নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ এ স্বাগতম

নিজের সম্পর্কে বলতে গেলে লেখা শেষ হবে নাহ, থাক না আর একদিন ...।

এক্স ফ্যাক্টর

একজন ভালো ব্লগার......... উচিৎ ও সত্য কথা বলতে ওস্তাদ

এক্স ফ্যাক্টর › বিস্তারিত পোস্টঃ

ল্যাপটপ সমস্যা, , আপনার ল্যাপটপ এউ এমন সমস্যা হতে পারে

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭

১) আমার ল্যাপটপ এদানিং খুব গরম হয়ে যাচ্ছে, মানে ২০ থেকে ৩০ মিনিট চালালে মাত্রা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, নিচে কুলার ব্যবহার করি, যদি বলেন ল্যাপটপ এমনিতেই গরম হয় , তাহলে মানব না কারন আমার ল্যাপটপ এত বেশী গরম হচ্ছে যে ডিম দিলে সিদ্ধ হয়ে যাবে, আগে এমন টি হত নাহ, এখন কি উপাই আর কিসে এবং কোথাই সমস্যা কেউ বলতে পারেন, ? sad

২) ল্যাপটপ এ ভিডিও প্লে করলে ইনস্ট্যান্ট ল্যাপটপ স্লও হয়ে যাচ্ছে, এবং সব মিলিয়ে performance স্লও, আগে ছিল নাহ। যদি বলেন উইন্ডোজ দিলে ঠিক হয়ে যাবে তাহলে একমত না কারন উইন্ডোজ দিয়ে দেখছি, তাউ ভিডিও প্লে করলে স্লও হয়ে যাই ইনস্ট্যান্ট , যদি বলেন ভাইরাস আছে তাহলে অ একমত নাহ কারন পেইড এণ্টি ভাইরাস ব্যবহার করতেছি, ভাইরাস নেই একদম নিশ্চিত , আর ল্যাপটপ এর performance বৃদ্ধি করার জন্য আলাদা pc cleaner pro, advances system care এর মত ভাল ভাল সফটওয়্যার ব্যবহার করতেছি, আর ল্যাপটপ এর configaration খুব খারাপ নাহ, core i3 n ram 4 gb , তাহলে এই রকম স্লও আর গরম কেন হয়ে যাচ্ছে কেউ বলতে পারেন, উপরের এক নং কারন এর সাথে এটার সম্পর্ক থাকতে পারে ? sad

৩) একট ল্যাপটপ এর ব্যাটারী কিনতে চাই সেক্ষেত্রে দাম কেমন হতে পারে, বাজার এ কি সব চাইনা ব্যাটারী নাকি অরজিনাল acer, dell, hp এগুলা এর ব্যাটারী পাওয়া যাই? যদি পাওয়া যাই সেক্ষেত্রে চাইনা ব্যাটারী এর চাইতে অরজিনাল ব্যাটারী এর দাম কি খুব বেশি হবে? চাইনা ব্যাটারী কি কিনলে ঠকবো? আমাপ ল্যাপটপ এর মডেল acer 5740, 6 cell lion battery neutral


উপরের ৩টা সমস্যা এর ভিতর যে ভাইয়া যেটা জানেন সেটার সম্পর্কে কিছু বললে উপকৃত হতাম।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: Lap top er brand ki ta to bollen na

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২

নগর সংগীত বলেছেন: তাপের কারণে পারফরমেন্স সমস‍্যা দিতে পারে। ল‍্যাপটপে যখন তাপ বেড়ে যায় তখন প্রসেসর নিজের গতি কমায় দেয় তাপ কমানোর জন‍্য।

আপনার ল‍্যাপটপের ইন্টার্নাল কুলিং সিস্টেম নষ্ট হয়েছে, শুধু বাইরে কুলার ব‍্যবহার করে হবে না। আপাতত চালু না করে দ্রুত সার্ভিসিং করান, নাহলে বড় ক্ষতি হতে পারে।

আর যেসব "ভালো" সফটওয়‍্যারের কথা বললেন, সেগুলো আসলে যতটা দাবী করে ততটা ভালো কাজ করে না, বিশ্বাস করেন বা না করেন। পেইড অ‍্যান্টিভাইরাস যে সব ভাইরাস ধরতে পারবে এমন কোনো কথা নাই।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৫

এহসান সাবির বলেছেন: সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত @ আমারটা গরম হয়ে যায়........
তোশিবা...

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৯

ভিটামিন সি বলেছেন: ফালাই দেন। নতুন কিনে নেন।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

মহান অতন্দ্র বলেছেন: কি আর করা ভ্রাতা । আপাতত ডিম সিদ্ধ করুন আর ল্যাপটপে কাজ করুন । একের ভিতর দুই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.