নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা

লিঙ্কনহুসাইন

নিজের জন্য নয় :( অন্য কারো আশা পূরণ করার জন্যই এই বেচে থাকা । অদ্ভুত দুনিয়া কেউ নিজের জন্য নয় অন্য কাউকে খুশি করার জন্যই বেচে থাকে !! তার পরেও মানুষ স্বার্থপর হয় , হাঁ হাঁ হ আহা হাঁ ,

লিঙ্কনহুসাইন › বিস্তারিত পোস্টঃ

একটি প্রেমের মজার কাহিনী ;);) যারা প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করতে চান , তাদের এই লেখাটি উৎসাহ যোগাতে পারে :P

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১০:৩৭

একটি প্রেমের মজার কাহিনী , গল্প নয় একেবারেই সত্যি । আমার ছোট মামা একটা মেয়েকে খুবই ভালোবাসতো , কিন্তু তাদের এই ভালবাসা কোন পক্ষই মেনে নেয়নি , তাই তারা দুই জন হঠাত করেই একদিন পালিয়ে গিয়ে বিয়ে করে , এবং প্রায় ১০-১৫ দিন পালিয়ে থাকার পর , একদিন বাড়ি চলে আসে মামা তার বউ নিয়ে , যাই হোক ঘটনা যখন ঘটে গেছে , সবাই মেনে নিয়েছে , কিন্তু আমার নানী , নতুন মামী এবং মামার উপর অনেক রাগ করে আছে , কারণ ছোট ছেলেকে খুব ধুমধাম করেই বিয়া করাতে চেয়েছিল নানী । মামা বউ নিয়ে বাড়িতে এসেছে দুই তিন দিন হয়ে গেছে, কিন্তু নানী রাগ করে নতুন বউ সাথে কথাও বলে না , তাই আমার মামা নতুন মামীকে শিখাইয়া দিয়েছে তুমি আমার মার সব কাজেই সাহায্য করবে এবং মাকে কোন কাজই করতে দিবেনা , সব কাজই তুমি করবে , এবং মা কে রান্না করতেও দিবানা সব রান্নাবান্না তুমি করবা , তাহলে খুব সহজেই মা তোমাকে মেনে নিবে , মার ওজুর পানি গরম করে দিবে , মাথার উকুন মেরে দিবে , দেখবে আস্তে আস্তে তোমাকে সে অনেক আদর করবে :P এই বুদ্ধি শুদ্ধি বউ কে ভালো করেই শিখিয়ে দিয়েছে মামা , এবং নিজেও ভালো সাজার জন্য ধানের জমিতে চলে গেছে ধান কাটতে , যদিও এর আগে কোন দিন সে ধান খেতের আইল দিয়েও হাটেনাই , কিন্তু সবার কাছে ভালো সাজার জন্য বেচারা ধান খেতে গিয়ে ধান কাটতে , ধান কেটে হয়রান পয়রান হয়ে দুপুরে বাড়ি এসেছে ভাত খেতে । বেচারা কোন দিন এতো কষ্ট করে নাই :D তাই তার ম্যাজাজ গরম হয়ে আছে , যখন ভাত খেতে বসেছে তখন দেখে ভাত সিদ্ধ ঠিক মতন হয় নাই , তরকারীতে লবন হয় নাই , ডাইলও ফুটেনাই , মামা তখন উত্তেজিত হয়ে বলে,X(X(X(X( হই এই ভাত এই ডাইল এই তরকারি কে রানছে ফুটেনাই ফাটেনাই লবনা হয় নাই ;);)এই বলে চিৎকার করে উঠেছে :P তখনই আমার নানী বলে তোর বউ রান্না করেছে :P তখন মামা তো হতবঙ্গ হয়ে বলে ভাল হইছ ভালো হইছে ;);););) হায়রে প্রেমের বিয়া :P তার পর থেকে আমার এই মামা অনেক কিছুই সহ্য করে নিয়েছে , কারণ মামী ছিল অনেক ধনী বাপের এক মাত্র মেয়ে , কোন দিন ভাতের পেলেট ধুয়েও ভাত খেতে হয়নি , আর সে কিনা ভাত রান্না করে তরকারি রান্না করে , দিনে হাজারো কাজ করতে হতো সবার কাছে ভালো সাজার জন্য /:)আর মামী সব কাজেই ভুল করে , কাজ আরো বাড়িয়ে দিতো :P আর এই সব দেখেও চোখ বুজে সহ্য করে যেতো আমার মামা , নানীর প্যানপ্যানানি , মামা আমার থেকে ৪-৫ বছরের বড় হবে , তাই তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতন , তাই কিছু হলেই বলতাম :P হই এই ভাত এই ডাইল এই তরকারি কে রান্না করেছে , লবন হয় নাই সিদ্ধ হয় নাই ফুটেনাই ফাটেনাই :P হাঁ হাঁ হাঁ হাঁ করে হাসতাম , আর মামাও রেগে ফায়ার হয়ে যেতোX(X(X( , কিন্তু এখন আমার সেই মামী সব কিছুই নিজের হাতে সামলিয়ে নিয়েছে ।৩-৪ জন মহিলা যেই কাজ করতে পারবেনা , সেই কাজ সে একাই করতে পারে , বেচারি সাড়া দিন কাজের তালেই থাকে , নানী মারা গেছে দুই বছর হলো এতো বড় সংসার সে নিজেই আগলে রেখেছে । আর মামা এখন একজন খাটি কৃষক । কোন দিন কেউ ভাবেনি তারা এভাবে সব কিছু এতো সুন্দর করে গুছিয়ে নিবে । প্রথম দুই তিন বছর মামা আর মামীর কান্ড দেখে লোকজন হাসাহাসি করতো আর ঠেশ দিতো /:)/:), কিন্তু এখন তারা সবার কাছে আদর্শ হয়ে আছে , কিভাবে সবাইকে আপন করে নিতে হয় বা কিভাবে সব কিছু গুছিয়ে রাখতে হয় , তায় তাদের না দেখলে বুঝাই যাবেনা । কোটি পতি বাপের একমাত্র মেয়ে প্রেমের ফাদে পড়ে কিভাবে নিজেকে বদলে নিয়েছে যা কল্পনাও করা যায়না । আর মামার কথা কি বলবো সে তো কোন দিন বাজারও করে নাই , আর সে কিনা এখন ২০-২৫ কানি জমি চাষাবাদ করে , ৫-৬০০ মন ধান গোলায় উঠায় । প্রেম অনেকের জীবন বদলে দেয় আবার অনেকের জীবন কেড়েও নেয় ।

/:)/:)/:)/:)

একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে ।।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১০:৪৩

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনার লেখার সারমর্মটা খুবই চমৎকার। আর লিখেছেনও খুব সুন্দর, ইমো বিন্যাস সব মিলিয়ে খুব ভাল লাগল।

পোষ্টে প্লাস।

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:০৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১০:৫৩

অন্যসময় বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে ।।

অনেক ভালো লাগলো আপনার মামা-মামির কাহিনী শুনে। আল্লাহ্‌ তাদের সহায় হউন!
পোস্টে +

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:০৬

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম , আমীন

৩| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:০৩

গালিব হোসাইন বলেছেন: পলামু। :#>

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:১০

লিঙ্কনহুসাইন বলেছেন: পালাইবেন ? পালান সমস্যা নাই , তবে মুরব্বীরা একটা কথা কয় , জাতের মাইয়া কালা ভালো নদীর পানি গোলা ভালো । পালাইলে জাতের মাইয়া লইয়াওই পালাইয়েন , নইলে জিন্দেগী পথে পথে

৪| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:২৮

পিপাসুক বলেছেন: আমি যদি কোন দিন পালিয়ে বিয়ে করি তাহলে তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন B-) B-) B-) B-) B-)

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: পালাইবেন ? পালান সমস্যা নাই , তবে মুরব্বীরা একটা কথা কয় , জাতের মাইয়া কালা ভালো নদীর পানি গোলা ভালো । পালাইলে জাতের মাইয়া লইয়াওই পালাইয়েন , নইলে জিন্দেগী পথে পথে

৫| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৩১

ই=এমসিস্কয়ার বলেছেন: বড় শখ ছিল, পালায়া বিয়া করব.....আফসোস বউএর জন্য পারি নাই, সে কয়, বাবা মার দোয়া ছারা নাকি সুখী হওয়া যায় না......তাই শেষ পর্যন্ত, দুই পরিবারের সম্মতিতি বিয়ে করতে হইল....কাঠ খড়ও পুড়াইতে হইল মেলা......এখন সবার দোয়ায় ভালই আছি...

সত্যিই একজন মেয়ে একটা ছেলের জীবনকে অনেক বদলে দিতে পারে, পরিপূর্ন করে...

আপনার পোস্টে প্লাস++++++++++

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৪৫

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি ভাই , একজন মেয়ে একটা ছেলের জীবনকে অনেক বদলে দিতে পারে, আবার ইচ্ছা করলে....।
আপনাদের জন্য শুভকামনা রইলো :-B

৬| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৫১

আমি ব্লগার হইছি! বলেছেন: আপনার মামা মামীকে অনেক অনেক প্লাস।

০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১২:০১

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ , পেলাচটি এসএমএসসের মাধ্যমে তাদের কাছে পাঠানো হবে

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: পোষ্ট ভালৈছে । কিন্তু একডু প্যারা প্যারা কইরা লেখলে পর্তে সুবিদা হয়।
বার বার ভুলে একই লাইন দুইবার পইড়া প্যাচ লাইগা গেছিলো।
ড্রাফ্ট এ নিয়া প্যারা বানাই হালান । কাহিনির উপস্থাপন অচাম হইছে
আসলে উপস্থপনের কারনেই পইরা মজা পাইছি।

০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৯:১০

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১:২১

সুদীপ্ত কর বলেছেন: শেষ লাইনটা সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৯:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১২ ভোর ৫:২৪

পড়শী বলেছেন: এত বড় গল্প মাত্র ১০ টি বাক্যে কিভাবে শেষ করলেন।

০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৯:০৪

লিঙ্কনহুসাইন বলেছেন: B:-) B:-) কেন ভালো হয় নাই /:)

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ১০:৩১

বিলাতী পোলা বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে ।

ইয়্যু আর রাইট।

০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ১০:৪২

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৭

েমা খােদমুল ইসলাম বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে ,রাইট।

০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১:০৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১২:০০

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে স্বর্গ বানাতে পারে ।।

একদম খাটি কথা................

ভাল লগলো আপনার লেখা পড়ে, সবার জন্য দোয়া রইল।

ভাল থাকবেন, ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১:০৭

লিঙ্কনহুসাইন বলেছেন: আপনাকেও ধন্যবাদ , আবার আসবেন আমার ব্লগে অন্য কোন পুষ্টে ;) ;)

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫১

কালা মনের ধলা মানুষ বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে ।।

পাঞ্চ লাইন টা অসাধারন লেখসেন ভাই। অনেক ভাল লাগা রইল।
+ নেন।

০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে ।।
১২ তম ++

আপনার মামা মামীর জন্য শুভকামনা :)

ভালো থাকবেন :)

০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ ,

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৮:২৪

পড়শী বলেছেন: লেখা অনেক ভালো লেগেছে। কিন্তু পড়তে কষ্ট হয়েছে। ++ দিয়েছি।

০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

১৬| ০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: প্রেমের জন্য মানুষ কি না করে ? যাক শেষ পর্যন্ত ওরা সফল হয়েছে জেনে ভালো লাগলো ।

০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:০৮

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম

১৭| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:০৬

মেহেদী হাসান মানিক বলেছেন: খালি ঘুইরা আইসা পড়লেই কি চলে???

০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:০৮

লিঙ্কনহুসাইন বলেছেন: বুঝলামনা কি বলতে চাচ্ছেন মানিক ভাই

১৮| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:০৬

মেহেদী হাসান মানিক বলেছেন: খালি ঘুইরা আইসা পড়লেই কি চলে???

১৯| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:১৫

মাহবু১৫৪ বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে ।।


এটাই আসল কথা।


ভাল লাগা শত শত । আমার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাবেন

০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ , আবার আসবেন

২০| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:২২

সরকার৮৪ বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে :||

০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: কেন অবিশ্বাস হয় নাকি , সরকার সাব

২১| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:৪৫

মাক্স বলেছেন: শেষ লাইনের সাথে কঠিনভাবে সহমত।

০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

২২| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১:১০

শার্লক বলেছেন: =p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৭

লিঙ্কনহুসাইন বলেছেন: হাসির কি হলো

২৩| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১:১৯

বটতলার টারজান বলেছেন: মধু মধু !!! সব মাইয়া যদি আপনার শেষ লাইনটা বুঝতো |-) |-)

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: :| :| :| :|

২৪| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: কিছু কইতাম না


খালি পেলাস দিলাম
+++++++

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

২৫| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: মামার ভাগ্নেরও এমন লক্ষী একটা বউ মিলুক। :) :) :P :P

শুভকামনা।

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: আল্লাহ্‌ আপনার কথা শুনুক ;) ;) ;)

২৬| ২৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪০

ডানাহীন বলেছেন: সংসার সুখের হয় রমণীর গুনে .. কিন্তু মামাটাও যে ভালো মানুষ এইটা কেউ খেয়াল করল না ..

৩০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

লিঙ্কনহুসাইন বলেছেন: তাও ঠিক

২৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: রিভিশন দিলাম আবার!!!


:)

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন: মামা মারা গেছে অনেক দিন আগে ।

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

বশর সিদ্দিকী বলেছেন: একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে , আবার ইচ্ছা করলে সর্গ বানাতে পারে ।।

কথাটি আসলেই সত্যি। তাই আমার মনে হয় পালিয়ে বিয়ের চেয়ে এরেন্ট মেরেজই ভাল। তাই না??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.