![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমাদের জেগে উঠার সময়। সকল শহিদের পবিত্র রক্তের ফসল আমাদের এই মাতৃভুমি। শত শহিদের বুকের তাজা রক্তের উষ্ণতায় আজও প্রকম্পিত শাহাবাগ, বাংলা মায়ের তেজদিপ্ত সব দামাল ছেলেরা মাঠে নেমেছে শত বুদ্ধিজীবী হত্তার প্রতিশোধে। কবি মেহেরুন্নেসার জ্বালাময়ী কবিতা তারা আজ অন্তরে গেথে রেখেছে। ৪৭,৫২,৬৯,৭১,আর ৮৩ এর ব্যাথা তাদের কে পুরিয়ে পুরিয়ে আরও তেজদীপ্ত করছে ঠিক যেভাবে ইস্পাতকে পুরিয়ে আর খাটি করা হয়। আমি আসছি মা। আমি আসছি।
©somewhere in net ltd.