![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন আগে আমার বন্ধুর চাচা ফাজলামো করে আমাদের একটা কৌতুক বলেছিল, মোটামুটি মনে আছে যে, এক মেয়ে তার মাথায় বেজায় উকুন এখন ওই মেয়ের মা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বুদ্ধি নিলো কি করা যায় তখন বুদ্ধি এলো কিছুতে যেহেতু কাজ হচ্ছে না তাহলে মাথায় এন্ডিন নিতে বলেন আপনার মেয়েকে । যে কথা সে কাজ মেয়ের মাথায় শুরু হল এন্ডিন দেওয়া । যখন এন্ডিন দেওয়া শুরু হল মেয়েত একদিক হেলে হেলে পরে যায় আর বলছে মা আমার যেন কেমন লাগছে । ওর মা বলে উকুন এর বংশ করে দিবো নির্বংশ । নির্বংশ করতে গিয়ে মেয়ে মরে গেল । তো আমাদের অবস্থা ঠিক এর কাছাকাছি কারণ আমি কিছুদিন আগে রুমে কিছু আপেল এবং মাল্টা এনেছিলাম fresh fruits খাওয়ার জন্য । প্রায় সবগুলো খেয়ে ফেলেছি একটা আপেল এবং মাল্টা রয়ে গেছে রুমে, আমি অফিসের কাজে পরীক্ষা পরিদর্শন করতে এবং তিনদিন ছুটি পেয়ে চলে গেলাম পরে রবিবার এসে দেখি ওই আপেল এবং মাল্টা আগের মতই আছে । আমিত ভেবেছিলাম এসে দেখবো পচে গেছে ফেলে দিতে হবে কিন্তু এ কি হল ? আমাদের অবস্থা এখন ওই এন্ডিন এর মত কারণ চুলের লোমকূপ দিয়ে যে এন্ডিন মাথায় প্রবেশ করবে এটা যেমন ওই মায়ের ধারনা ছিল না, ঠিক তেমনি আমাদের সমাজে যারা এরকম ফলের Business করে তার ছেলে মেয়েদেরকে নাকি ফলের Businessman রা ফল খেতে দেয় না কিন্তু ফলের Businessman দের ছেলে মেয়েরা যখন অন্য কোথাও পড়াশুনা করতে বা চাকুরীর জন্য যায় তখন কি হয় যদি ভুল করে কখন ওই ছেলে মেয়েরা ফল খায় তবে তার বাবার মত অন্য কেউ তাকে ফরমালিন মিশ্রিত ফল খাইয়ে দিল তার মানে যারা ফলে ফরমালিন মেশায় তারা Silent Killer যারা তার সন্তান কেও মৃত্যুর দিকে ঠেলে দেয় । আর আমরা তো ..............................।
২| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২৫
হাউ মাউ কাউ বলেছেন: মুক্তি মেলা সহজ, কিন্তু আমরা মুক্তি চাই না ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫৬
সুমন কর বলেছেন: এসব থেকে মুক্তি নেই........