![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আফগানিস্তানে অ্যামেরিকা হামলা চালায় তখন প্রায় শুক্রবারেই জুম্মার নামজ শেষ এই ধরনের স্লোগান হতো ,
( আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান ) আফগানিস্তানে তালেবানের পক্ষ হয়ে প্রায় ১২ হাজার মানুষ যুদ্ধে গিয়েছিল বাংলাদেশ থেকে , তারা এখন কোথায় ?
সৌদি আরবে আমার ১০ বছর প্রবাসী জীবনে যায় দেখলাম তায় বললে হয় তো ছাগুরা বলবে সৌদি আরব নাস্তিক , তালেবান নামটা শুনলেই সৌদি প্রশাসন এবং সৌদি সরকারের মথায় মনে হয় আগুন ধরে যায় , ২০০৪ বা ২০০৫ এর দিকে হবে দাম্মামে একটি বিল্ডিং এ ১০০ বেশি তালেবান অবস্থান করেছিল , সৌদির প্রশাসন নিশ্চিত হয়ে এই যে গুল্লি মারা শুরু করলো ্যায় বলে বুঝানো যাবেনা , এতো গুলা অস্ত্রের গুল্লি দিয়ে বোধ হয় ১ কোটি মানুষ মারা যেতো , এক সময়ে দেখা গেলো বিল্ডিং এর রড গুলা ছাড়া আর কিছুই নাই , শুধু কংকাল হয়ে দাড়িয়ে আছে রড গুলা , তার পর শুরু হলো সেই ভাঙা স্তুপের মধ্যে বিমান দিয়ে বোমা হামলা , বিল্ডিং এর ইট বালি সিমেন্ট মনে হয় পাউডার হয়েগিয়ে ছিল , তার পর সেই গুলা গাড়িতে ভরে মরুভূমির মাঝে নিয়ে গর্ত করে ইট বালি সিমেট সহ তালেবানদের তো তখন কোন অস্তিত্বই ছিলনা , সেই গুলা মরুভূমিতে মাটি চাপা দেওয়া হলো , এই থেকেই সৌদির মানুষ বুঝে গেলো তালেবান প্রসঙ্গে সরকার কতটা কঠোর ।
এই তো আরেকটা ঘটনা মাস দুই এক আগের কথা , রিয়াদ থেকে দাম্মাম আসতেছিলাম , আমাদের গাড়ির পাশ দিয়ে আরেকটা গাড়ি গেলো , মনে হলো গাড়িটা ২৫০ মাইল স্পীডে চলছে , আর আমাদের গাড়িও তখন ১৫০ স্পীডে চলছিল , আর সেই গাড়িটা লক্ষ করে তার উপর দিয়ে দুইটা হেলিকাপ্টার যাচ্ছে, পেছনে ৪-৫টা পুলিশের গাড়ি ধাওয়া করছে , তায় দেখে বুঝলাম কোন কাহিনী তো আছে , হেলিকাপ্টার থেকে ধুরুম ধুরুম বোমা ফেলা হচ্ছে , আমাদের গাড়ি সহ রাস্তায় যেতো গাড়ি ছিল সবাই গাড়ি বন্ধ করে সেই দৃশ্য দেখছিল , তার পর গাড়িটা হলিউডের মুভির মতন দ্রুম করে আগুন জ্বলে ২০-২৫ ফুট উপরে উঠে গেলো , মানুষের কাছে প্রশ্ন করে জানতে পারলাম গাড়িতে তালেবান ছিল ।
সৌদি আরবের বাদশা আবদুল্লাহ ২০০৮-৯ দিকে বলেছিলেন তারা ইসরাইলকে নয় হামাস এবং হিজবুল্লাহ কে বেশি ভয় পায় , এই কথার জন্য তিনি অনেক সমালোচিত হয়েছিলেন , কিন্তু যখন ইয়ামানের ইসলামী জঙ্গলিরা সৌদি সীমান্তে প্রায় ২০ হাজার বর্গমাইল এলাকা দখন নিয়েছিল তখন সমালোচক কারীরা বোতামুখ হয়ে বসে ছিল ।
আফগান যুদ্ধে পাকিস্তান থেকে প্রায় ৬০ হাজার মানুষ গিয়েছিল , আর পাকিস্তান সরকার তাতে বাধা দেয়নি বরং তারা আরো উৎসাহ দিয়েছিল , ফলাফল এখন কি হলো ? প্রতিদিনই বোমা হামলায় পাকিস্তান শতশত মানুষ মারা যাচ্ছে , মাঝে মাঝে কিছু হামলা দেখে অবাক হই মানুষ এতো বড় অমানুষ হয় কিভাবে , প্রায়ই দেখা যায় মসজিদে বোমা হামলা হচ্ছে , আইচ্ছা মসজিদে বোমা হামলা মেনে নিলাম , কিন্তু সেই নিহতদের জানাযাও বোমা হামলা হায়রে মানুষ , এরা কারা যারা পাকিস্তানকে তালেবান রাষ্ট্র বানিয়ে ফেলেছে , সেই আফগানিস্তান থেকে ফেরত গাজীরা , ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তারা জানাযায় , মসজিদে্ , খেলার মাঠে , হাট বাজারে বোমা হামলা করে , তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তায় আমার জানা নাই , ইসলাম তো শান্তির ধর্ম , তাহলে ইসলামের নাম দিয়ে কারা বোমাবাজি করছে ? আমি এক কথাই বলবো আফগান ফের যুদ্ধারা ! যারা নিজেদের গাজী বলে পরিচয় দিচ্ছে , আর তাদেরকে বসানো হয়েছে দেশের ইসলাম রক্ষার কাজে , তারা কোণ ইসলাম রক্ষা করবে ? শান্তির ধর্ম ইসলাম না বোমাবাজির ধর্ম ? মাঝে মাঝেই তাদের হুমকারে কেপে উঠে দেশ , কিছু না বুঝেই জবাই করার ঘোষণা দিয়ে বসেন তারা । পাকিস্তানে তো ৯৯ ভাগ মানুষ মুসলমান সেখানে আবার কি আছে ধর্ম প্রতিষ্ঠা করার ? সেখানে ধর্মের নামে কেন বোমাবাজি করা হয় , কেন মানুষের জীবনের মুল্য নাই , স্বরাষ্ট্রমন্ত্রী থাকতেও সেখানে কোন আইন কানুন নাই , তালেবান এবং ধর্মান্ধতার ফল পাকিস্তান ইয়ামান হাড়ে হাড়ে পাচ্ছে ।
বাংলাদেশও পাবে , আর তখনই পেতো যদিনা ২০০৫ জেএমবি কে কঠোর হাতে দমন না করা হতো , এখন হয় তো পাকিস্তানের পরিস্থিতি থাকতো বাংলাদেশের ।
কিন্তু তার পরেও কেন আফগান ফেরত তালেবানদের কোন রকমের সাজা হলোনা , গতকাল মাওলানাদের হুমকার দেখে আমার আত্মায় পানি শুকিয়ে গেছে , মনেহয়েছিল বাংলাদেশে গৃহ যুদ্ধ লেগে গেছে , তাই মনে মনে বলেছি দরকার হলে আমাকে সহ সকল ব্লগারদের ফাসি দিয়ে হলেও তাদের হুমকার বন্ধ করা হোক , তাদের শান্ত করা হোক , তাদের হুমকার দেখে আমার মনে হয়েছে আমার সামনে আজরাই দাঁড়াইয়া রইছে , তাই সরকারের কাছে দাবী জানাচ্ছি দরকার হলে দেশের সব ব্লগারদের ফাসি দিয়ে হলেও এই উত্তেজিত মাওয়ানাদের ঠাণ্ডা করেন । তারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে , এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই ।
তাই দয়াকরে দেশ শান্ত রাখার ব্যবস্থা করেন , তায় না হলে এই সোনার বাংলা পাকিস্তানের মতন তালেবান দেশ হবে ।
দেশের অধিকাংশ মাওলানা মনে করে ব্লগ মানে নাস্তিক , ব্লগ মানে নাস্তিকের কাঁরখানা , তাই সব ব্লগারই নাস্তিক তাদের ফাসি দেওয়া হোক
আমার এই লেখাটা পড়ে হয় তো অনেকেই নাস্তিক ট্যাগ লাগাবেন জানি , তার পরেও তাদের বলি , আমি দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরব আছি ৩ বার ওমরা হজ্জ করার সুভাগ্য হয়েছে , ভবিষ্যতে আশা আছে আব্বা আম্মাকে এনে বড় হজ্জ করে একবারে তাদের সাথে দেশে ফিরে যাবো , জানিনা সেই আশা কত টুকু পূর্ণ হবে , তাই নাস্তিক ট্যাগ লাগালে লাগাতে পারেন , কারণ আল্লাহ সবই দেখছেন , নাস্তিকি করে থাকলে তিনি অবশ্যই সাজা দিবেন ।
ধর্ম নিয়ে কুটউক্তি করলে অবশ্যই নাস্তিকদের শাস্তি হওয়া উচিৎ । তবে আমার মনে হয় নাস্তিকদের শাস্তি আইনের মাধ্যমে দেওয়া যেতে পারে এবং এই জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগ করা যেতে পারে , কিন্তু মাওলানারা যেই ভাবে জবাই করার ঘোষণা দিলেন এতে করে দেশে অশান্তি সৃষ্টি হবে , পাকিস্তানের রূপ নিবে । গতকালের মাওয়ানাদের ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে আজরাইল আমার সামনে দাড়াইয়া রইছে , তাই দাঙ্গা হাঙ্গামা না করলে সরকারকে চাপ দিয়ে নাস্তিকদের বিচার করা হোক ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন: পোষ্ট না পড়ে মন্তব্য করা ঠিক না
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: যারা নিজেদের গাজী বলে পরিচয় দিচ্ছে , আর তাদেরকে বসানো হয়েছে দেশের ইসলাম রক্ষার কাজে , তারা কোণ ইসলাম রক্ষা করবে ? শান্তির ধর্ম ইসলাম না বোমাবাজির ধর্ম ?
আমারও এই প্রশ্ন।
গুছিয়ে লিখেছেন।
দেশের অশান্ত পরিস্থিতিতে মন খারাপ লাগে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন:
কি আর কমু , আমার ভয় হচ্ছে আজকা জুম্মার পর কি না কি ঘটে তাই চিন্তা করে , দেশে অশান্তি হোক তায় কিছুতেই চাইনা
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
হেডস্যার বলেছেন:
পড়লাম লেখাটা।
বাংলাদেশকে বাংলাদেশের মতই দেখতে চাই ।
পাকিস্তান বা আফগানিস্তানের মত না।
বাংলাদেশ থেকে তালেবানের হইয়া যুদ্ধে যাওয়া বীরপুরুষদের জন্য আফসোস।
তালেবান, জামাত, জেএমবি কেউই মুসলমান না।
এরা সবাই ইসলাম কে ঢাল হিসাবে ব্যবহার করে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
লিঙ্কনহুসাইন বলেছেন: ধর্মান্ধ বা মৌলবাদীর অর্থ কি তায় দেশের অধিকাংশ মানুষ জানেনা , ধর্মান্ধ বললে মনে করে ইসলাম ধর্মকে খারাপ বলা হয়েছে তাই ধর্মান্ধ শব্দটা ব্যবহার করতে ভয় পাই ।
ধর্মান্ধতা দেশের জন্য কত বড় হুমকি তায় পাকিস্তানের দিকে তাকালেই বুঝা যায় , তাই ভয় তো পেতেই হবে নাস্তিক নিধনের নামে তারা যে একটি দেশ ধ্বংস করে দিতে পারে তায় বলারপেক্ষা রাখেনা , তাদের বুঝানোর মতন ক্ষমতা কারোই নাই , তাদের বুঝই তাদের কাছে সব চাইতে বড় , আর একজন দুইজন হলে তো সমস্যা ছিলনা , দেশের কোটি মানুষ যখন ধর্মান্ধ তখন কিভাবে তাদের নির্মূল করবেন ? বরং তাদের কথা মতনই চলতে হবে
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
অনুভব আন্জুম বলেছেন: একদম মনের মত একটা লেখা দিয়েছেন।
আমিও বেশকিছু দিন ধরে এমন একটা পোষ্ট দিতে চাচ্ছিলাম কিন্তু আপনার মত আমার কাছে তালেবানদের সম্পর্কে এত ধারনা ছিলো না।
প্রিয়তে নিলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ , আমি আজকে বাংলাদেশের পরিস্থিতি কি হবে সেইটা নিয়ে ব্যাপক চিন্তা আছি , কারণ আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশ বিজিবি যদি কোন মাওলানাকে গুল্লি করে সেইটা যে কত টা ভয়াবহ রূপ নিবে সেই চিন্তা করেই ভয় পাচ্ছি , এবং আইন শৃঙ্খলা ঠিক রাখতে হলে পুলিশ বিজিবি কে তো একশনে যেতেই হবে , তায় না হলে তো সাধারণ মানুষের ব্যাপক ক্ষয় ক্ষতি হবে ।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
রাফা বলেছেন: পাকিস্তানিরা কি আসলেই মুসলমান।ইসলাম না শান্তির ধর্ম ?কে কাকে কেনো হত্যা করছে কিছুই বুঝিনা ঐ জংলীদের দেশে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
লিঙ্কনহুসাইন বলেছেন:
কি কমু , তবে আফগান যুদ্ধের আগে পাকিস্তান একটি শান্ত দেশ ছিল সেইটা বলতে পারি , এবং আফগান ফেরত গাজীদের ফতোয়া যে এখন বোমা হামলা হচ্ছে সেটা আমি নিশ্চিত বলতে পারি ।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
মাহির কাবির বলেছেন: vondami koren kn??
saudi badshah nijer godi bachate americar chamchamu kore amra ta jani..
badshah faisal keno mara gese amra ta jani..
r muhammad SM jihade kno gesilo amra jani..
r taleban der kotha bolsen,apni bbc cnn eR kotha bolsen,r pakistane drone hamla k chalai amRa ta jani...
ei sob bhugijugi bad den.
jamayat j.m.b keu islamer pothe chole na eta sotto..
tobe Taleban totha kalo potaka dharider nia r KHORASAN nia sposto hadis ase..
valo thakben..
arw besi besi janun.
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
লিঙ্কনহুসাইন বলেছেন: সৌদি যদি কঠোর হাটে তালেবানদের দমন না করতো তাহলে আজকা সৌদির অবস্থা হয়ো পাকিস্তানের চেয়েও ভয়াবহ । আফগানের যুদ্ধের আগে পাকিস্তান ইয়েমান শান্ত দেশ ছিল এখন এমন কেন হলো , পাকিস্তানে মসদিজে বোমা হামলা হয় জানাযার নামাজে বোমা হামলা হয় , কেন কি জন্য , কোন ধর্মের প্রতিষ্ঠা করার জন্য এই বোমা হামলা ????
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
লিঙ্কনহুসাইন বলেছেন: কোন ধর্মান্ধকে বুঝানোর ক্ষমতা মনে হয় পৃথিবীর কারোই নাই , তাই আমার ও পক্ষে সম্ভব না আপনাকে বুঝ দেওয়ার । ধন্যবাদ
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
মাহির কাবির বলেছেন: ami taleban nia blsi,r taleban afganistaner,pakistaner na.r tasara pakistaner masjide taleban boma hamla kore tar proman ki ???onno jongio to hte pare,or americao to krte pare,jara 911 e nij deshe plane hamla krte pare,tadr pokkhe sob somvob..
'80 sale jokhn russia afganistan dokhol kresilo,tkn taleban r al-quyada nijer desher pokkhe juddho krse,al-quyada kadr toiri ??
'90-00 porjntw afganistan valoi silo,america kn afganistan dokhol krlo ??ekn markiner birudde taleban juddo krse tai tara terrorist ??
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
লিঙ্কনহুসাইন বলেছেন: পাকিস্তানে মসজিদে যদি অ্যামেরিকা বোমা হামলা করো তাহলে কি সাড়া বিশ্বের মুসলমান বসে বসে তামাশা দেখতো মনে করছেন ? আপনাকে তো আগেই বললাম ।
কোন ধর্মান্ধকে বুঝানোর ক্ষমতা মনে হয় পৃথিবীর কারোই নাই , তাই আমার ও পক্ষে সম্ভব না আপনাকে বুঝ দেওয়ার । ধন্যবাদ
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
মাহির কাবির বলেছেন: just ekta kotha bolen BANGLI jodi saudi arab e churi kore,taile tar hat kate,r american jodi khun kre tw take keno america te bina bichare pathano hy..
ami dhoramndho na..
ami itihas porsi,hadis quran pori,ami jani kunta thik r kunta bhul..
jamayat shibir rajakar islamer bebosayi eta new kre blar ksu nai,eta sobai bujhe.khali buje na saudi badhsah ekta dalal.
dhonnobad
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
লিঙ্কনহুসাইন বলেছেন: আইচ্ছা তার আগে আমার একটা প্রশ্নের উওর দেন , হরতালে অ্যামেরিকার এম্বাসির গাড়ি ভাঙার পর আপনারা তাদের কাছে ক্ষমা এবং ক্ষতিপূরণ দিতে কেন চাইছিলেন ? দেশের তো হাজার হাজার মানুষের গাড়ি ভাঙছেন আগুন দিছেন , তাদের ক্ষতিপূরণ না দিয়ে অ্যামেরিকারকে কেন ক্ষতিপুরন দিতে চাইছিলেন ? আপনারা কি অ্যামেরিকার পা চাটা কুত্তা নাকি ?
হ্যা সৌদি আরবে আমার দেশে , সব দেশের নাগরিকদেরই একই আইনে বিচার করা হয় , ১৯৮৯ সালে সৌদি নারী ধর্ষণ করার ফলে এক ব্রিটিশ নাগরিকের শিরচ্ছেদ করার রায় হয় , কিন্তু পরবর্তী সময়ে স্বয়ং ব্রিটিশ প্রধান মন্ত্রী সেই ব্রিটিশ নাগরিকের শিরচ্ছেদ না করার অনুরোধ করেন , কিন্তু তার পরেও তাকে শিরচ্ছেদ করা হয়েছিল ।
তবে কবে আম্রিকান চোরকে ছেড়ে দিয়েছিল সৌদি আরব তায় জানা নাই , তবে আপনারা যদি গাড়ি ভেঙে ক্ষতিপুরন দিতে চেয়েছেন সম্পর্ক রক্ষার জন্য তাহলে তারা কেন নয় ?
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: আজকে আমার দেশ পত্রিকার সামুতে কপিপেষ্ট পড়লাম। আমার বিশ্বাস আমার দেশ পত্রিকা খুব ভালো ভাবে উঠে পড়ে লেগেছে "বাংলা হবে আফগান" এই মোটো সফল করতে। এদের কর্মকান্ড আসলেই ভয়ংকর লাগছে আমার কাছে। কি যে হবে বুঝতে পারছি না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ধর্ম নিয়ে কুটউক্তি করলে অবশ্যই নাস্তিকদের শাস্তি হওয়া উচিৎ । তবে আমার মনে হয় নাস্তিকদের শাস্তি আইনের মাধ্যমে দেওয়া যেতে পারে এবং এই জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগ করা যেতে পারে , কিন্তু মাওলানারা যেই ভাবে জবাই করার ঘোষণা দিলেন এতে করে দেশে অশান্তি সৃষ্টি হবে , পাকিস্তানের রূপ নিবে । গতকালের মাওয়ানাদের ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে আজরাইল আমার সামনে দাড়াইয়া রইছে , তাই দাঙ্গা হাঙ্গামা না করলে সরকারকে চাপ দিয়ে নাস্তিকদের বিচার করা হোক ।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই শুনেন।যে দেশের ,লাখো মানুষ জীবন বিলিয়ে দিয়েছে স্বাধীনতার জন্য।সে দেশের মানুষ কখনো এই পবিত্র মাটিকে আফগান টাইপ রাজাকারের ঘাটি হতে দেবে না।নিরাশ হবেন না।জয় আমাদের হবেই।এদের মতোন হিপোক্রেট দের ভয় পেলে চলবে না।রুখে দাড়াতে হবে।এখুনি সময়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
লিঙ্কনহুসাইন বলেছেন: ইনশাআল্লাহ্
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
স্বঘোষিত মিসির আলী বলেছেন: "আমি দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরব আছি ৩ বার ওমরা হজ্জ করার সুভাগ্য হয়েছে , ভবিষ্যতে আশা আছে আব্বা আম্মাকে এনে বড় হজ্জ করে একবারে তাদের সাথে দেশে ফিরে যাবো" আলহায লিঙ্কন হুসাইন (চাচা) আপনার শেষ হজ কারজো কবে নাগাদ শেষ হইবে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
লিঙ্কনহুসাইন বলেছেন: মাইর হবে কথা হবেনা
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
একজন আরমান বলেছেন:
আমরাও মুসলমান। আমরা চাই এইসব ধর্ম ব্যাবসায়িরা যাতে আর আমাদের প্রিয় ধর্ম ইসলামকে নিয়ে ব্যাবসা করতে না পারে। তারা ধর্মের নামে যে মানুষ জবাই করছে এটা কি ইলসামে আছে? নেই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ইয়েস ।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মাহির কাবির বলেছেন: ami jatiyobadi dorsoner manush,jamayat shibir na...
i hate jamayat....
jamayat shibir vondo eta ami apnare agei bolsi...
r jamayat sibirer saudi prem bohut purano..
ami just apnake etai bol te chaisi j taleban ra tadr nij desh rokkhar jnne juddho krSe..tadr desh afganistan..
r pakistane ja hytase tar pisone kadr hat ta ami janina cz ami bbc cnn belive krina..
valo thakben.dhonnobad
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++
ব্লগ মানেই নাস্তিকতা নয় , ব্লগার মানেই নাস্তিক নয় । জামাত শিবির এই বিষয়ে তোমাদের কাছে অপপ্রচার চালাচ্ছে , তোমাদেরকে ভ্রান্ত ধারনা দিয়ে ব্লগারদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে । তোমারা ব্লগে আসো , নিজে দেখো , জানো ও বুঝার চেষ্টা করো । আমাদের সবার ছাপার বই বের করার সামর্থ্য থাকে না , জাতীয় দৈনিকে আমাদের লেখা নেয় না । ব্লগ আমাদের সেই লেখার মাধ্যম । আমরা ব্লগে কবিতা লেখি , গল্প লেখি , মুক্তিযুদ্ধের কথা লেখি , রাজাকারের ফাঁসী চাই । আমরা মুমূর্ষু মানুষের জন্য রক্ত চেয়ে পোস্ট দেই , অসুস্থ মানুষের জন্য তহাবিল জোগাড় করি , শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্রের জোগাড় করি ব্লগের মাধ্যমে মানুষকে আহ্বান জানিয়ে । আমরা ধর্ষক স্কুল শিক্ষককে নিয়ে যেমন লিখি , তেমনি হলমার্ক কেলেঙ্কারি নিয়ে লিখি । আমরা কুরআনের সুরার অর্থ ব্লগে লেখি , হাদিস লেখি , ধর্মের সত্য সুন্দর ও শান্তির বানী লিখি । সোজা কথায় গনমনে সচেতনতা সৃষ্টি করি ।
তবে হ্যাঁ , এর মাঝে যে অনাকাঙ্ক্ষিত কিছু একদমই যে হয় না , তা নয় । কিছু কিছু মানুষ ইসলাম বিদ্বেষী , ধর্ম বিদ্বেষী , মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে তারা আমাদের ইসলামকে অবমাননা করে ও মহানবী ( সঃ ) কে অবমাননা করে মাঝে মাঝে । আমরা তাদের প্রতিবাদ করি,তাদের সেই পোস্ট/মন্তব্য মুছে দেওয়া হয় । ব্লগ একটি পোস্ট মডারেটেড প্রচার মাধ্যম , প্রি-মডারেটেড নয় । মানুষ এখানে লেখার পরে তা যাচাই বাছাই করা হয় ।
ভালো থাকবেন ভাই ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: অন্ধ মাহমুদুর রহমান তো তায় বুঝেনা
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
জাকারিয়া মুবিন বলেছেন: কিছু কঠিন বাস্তবতা সহজ ভাষায় তুলে ধরেছেন। ভাল লাগলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ
১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪
এসএমফারুক৮৮ বলেছেন: দেশের অশান্ত পরিস্থিতিতে মন খারাপ লাগে। তবে এখন অবশ্যই এদের বিরুদ্ধে ঘুরে দাড়াবার সময় হয়েছে।
২০ শে মে, ২০১৩ রাত ১২:১৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ুম
১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: বারবার সুস্থ চেতনার মৃত্যু হচ্ছে।মন খারাপ হওয়াটা স্বাভাবিক।
২০ শে মে, ২০১৩ রাত ১২:১৭
লিঙ্কনহুসাইন বলেছেন:
১৮| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
s r jony বলেছেন:
খুবই দরকারি কথা বলেছেন।
দুধ'কে আর পানি'কে পানি হিসেবেই আলাদা করেছেন। সৌদি ইসলামিক রাষ্ট্র হলেও সেটা "তালেবানি" না। বাংলার মানুষ ধর্মে বিশ্বাসী হোক কিন্তু তালেবানদের মত ধর্মান্ধ জঙ্গি যেন না হয়, সরকারকে এখুনি ব্যাবস্থা নিতে হবে।
২০ শে মে, ২০১৩ রাত ১২:১৭
লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
তৌহিদ নয়ন বলেছেন: আফসোস! এইদেশের মানুষ যতোটা না ইসলাম পালন করে, তার চেয়ে বেশী ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতে ভালবাসে...
২০ শে মে, ২০১৩ রাত ১২:১৭
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম তাই তোঁ দেখছি
২০| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
rafiq buet বলেছেন: ব্লগার আলতামাশ তালেবান পেইড এজেন্ট !!! লেঞ্জা ইজ কোয়াইট ইম্পসিবল টু হাইড !!!
২০ শে মে, ২০১৩ রাত ১২:১৬
লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি দেখেছি , ধন্যবাদ আপনাকে
২১| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার দশম ভাল লাগা ।
২০ শে মে, ২০১৩ রাত ১২:১৬
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ
২২| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিণ কিছু বিষয়কে সুন্দর সাবলীলভাবে তুলে ধরেছেন,,,,,,,,,,,,,,,,,,প্রথমে শিরোনাম দেখে চমকে গিয়েছিলাম
২৯ শে মে, ২০১৩ রাত ১২:০৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ পড়ে কমেন্ট করার জন্য
২৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৪৩
বিশ্বাস করি 1971-এ বলেছেন: বৃস্ বৃস্ বৃস্
২৯ শে মে, ২০১৩ রাত ১২:০৪
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ পড়ে কমেন্ট করার জন্য
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
স্বপ্নের মানুষ বলেছেন: আমি ছাড়া
আশা করি এইখানে লিখবেন
চ্যাট ব্লগ ফোরাম