![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি...মৃত নাকি জীবিত তা বলতে পারবনা...কিন্তু আছি।।সম্ভবত জীবিত এক লাশ হয়ে সুধুই নিজের মাঝে...।কিন্তু আমি আছি...।
দুঃসহ জীবনের অভিশাপ,
নিপীরি্ত জীবনের পরিহাস,
নয় কোনো সভ্যতার ইতিহাস,
নয় কোন ভবিস্যতের দূতাবাস,
মানুসের মনের অদেখা আকাশ,
সাথে যত দুষিত বাতাস...
থেমে গেছে জীবনের যত বিস্ময়...
হয়ে গেছি আজ এক নিশাচর......
২| ২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:১৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... বিদ্যুৎ এবং পানি সাশ্রয় করুন... দেশটাতো আমাদেরই। এই দেশটাকে বদলাতে হবেই। আমরা বদলাবো একে...
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:১৪
জামিনদার বলেছেন: কবিতা ভাল হয়েছে।