নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা

লিঙ্কনহুসাইন

নিজের জন্য নয় :( অন্য কারো আশা পূরণ করার জন্যই এই বেচে থাকা । অদ্ভুত দুনিয়া কেউ নিজের জন্য নয় অন্য কাউকে খুশি করার জন্যই বেচে থাকে !! তার পরেও মানুষ স্বার্থপর হয় , হাঁ হাঁ হ আহা হাঁ ,

লিঙ্কনহুসাইন › বিস্তারিত পোস্টঃ

ওয়াদি জীন , পৃথিবির মধ্য সব চাইতে আকর্ষণীয় এবং বিস্ময়কর স্থান , সব জীনের বসবাস এখানে । নিজ চোখে দেখেনিন জীনের কেরামতি :)

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪৭

জীন নিয়া ব্লগে অনেক কথা শুনতাছি :( কেউ তায় বিশ্বাস করে আবার কেউ করেনা , তাই সবাইকে এমন একটি জিনিশ দেখাতে চাই যাতে সবাই বিশ্বাস করে ।



ওয়াদি জীন , মদিনা মোনাওয়ারার আল বায়দা উপত্যকা , পৃথিবির মধ্য সব চাইতে আকর্ষণীয় এবং বিস্ময়কর স্থান । যদিও সৌদি আসবের কঠোর নীতি কারণে এই দর্শনীয় স্থানটি আন্তজাতিক নজরে তেমন ভাবে আসেনি , তবে এইবার যারা হজ্জে যাচ্ছেন তাদের বলে দিচ্ছি একবারের জন্য হলেও ঘুরে আসতে পারেন ওয়াদি জীন নাম স্থানটি থেকে , জন প্রতি মাত্র ২০ রিয়াল গাড়ি ভাড়া , তবে কোন সৌদি ট্যাক্সিতে না যাওয়াওই ভালো , আর তাছারা সৌদিরা যেতেও ভয় পায় :P পাকিস্তানি হিন্দি বাঙ্গালী অনেক ট্যাক্সি ড্রাইবার পাইবেন , তাদের বললেই হলো ।



ওয়াদি জীন অবস্থান মদিনার আল বায়দা উপত্যকার

উপত্যকাটি মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকে প্রায় ৩০ কিলো মিটার দুরে অবস্থিত। এলাকাটি কালো কালো বড় বড় ভয়ংকর পাহারে ঘেরা , এমনেতেই দেখতে ভয় লাগে পাহার গুলো ।



আসল কথায় আসি ২০০৯-২০১০ সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি জীন নাম স্থান দিয়ে একটি রোড বানানোর পরিকল্পনা করে এবং হাজার হাজার শ্রমিক কাজে লাগায় এই রাস্তাটি নির্মাণের জন্য , কিন্তু সমস্যা হলো কাজ করার যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে অটোম্যাটিক যাওয়া শুরু করে দেয় :P পিচ ঢালাই করার জন্য বড় বড় রোলার গাড়ি গুলা বন্ধ থাকলেও আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে এবং মদিনা শহর মুখি হয়ে রওনা দেয় , এমন কি পেপসির বোতল পানির বোতল বা পানি রাস্তায় ফালালেও সেইটা নিচের দিকে না গিয়ে মদিনার দিকে যাওয়া শুরু করে :D আর এই দেখে শ্রমিকরা ভয় পেয়ে যায় এবং মাত্র ৩০-৪০ কিঃমিঃ রাস্তাটি করার পর কাজ বন্ধ হয়ে যায় । রোডটি যেখানে কাজ বন্ধ করা হয় সেখানে চারি দিকে বিশাল বিশাল কালো কালো পাহার তাই শেষ মাথায় গোল চক্করের মতন করে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে । রাস্তাটি ২০০ কিঃমিঃ হওয়ার কথা ছিল,কিন্তু শ্রমিকরা প্রচণ্ড ভয় পায় এবং এই রাস্তায় গাড়ি এক্সিডেন্ট হতে পারে এই ভেবেই এখানেই শেষ করা হয় কাজ ।



আর তায় দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভির জমায় , এই রাস্তায় গাড়ি বন্ধ করে নিউটালে রাখলে ১২০ কিঃমি ও বেশি স্পীডে গাড়ি চলে , কি অবাক ব্যাপার চিন্তা করছেন ? আমি ২০১১ এ দিকে গিয়েছিলাম সেইখানে এবং ভিডিও করেছিলাম এবং ইয়উতুবে তায় লোড ও করেছিলাম , কিন্তু আজকে জীন ভূত নিয়ে কথা শুনে সেই কথা মনে হয় , কিন্তু ইয়উতুবে গিয়ে আমার সেই ভিডিও টা পেলামনা :( এবং কম্পু থেকে তো বহুত আগেই ডিলেট মারছিলাম , তাই ইয়উতুব থেকে অন্য একটা ভিডিও দিলাম , ইয়উতুবে গিয়ে Wadi Jin লেখলেও এই সম্পর্কে অনেক ভিডিও পাবেন ।

সবাই মনে করে ওয়াদি জীন নাম স্থানে গাড়ি নিয়ে গেলে জীনেরা গাড়ি ঠেলে মদিনার দিকে পাঠিয়ে দেয় , তবে জীনেরা মানুষ মেরেছে এমন কোন খবর পাওয়া যায়নি , কারণ লোখ মুখে শুনেছি নবী করীম (সা.) এর সাথে নাকি এই এলাকার জীনদের সাথে এমনই চুক্তি হয়ে ছিল যে তারা মানুষের কোন ক্ষতি করবেনা এবং মানুষ ও তাদের এই এলাকায় আসবেনা , তাই হয় তো জীনেরা কোন ক্ষতি না করে গাড়ি ঠেলে মদিনার দিকে পাঠিয়ে দেয় , এমন আরো অনেক গুঞ্জন আছে এই নিয়ে , আসলে এই সম্পর্কে কোণ হাদিস আছে কিনা জানা নাই আমার ।

তখন দেখে ছিলাম সৌদি সরকার বেশ কিছু দিন এই রাস্তা বন্ধ করে রেখে ছিল কিন্তু তার পর আবার চালু করে দেয় , এই রাস্তাটি সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা হয় , বিকাল ৪ টার পর আর কোণ গাড়ি বা মানুষ ওয়াদি জীনের এলাকায় যেতে দেওয়া হয় না ।

অনেকেই বলতে পারেন হয় তো অনেক মেগনেট আছে তাই এমনটি হতে পারে , কিন্ত মেগনেট এর সাথে পানির সম্পর্ক কি ? পানির বোতল বা পানি ফেললেও তায় নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে :P

এর আগে একবার এই বিষয় নিয়ে পোষ্ট দিয়ে ছিলাম , কিন্তু তেমন সাড়াশব্দ না পেয়ে পোষ্টি রিমুভ করেছিলাম ।

আমি জানি বাংলাদেশে ইয়উতুব চলেনা তাই ফেইস বুকে ভিডিও টি লোড করে দিলাম , ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করেন

মন্তব্য ৭৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫৯

চাঁটগাইয়্যা বাদশা বলেছেন: Jee bahi , kotati akdom sotto, ami ei bar 2012 te hajj korte giye amar abba ke niye giyeci,, deke to ami o obak. gari kotao kotao 120 er upore o cole. gari start bondo kore dariye taka jacci lo na
100 % sotto beparta. but keo hoy ta akono aojana
Badsha Riyadh teke

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । তবে এখন কি রাস্তাটি খোলা রাখা হয়েছে কিনা কিছু জানেন নাকি ?

২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:০২

বটের ফল বলেছেন: মজার তথ্য জানালেন ভাই। ভালো লাগলো।

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: মজা মানে অবাক করা ব্যাপার , অন্য কোণ দেশে এই স্থানটি হয়ে কোটি কোটি ডলার কামাইতে পারতো পর্যটক ক্ষাত থেকে

৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:০৩

যাযাবরমন বলেছেন: ওমানেও এমন ১ টা রাস্তা আছে। এতা সমতল মনেহলেও আসলে ঢালু।

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:১৩

লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে এইটা ঢালু না ব্রং মদিনার দিকে উচু কিন্তু এই উপর দিকেই গাড়ি অটোম্যাটিক আসতে থাকে নিচের দিকে গেলে নাইলে বুঝতাম ঢালু তাই নিচের দিকে যাচ্ছে , কিনটু তায় তো পুরাই উলটা তাও আবার ১২০ স্পীড এর উপরে চলে

৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:১০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: B:-)

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

লিঙ্কনহুসাইন বলেছেন: আপনি তো লেখা পড়ে অবাক ;) আমি নিজের চোখে দেখেই অবাক হইছি এখনো বিশ্বাস হয় না কি করে সম্ভব

৫| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:১১

চাঁটগাইয়্যা বাদশা বলেছেন: jee bahi akono rasati kola ace, but rastar muke ekta polish.Staiton deklam, r okane time set kore dea ace borad e.

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ , আসলে আমি আর যাইনি ওইদিকে

৬| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৮

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: তাই নি :/

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪১

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম তাই । ভিডিও লিংক দেওয়া হইছে দেখতে পারেন

৭| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৯

s r jony বলেছেন:
জানতাম না,
যেনে অবাক হলাম, আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্যে।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২২

লিঙ্কনহুসাইন বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য :প

৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্টে প্রথম ভাল লাগা ।অনেক কিছু জানা গেল ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২২

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ পড়ে কমেন্ট করার জন্য

৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫১

অনির্বাণ রায়। বলেছেন: :P ঐহানে এলিয়েন থাকবার পারে B:-/

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২২

লিঙ্কনহুসাইন বলেছেন: B-)) B-)) B-)) B-))

১০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটাকে বলে Optical Illusion. জায়গাটা আসলে ঢালু, কিন্তু আমাদের চোখ এটা ধরতে পারে না। পৃথিবীর আরো অনেক জায়গায় এরকম আছে। ফিলিপিনসে আমি যেটা দেখেছি, সেই জায়গাতো অনেক খাড়া পাহাড় ছিল যেখানে গাড়ী বন্ধ করে রেখে দিলেও ওপরে উঠতে থাকে !!

আলহামদুলিল্লাহ, গত বছর আমি এই ওয়াদিয়া জ্বীন জায়গাটা দেখে এসেছি, প্রাকৃতিক সৌন্দর্য খুব ভাল লেগেছে... :)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২১

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি জহিরুল , ঢালু, কিন্তু আমাদের চোখ এটা ধরতে পারে না তাহলে এইটা তো আর তেমন ঢালু নয় , কিন্তু ১২০ কিঃমিঃ স্পীডে কি এই ঢালুতে গাড়ি চলা সম্ভব ?

১১| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

অহন_৮০ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্যে

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: :) :)

১২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম!!! বলেন কি!! কি অবাক করা ব্যাপার!!!

তবে জহিরুল ভাই এর ব্যখ্যাটা মনপূত হয়েছে।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: জহিরুল ভাই বলেছেন ঃ জায়গাটা আসলে ঢালু, কিন্তু আমাদের চোখ এটা ধরতে পারে না। যদি ঢালু হয়েও থাকে কিন্তু এতো স্পীডে কখনই গাড়ি চলা সম্ভব নয় ।

১৩| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮

এসএমফারুক৮৮ বলেছেন: বড় অদ্ভুদ ঘটনা।

ঘটনাটি পড়ে মজা পেলাম।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম

১৪| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১১

অদৃশ্য বলেছেন:




খুবই ইন্টারেষ্টিং ব্যপার... এরকম ব্যপার দেখলে বা শুনলে শ্রেফ বিষ্মিত হতে হয়... খুবই ভালো লাগলো আপনার পোষ্টটি...

... পৃথিবীর রহশ্যেরই শেষ হয় না, বিস্তৃত ব্রহ্মাণ্ডের রহশ্য ভাবাই যায় না...


শুভকামনা...

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ইউতুব এ Wadi Jin লিখে সার্চ করেন অসংখ্য ভিডিও আসবে ওয়াদি জীন নিয়ে

১৫| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এমন জিনিস শুধু সৌদি আরবেই থাকা সম্ভব :||

ফারাবী মনে হয় এই জায়গার কথাই বলছিলো ;) ;) ;) ;)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :||

১৬| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, এজন্যইতো এটা Optical Illusion !! এটা নিয়ে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করুন, তাহলেই বুঝতে পারবেন। ফিলিপিনসের আমি যা দেখেছি সেটা দেখলে আপনি পুরাই টাসকি খেয়ে যেতেন !!! B:-) B:-)

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :||

১৭| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭

েবনিটগ বলেছেন: 6+

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

১৮| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫২

অনির্বাণ রায়। বলেছেন: জহিরুল ভাই , কি দেখেছেন জাতি জানতে চায়, আর জায়গাটার নাম অথবা কোন লিঙ্ক যদি থেকে থাকে 8-| 8-|

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: জাগার নামের কি দরকার । Wadi Jin লিখে সার্চ করেন অসংখ্য ভিডিও আসবে

১৯| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৫

ড. জেকিল বলেছেন: :-B :-B :-B :-B বাক্ষ্যা কি ভাই এর ?????? টাস্কি খায়া গেলাম তো :-*

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ধইন্না

২০| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:১১

স্বঘোষিত মিসির আলী বলেছেন: দেয়াড় ইজ মেনিথিং বিটূইন হেভেন আন্ড আর্থ ! /:)

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :||

২১| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

ভাবান্নিত বলেছেন: অপটিক্যাল ইলুসন। বুড়া মিয়া একটা ঢালু জায়গায় গাড়ির হ্যান্ড ব্রেক ছেড়ে দিয়ে তার পিছনে দৌড়ায়তেসে। এই ভিডিও দেখেন:
http://www.youtube.com/watch?v=AX0BaA-ziIU

২৯ শে মে, ২০১৩ রাত ১০:০০

লিঙ্কনহুসাইন বলেছেন: যেই ঢালু খালি যোখে বুঝা যায়না সেই ঢালুতে ১২০ কিঃমিঃ স্পীডে গাড়ি চলবে তাও বন্ধ থাকা অবস্থায় এইটা কি বিশ্বাস যোগ্য ? আর তায় ছাড়া রোডটি ২০০ মাইল বানানোর কথা ছিল , কিন্তু এই সমস্যার কারনেই তায় ৪০ কিঃমিঃ সমাপ্ত করা হয়েছে , আর সৌদি আরবের রোডের কাজ কিন্তু সবই বিদেশী কোম্পানি গুলায় করে থাকে এবং সেই সব কোম্পানিতে এক জন দুই জন ইঞ্জেনিয়ার থাকেনা শত শত থাকে তারাও কি এই বিষয়টি বুঝতে পারলো না । আর এই ওয়াদি জীন নাম টা কিন্তু আজকের নয় , নবী করীম (সা.) সময় এই স্থানটির নাম ওয়াদি জীনই ছিল ।

২২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:২৪

ভাবান্নিত বলেছেন: এই জিন নিউটন এর আপেল গাছেও ছিল। জিন এর নাম মাধ্যাকর্সন।

২৯ শে মে, ২০১৩ রাত ১০:১২

লিঙ্কনহুসাইন বলেছেন: কন কি

২৩| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ময়না বলেছেন: ভালো লাগলো

২৯ শে মে, ২০১৩ রাত ১০:১১

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

২৪| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

শ্রাবণধারা বলেছেন: ভাই, জীন আছে কি না জানিনা, হয়ত আছে, হয়ত না? কিন্তু এই ঘটনা দিয়ে কোনভাবেই জীনের অস্তিত্ত্ব প্রমাণ হয়না। বিজ্ঞান খুব ভাল ভাবেই এই ঘটনাগুলোর ব্যাখ্যা করতে পারে...।

২৯ শে মে, ২০১৩ রাত ১০:১১

লিঙ্কনহুসাইন বলেছেন: যেই ঢালু খালি যোখে বুঝা যায়না সেই ঢালুতে ১২০ কিঃমিঃ স্পীডে গাড়ি চলবে তাও বন্ধ থাকা অবস্থায় এইটা কি বিশ্বাস যোগ্য ? আর তায় ছাড়া রোডটি ২০০ মাইল বানানোর কথা ছিল , কিন্তু এই সমস্যার কারনেই তায় ৪০ কিঃমিঃ সমাপ্ত করা হয়েছে , আর সৌদি আরবের রোডের কাজ কিন্তু সবই বিদেশী কোম্পানি গুলায় করে থাকে এবং সেই সব কোম্পানিতে এক জন দুই জন ইঞ্জেনিয়ার থাকেনা শত শত থাকে তারাও কি এই বিষয়টি বুঝতে পারলো না । আর এই ওয়াদি জীন নাম টা কিন্তু আজকের নয় , নবী করীম (সা.) সময় এই স্থানটির নাম ওয়াদি জীনই ছিল ।

২৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:২৫

বাংলাদেশী দালাল বলেছেন:
সাইপ্রাসেও এমনই একটা জায়গা আছে তবে ঐ টা ম্যাগনেটিক আকর্ষনের কারণে। লোহা ছারা অন্য কোন পদার্থে কাজ করেনা। বাট আপনে যা বললেন তা জানা ছিল না।

৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি পানির বোতল ও মদিনার দিকে চলা শুরু করে

২৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: টাস্কিত হইলাম ।

ভাই আবার কিছু ভিডিও কইরা আপলোডান ।

পোষ্ট পইড়া অনেক কিছু জানলাম , যেটা আগে জানতাম না !

৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ইয়উতুবে Wadi Jin লিখে সার্চ করেন অসংখ্য ভিডিও আসবে

২৭| ৩০ শে মে, ২০১৩ রাত ২:৪৫

যুবায়ের বলেছেন: অনেক মজার তথ্য জানালেন ভাই...
ভাগ্য যদি হজ্জ থাকে তাহলে ওয়াদী জ্বীন নামক স্হানটির কথা মনে রাখবো ইনশাআল্লাহ..

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৮

লিঙ্কনহুসাইন বলেছেন: hmm দোয়াকরি আপনার ইচ্ছা যেন পূরণ হয়

২৮| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:২৫

সোহাগ সকাল বলেছেন: কি শুনাইলেন ভাই!!! B:-)

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

লিঙ্কনহুসাইন বলেছেন: যায় শুনাইলাম তার চাইতেও ভয়াবহ :প অই রাস্তার চারপাশে বিশাল বিশাল কালো পাহার অই গুলা দেখলেও ভয় লাগে

২৯| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

মদন বলেছেন: এখানে মধ্যাকর্ষন শক্তির একটা ঘাপলা আছ, আর কিছু নয়।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন: কিন্তু দুনিয়াতে আর জায়গা পাইলানা এই মধ্যাকর্ষন শক্তির #:-S এই স্থানটির মান আরো হাজার বছর আগে থেকেই ওয়াদি জীন । তাই এই নামের কারণে সবাই ভাবে এইটা জীনের কাজ । আর তায় ছাড়া এই রোড টি বানানোর কন্টাক পায় চিনা একটি বড় কোম্পানি , তারাও ভয়ে কাজ ছেড়ে দিয়েছে , তাদের মধ্যে তো শত শত ইঞ্জেনিয়ার আছে , তারা কি ধ্রতে পারলোণা এইটা মধ্যাকর্ষন শক্তি । আসলে কেমতে কি ?

৩০| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৪১

অপ্‌সরা বলেছেন: এইরকম রোডের কথা অনেকখানে পড়েছি!

জীনভুত কিনা জানিনা তবে সেটার বৈজ্ঞানিক ব্যাখা পড়েছি!

জহিরুলভাইয়ার কথাটাই বিশ্বাসযোগ্য তার বহু প্রমান দিয়েছে বিজ্ঞানীরা!

অনেক ভালো লাগলো মজার লেখাটা!

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে নিজের চোখে দেখলে এই সব বৈজ্ঞানিক ব্যাখা কাজ করবেনা , ওয়াদি জীন থেকে রাস্তাটা মদিনার দিকে উচু তায় চোখে স্পষ্ট বুঝা যায় , কিন্তু গাড়িতে বসলেগাড়ি ৩ মিনিটের মধ্যে ৮০-৯০ কিঃমিঃ স্পীডে চলা শুরু করে , যদি ঢালু হতো তাহলে এতো তারাতারি এতো স্পীড বারতো না , আসেত আসতে স্পীড বারতো । আর এই স্থানটির নাম যেহেতু ওয়াদি জীন তাই সবাই মনে করে জীনের কাজ ।
আর তায় ছাড়া রাস্তাটি ২০০ কিঃমিঃ বানানোর কথা ছিল এবং চায়নার একটি বড় কোম্পানির কাজ টি হাতে নিয়েছিল ৪ বছরের মধ্যে কাজ শেষ করার কথাও ছিল , কারণ হাজার হাজার ছোট বড় পাথরের পাহায় এই গুলা কেটে সমান করে রাস্তা তৈরি হবে তাই , কিন্তু তারা মাত্র ৪০ কিঃমিঃ কাজ করেই আর এগুতে পাচ্ছিনানা এই সব সমস্যার কারণে , এবং সব শ্রমিকরা প্রচণ্ড ভয় পেয়েছিল , আর চায়নার এতো বড় একটি কোম্পানিতে কি ইঞ্জেনিয়ারের অভাব ছিল নাকি ?
তার পরেও আল্লাহ মানুষ কাহিনী কি , জহিরুলভাই এর কথা হতে পারে কিন্তু ২-৩ মিনিটের মধ্যে গাড়ি স্পীড এতো বেরে যায় যেটা বিজ্ঞানে ব্যাখ্যা কাজ করেনা

৩১| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি শুনাইলেন ভাই ? !:#P !:#P !:#P

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

লিঙ্কনহুসাইন বলেছেন: নিজ চোখে ্যায় দেখেছি তাই শুনাইলাম , ভিডিও একটা লিংক দিয়েছি তাও দেখতে পারেন । এবং ইয়উতুবে অনেক লিংক পাবেন এই নিয়ে

৩২| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

রিওমারে বলেছেন: নবী্র সাথে জিনদের চুক্তি হয়েছে তারা কোণ মানুষের ক্ষতি করবে না কিন্তু গাড়ী ঠেলে উপরে উঠাবে এই চুক্তি ও কি করে রেখে ছিল নাকি? নবীর সময় তো গাড়ীর প্রযুক্তি আবিস্কার হয় নাই। তাহলে জিনে চুক্তি ছাড়াই কাজ করে যাচ্ছে?? হা হা হা ।

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

লিঙ্কনহুসাইন বলেছেন: বেশি বুঝলে এই অবস্থাই হয় ?
আমি কি বলেছি নবীর সময়ে গাড়ি ছিল ? আর স্পষ্ট করে বলেছি ২০১০ সালে রাস্তাটির কাজ করা হয় । নবীর আমলে জীনের উৎপাত বেশি ছিল এইখানে , আর সেই থেকেই এই এলাকাটি সম্পূর্ণয় বিচ্ছিন্ন ছিল , এবং এই এলাকার নাম ও ওয়াদি জীন ছিল , কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্যই সৌদি সরকার ২০১০ এসে এই রাস্তাটি বানানোর পরিকল্পনা করে । তবে গাড়ির ড্রাইবারদের মুখে শুছি নবীর কাহিনী আর সেইটা ট ঊল্লেখও করেছি

৩৩| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০

কালোপরী বলেছেন: আজব তো

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম নিজ চোখে দেখলে আরো বেশি আজব লাগবে

৩৪| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:০৫

খেয়া ঘাট বলেছেন: জ্বীন গাড়ী ঠেলবে কেন? গাড়ী ওড়ায়ে নিলে সমস্যা কি?
দেয়ার ইজ মেনিথিং বিটূইন হেভেন আন্ড আর্থ

৩১ শে মে, ২০১৩ রাত ৮:২৮

লিঙ্কনহুসাইন বলেছেন: হাজার বছর আগে থেকেই এই স্থানটির নাম ওয়াদি জীন , আর এই স্থানে গাড়ি নিয়ে গেলে তায় উপর দিকে চলে আসে তাই সবাই বলে থাকে এইটা জীনদের কাজ । কাহিনী এই

৩৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:০৭

রাইসুল নয়ন বলেছেন: কন কি ভাই !!
টাস্কিত হইলাম !!
আল্লাহ্‌ মহান , জীন আছে, আমি বিশ্বাস করি ।

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩০

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম যায় দেখছি শুঞ্ছি তাই কইলাম

৩৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩০

নতুন বলেছেন: Click This Link

ভাই উপরের লিংকে যান... দুনিয়াতে ৮৯ এর উপরে এই রকমের জায়গা আছে...

ভারতে -২ টা
বামা`তে -১ টা আছে...

এখন এই জিনিস নিয়া আগে জীনের কাহিনি মানুষ বলতে পারতো... কিন্তু এখনো যদি জীনের কাহিনি বিশ্বাস করতে কন তাইলে কই যাই :(

এই টা দৃস্টি ভ্রম মাত্র... দেখতে মনে হয় উপরে যাচ্ছে কিন্তু আসলে নিচে জাইতেছে...


সৌদিতে মাত্র ১ টা ওয়াদী জীন আছে... কিন্তু আমেরিকায় আছে ৩৯টা...উপরের লিস্টে দেখেন... :P :P

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩১

লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে নিজের চোখে দেখলে এই সব বৈজ্ঞানিক ব্যাখা কাজ করবেনা , ওয়াদি জীন থেকে রাস্তাটা মদিনার দিকে উচু তায় চোখে স্পষ্ট বুঝা যায় , কিন্তু গাড়িতে বসলেগাড়ি ৩ মিনিটের মধ্যে ৮০-৯০ কিঃমিঃ স্পীডে চলা শুরু করে , যদি ঢালু হতো তাহলে এতো তারাতারি এতো স্পীড বারতো না , আসেত আসতে স্পীড বারতো । আর এই স্থানটির নাম যেহেতু ওয়াদি জীন তাই সবাই মনে করে জীনের কাজ ।
আর তায় ছাড়া রাস্তাটি ২০০ কিঃমিঃ বানানোর কথা ছিল এবং চায়নার একটি বড় কোম্পানির কাজ টি হাতে নিয়েছিল ৪ বছরের মধ্যে কাজ শেষ করার কথাও ছিল , কারণ হাজার হাজার ছোট বড় পাথরের পাহায় এই গুলা কেটে সমান করে রাস্তা তৈরি হবে তাই , কিন্তু তারা মাত্র ৪০ কিঃমিঃ কাজ করেই আর এগুতে পাচ্ছিনানা এই সব সমস্যার কারণে , এবং সব শ্রমিকরা প্রচণ্ড ভয় পেয়েছিল , আর চায়নার এতো বড় একটি কোম্পানিতে কি ইঞ্জেনিয়ারের অভাব ছিল নাকি ?
তার পরেও আল্লাহ মানুষ কাহিনী কি , জহিরুলভাই এর কথা হতে পারে কিন্তু ২-৩ মিনিটের মধ্যে গাড়ি স্পীড এতো বেরে যায় যেটা বিজ্ঞানে ব্যাখ্যা কাজ করেনা

৩৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩৩

পাউডার বলেছেন:
যতসবফাতরাআলাপ

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩১

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম তাই

৩৮| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৪১

শাদা-অন্ধকার বলেছেন: সৌদিরা optical illusion বুঝে বলে মনে হয়না, তাই এমন জিনিস ওইখানে থাকা অসম্ভব না... :-B =p~

৩৯| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৫০

নতুন বলেছেন: ভাই লিস্টের সব জায়গাতেই একই জিনিস ঘটে....

ঐ জায়গাতে দাড়ালে মনে হবে যে উপরে যাচ্ছে কিন্তু আসলে ঐ দিক ঢালু.... এটাই অপটিক্যাল ইলুসন :)

আপনার কাছে খালি চোখে যদি ঢালু মনে হতো তবে তো আর বিষয়টা মজার মনে হতো না তাইনা...

আর ঢালু হলে গতি ১২০ যাবে... এতে অলোকিক কিছু নাই... :)

এবং সব শ্রমিকরা প্রচণ্ড ভয় পেয়েছিল , আর চায়নার এতো বড় একটি কোম্পানিতে কি ইঞ্জেনিয়ারের অভাব ছিল নাকি ?

এইটা অবশ্যই গল্প...

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.