো ফরজ, আবার দেশ এর কথা চিন্তা করে তাঁদের মুখোশ খুলে দেওয়া জরুরি, এখন আমি কি করবো, পুলিশ তো তাঁদের কথায় নিশ্চিত আমাকে ধরবে, এখন এমন কোন উপায় আপনারা আমাকে বলে দিতে পারেন যে উপায় আমি তথ্য গুলি প্রচার করে দিবো, সত্য উন্মোচন হবে কিন্তু পুলিশ যাতে আমাকে না গ্রেফতার করতে পারে, এখন কি করা যাই, আচ্ছা ip address সফটওয়্যার ব্যাবহার করে আমি যদি এমন কিছু করি তো পুলিশ কি আমায় গ্রেফতার করতে পারবে অথবা কোন উপায় আমাকে বলে দিতে পারেন, আমি দেশ এর সাধারন নিরীহ নাগরিক, দেশ এর উপকার করতে চাই কিন্তু এই উপকার করতে গিয়ে পুলিশ আমাকে ধরলে আমার কি হবে বলেন। আপনারা এমন কোন উপায় বলে দিন যাতে তথ্য গুলি আপনাদের জানিয়ে দিতে পারি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৮

বিতর্কিত বিতার্কিক বলেছেন: সত্যিই যদি মনে হয় দেশের স্বার্থে করা উচিত তাহলে করুন। নতুবা শুধু কারও চরিত্র হননের জন্য বা উদ্দেশ্য মুলক ভাবে তৈরি কিছুর পাবলিসিটির দরকার আছে বলে মনে করিনা।
নিজের কাছে কপি রেখে বেনামে সব পত্রিকা ও টিভি চ্যানেলে পাঠিয়ে দিতে পারেন। বা দেশের বাইরে কারও কাছে মেইল করে তাকে আপলোড করতে বলতে পারেন। ভেবে দেখুন।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৪

এক্স ফ্যাক্টর বলেছেন: াই ভয় লাগে যদি পুলিশ এর ঝামেলাই পরে যাই, তখন বাঁচাবো কে আমারে, দেশ এর বাইরে কারো কাছে এটা একটা ভালো বুদ্ধি, তই যদি আবার ধরে ফেলে কোন মেইল অ্যাড্রেস দিয়ে এগুলা আদান প্রদান করা হয়েছে, মেইল তা পাঠালাম কিন্তু এমন উপায় নেই মেইল তা আমি পাঠাব তা কেউ ধরতে পারবে না, ???

২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

নতুন বলেছেন: কপি রেখে সব পত্যিকা আর টিভতে পাঠিয়ে দিন..

বাংলালিকস এর কাছেও পাঠাতে পারেন..

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ২:১২

এক্স ফ্যাক্টর বলেছেন: আমি যেখান থেকে পাঠাব এটা তো ধরে ফেলবে, উপায়? আচ্ছা আই পি অ্যাড্রেস সফটওয়্যার ব্যবহার করলে কি ধরতে পারবে?

৩| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:১৭

নতুন বলেছেন: সিডিতে কপি করুন...
টর ব্রাওজার ব্যবহার করতে পারেন..
কিছু ইমেইল প্রভাইডার আছে যারা এনেনোমাস সারভিস দেয়..
গুগুল কে জিগান পাবেন..

৪| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:২৯

In2the Dark বলেছেন: স্পিচলেস ........... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.