![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন মাস আগে থেকে শুরু করি ! এক বন্ধু গত তিন মাস আগে দেশে গেছে ,যাওয়ার সময় তার বড় ভাই এর সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে গেছে এবং বলেছে তার কোন সমস্যা হলে যেন সহায়তা করি । হুম আমি ব্যাপারটা খুবই স্বাভাবিক ভাবে নিলাম ।বন্ধুর বড় ভাই মানে আমারও বড় ভাই তবে বয়স একটু বেশি ৪০-৪৫ হবে ।আগে বন্ধু আর আমি একই রুমে থাকতাম , কিন্তু সে দেশে চলে যাওয়া এতো বড় বাসা ছেড়ে আমি একটা ছোট বাসা নেই থাকার জন্য , খুব ভালই গেলো কিছুদিন । আসলে একা থাকার মজাই আলাদা । আর আমি একা থাকতে খুবই পছন্দ করি ।
তো কয় দিন পর সেই বন্ধুর বড় ভাই আমার কাছে এসে বললো এখানে কয় দিন থাকবে ! তাই আমি আমার বাসায় নিয়ে তাকে বিছানা করে দিলাম ঘুম যাওয়ার জন্য । বন্ধু বলে গেছে তার ভাই এর যেই কোন বিপদে যেন পাশে দাড়াই ! আর এই টুকু সহায়তা করা তো আর এমন কঠিন কোন কাজ নয় । তো চলছে , আমি ১২-১৩ ঘন্টা কাজ করে বাসায় এসে রান্না-বান্না করি আর উনি বসে বসে খান !ভালো সমস্যা নেই চলছে দিন , এইভাবে প্রায় কেটে গেলো ১৫-২০ দিন ধৈর্য বাধ ভেঙ্গে যাওয়ার অবস্থা
কষ্ট লাগে এই লোকের জন্য
সারা দিন না খেয়ে বসে থাকে আমি বাসায় কখন যাবো কখন রান্না করবো আর উনি খাবেন
দুঃখে কান্দন আহে এই লোকের অবস্থা দেখে , আরে ভাই সারা দিন এইভাবে বসে না থেকে রান্না বসাইয়া দিলেই তো পারো।আমিও কাজ করে ক্লান্ত হয়ে এসে চারটা খাইতাম
আমারও একটু ভালো লাগতো । আমি আগে হোটেলে খেয়ে নিতাম । কিন্তু বন্ধুর বড় ভাই এসেছে দুই দিন থাকবে তাই ভালো মন্দ রান্না করে খাওয়াই যাতে বন্ধুর কাছে আমার প্রশংসা করে ! কিন্তু কিয়ের কি ২০ দিনে বেশি হয়ে গেলো এই লোকের যাওয়ার কোন নাম নাই !!
নাহ ধৈর্যে আর কত কুলায় তাই বলেই বসলাম ভাইজান আপনি কবে যাবেন ? উনি বললেন আমার চাকরি চলে গেছে নতুন একটা চাকরির খোজে আছি পেলেই চলে যাবো ।
তার এই কথা শুনে বললাম আপনি তো সারা দিন ঘরেই বসে থাকেন চাকরি কি করে পাবেন ? উনি উওরে বললেন তার দুই তিন জন বন্ধুকে বলে রেখেছে ,তারা তার জন্য চাকরি খোজছে ।
তার পরেও তিন চার দিন গেলো যাওয়ার নাম নাই , আমি তার উপর চর্ম বিরক্ত হয়ে আছি, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছিনা । তো আর কোন বুদ্ধি না পেয়ে আমি বাইরে গিয়ে হোটেলে খাওয়া শুরু করলাম
বাইরে খেয়ে দেয়ে বাসায় গিয়ে দিতাম ঘুম
আবার ঘুম থেকে উঠে কাজে চলে আসতাম । এইভাবে কয় দিন যাওয়ার পর দেখি হঠাট একদিন তিনি নাই
যাক বাবা অলস মানুষ একটা বিদাই হলো । আমি আর ফোন করে তাকে জিজ্ঞাসও করিনি ভাইজান আপনি কই ?
বেশ কিছু দিন পর হঠাত দেখি তিনি আবার এসে উপস্থিত জিজ্ঞাসা করলাম কই গেছিলেন ?
- তিনি বললেন একটা চাকরি পেয়েছি তাই ওখানে গেছিলাম ।
আমি -ওখানে কোন খানে ?
উনি -আরে ওখানে , চাকরি যেইখানে পেয়েছি !
আমি -আরে যেইখানটা কোন খানে ?
উনি -জায়গার নাম বললেন আর আমি চিন্তা করে দেখলাম আমার এখান থেকে প্রায় ১৬০ মাইল দূরে যাক যত দূরে থাকবে ততই নিরাপদে থাকুম মনে মনে কইলাম
তাই তাকে বললাম ভাইজান চাকরি পাইছে এখন কি মিষ্ট খাওয়াতে আইছেন নাকি ?
তিনি আমার এই কথা শুনে বলে না ভাই আর ৫ দিন পর চাকরিতে যোগ দিবো ,তাই এসে গেলাম এখানে কয় দিন থেকে যাই ।
তার এই কথা শুনে কি আর কমু চিৎকার করে কানতে ইচ্ছা করছিল । তার পর ৫ দিন বহুত জ্বালাতন করলেন । তার পর চলে গেলেন । আমিও হাফ ছেড়ে বাচলাম ।
তার পর এক মাসে দুইবার এসে ৫-৬ দিন করে থেকে গেছে একটা বিরক্তিকর মানুষ , সকালে আমি যখন ঘুম যাই তখন তার শত কাজ শুরু হয়
কতোক্ষন টয়লেটে যাবে আবার কতক্ষন বাইরে যাবে , মানে যতোক্ষন আমার ঘুম না ভাঙ্গে ততোক্ষন তিনি তাড়ানাড়া করতেই থাকেন । গোসল করে টয়লেটের বালতিতে ময়লা পানি রেখে চলে যাবেন , দুইটা বালতি তার জামাকাপর ভিজিয়ে রাখবেন , চার দিন পর সেই জামাকাপর পরিস্কার করবে !! মানে এতো এতো বিরক্ত করে যায় বলে বুঝানো যাবেনা ।
তার মধ্যে বিরাট এক জামেলা পাকিয়ে বসেছিলেন এক লোক আমাকে বেশ কিছু দিন ধরে ব্লাকমেইল করে যাচ্ছে , আমার ভিসার কিছু জরুরি কাগজ পত্র আটক রেখে আমার কাছে থেকে অনেক অনেক টাকা নিয়েছে ! তিনি যখনই আমাকে ফোন করে তখনই আমার জন্য বড় বিপদ অপেক্ষা করে ।তাই আমি তার মুবাইল রিসিভ করিনা এবং তাকে অনেক দিন আগে বলেছিলাম আমি দেশে চলে যাচ্ছি ! তাই এই সব কাগজ পত্র আর লাগবেনা । এই বলে গত দুই মাস ধরে আমি তার কল রিসিভ করিনা এবং অপরিচিত নাম্বারে কোন কল আসলেও রিসিভ করিনাই গত দুইমাস থেকেই । কিন্তু একদিন আমি ঘুমে ছিলাম আর তখনই সেই লোক আমাকে ফোন দেয় আর বন্ধু বড় ভাই রিসিভ করে কথা বলে আমাকে ঘুম থেকে জাগিয়ে সুন্দর করে ধরা খাওয়ার ব্যবস্থা করে দেয় !!
যাক গেলো সেই কথা । তার পর আবার তার কোন খবর নেই , সুখেই যাচ্ছে আমার দিনকাল কিন্তু গত ৭ রোজায় বাসায় এসে উপস্থিত ! ওমরা হজ্জে যাবে তাই এসেছে । রাত ১০ টার গাড়িতে করে যাবে , কিন্তু এখন ঘুম যাবে তাই রুমের চাবি চাচ্ছে !
দিলাম রুমের চাবি । রাত ৮টার দিকে এসে বলে চাবি হারিয়ে ফেলেছে এইবার কেমন লাগে ! যাক আল্লায় বাচাইতে আরেকটা চাবি আমার কাছে ছিল । তো সেই যে ওমরা হজ্জ করতে গেলো আর আমার সাথে তার দেখা হয়নি ।
উপরের এতো গুলা বিরক্ত গত তিন মাস সহ্য করেছি কিন্তু গতকাল রাতে যা হয়েছে তা বলে বুঝানো যাবেনা । দুপুরে ডিউটিতে এসেই শুনি কোম্পানির কয়েক জন ওমরা হজ্জে যাচ্ছে তাই আজকে আমাকে ১৬ ঘন্টা এক টানা ডিউটি করতে হবে
এমনেতেই রোজা তার উপর কাজ করতে অনেক কষ্ট আর তার মধ্যে ১৬ ঘন্টা ডিউটি করতে হবে ! তাও আবার একটানা ! যাক তার পরেও কাজ যেহেতু সহজ সারাদিন বসে বসে ইন্টারনেট গুতানো তো সারা যায় ।
সারা দিন কাজ করলাম ।রাত ৯ টা বাজে আবার বন্ধুর বড় ভাই এসে উপস্থি !! এসে বলে রুমের চাবি দেও যেন তার বাপে রুম ভাড়া করে রেখে গেছে
তাই চাবি চাচ্ছে ।
আমি ছোট বেলা থেকেই এই ধরনের অলস লোক খুবই অপছন্দ করি । আর এই জন্যই কোন নেপালি আমাদের কোম্পানিতে আসতে পারেনা , কারন তারা প্রচণ্ড অলস !! বার বার কোম্পানির মালিল নেপালি শ্রমিক আনেতে চায় কিন্তু আমার বাধার কারণে তায় আর হয়ে উঠেনি । যাক তাকে বললাম এর আগে রুমের চাবি নিয়ে হারিয়ে ফেলেছেন এইটা যদি হারাইয়া ফালান তাইলে আমি কিন্তু আজকা ঘুমাইতে পারুমনা । যাক তার পরেও একটু রাগ দেখিয়ে চাবি দিলাম । দাত কামড়িয়ে জিদটা নিজের মাঝেই চাপা দিলাম । তিনি আমার দিকে তাকিয়ে কিছুটা মন খারাপ করে চাবিটা প্যান্টের হুকের সাথে ভালো করে বেধে নিলেন আর বললেন এইবার আর হারাইবোনা
রাত ১২টা বাজে কিন্তু তার কোন খরব নাই , তাই ফোন দিতে নিয়াও দিলামনা । মনে করলাম বেচারা মনে হয় ঘুম যায় আমি ডিউটি শেষ করলাম তখন রাত ২-৪০ মিনিট । হোটেলে বসে বসে হাসের মাংস দিয়ে ভাত খেলাম।খাওয়ার পর মনে হলো মুরব্বি মানুষ আবার হোটেলে এসে ভাত খাবে
তাই তার জন্য একটা পার্সেল নিয়ে যাই । তাই তার জন্য একটা পার্সেল নিয়ে গেলাম যাতে খেয়ে রোজা থাকতে পারে !
কিন্তু বাসায় গিয়ে গেট পিটাচ্ছি কোন খবর নাই ! তাই মুরব্বি কে ফোন দিয়া বললাম ভাইজান দরজা খোলেন ,এই বলে লাইন কেটে দিলাম। কিন্তু দরজা তো খোলার নামগন্ধ নাই উলটা উনি আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া.... আমি তো চাবি সাথে নিয়ে চলে এসেছি , আপনাকে চাবি দিতে মনেছিলনা !!
এইবার কন ম্যাজাজটা কেমন খারাপ হয় ১৬ ঘন্টা ডিউটি করে এসে যদি একটু ঘুমাতে না পারি তাহলে কেমতে হইবো
আবার আমি ফোন দিয়ে বললাম আমি এখন ১৬ ঘন্টা ডিউটি করে এলাম এখন যদি ঘুম না যাইতে পারি তাইলে মইরাই যামু আমি অনেক ক্লান্ত
উনি চাবি নিয়ে উনার চাকরি স্থলে চলে গেছেন, আমার বাসা থেকে প্রায় ১৬০ মাইল দূরে , ১৫০ রিয়াল গাড়ির ভালা লাগে যাইতে !! তাই আর কি করার ইচ্ছা মতন বকাবকি করলাম বুইড়ারে হালায় এই তিন মাসে জ্বালাইয়া জীবনডা ভাজা ভাজা কইরা হালাইছে ।
এখন কি করে বাসায় ঢুকি সেই চিন্তা মাথায় ফজরের আজান দিচ্ছে রাত ৩.৩৫ মিনিট ! তাই দেওয়াল বেয়ে ছাদে গিয়ে জীবনের ঝুকি নিয়ে টয়লেটের একজেস্ট ফ্যান এর সাথে গ্যালাস ছিল সেইটা ভাঙলাম ছাদ থেকেই , তার পর আস্তে আস্তে পা দুইটা টয়লেটের ভিতরে দিয়ে বিড়াট ঝুকি নিয়ে টয়লেটে ঢুকলাম । কিন্তু টয়লেটে ঢুকে দেখি টয়লেটের দরজা ঘরের ভিতর থেকে ছিটকারি মারা
এইবার কি করা যায়
মেজাজ আরো খারাপ হইয়া গেলো ,আমি কখনই এই দরজা ভিতর থেকে বন্ধ করিনা । কিন্তু এই বুইড়া বন্ধ করে গেছে ! তাই চিন্তা করলাম দরজা ভেঙ্গে ফেলবো ! প্রায় আধা ঘন্টা মুচড়া মুচরি করে দরজার এক পাশের কব্জা খুলে ফেললাম এবং অবশেষে রুমে ঢুকতে পারলাম
রুমে ঢুকে এসি চালু করে বিছানায় শুয়ে পরলাম । প্রায় ঘুম লেগে এসেছে তখন মনে হলো ছাদ থেকে যখন টয়লেটের ভিতরে ঢুকেছি তখন তো প্যান্ট , শার্ট , জুতা ছাদের খুলে রেখে শুরু জাহাঙ্গীর আলম পরে টয়লেটে ঢুকেছি ছাদ বেয়ে এখন কি করা যায় প্যান্টের পকেটে মানিব্যাগ আর মানিব্যাগে প্রায় বাংলার টাকার ১ লাখের বেশি টাকা আছে ! এখন কি করা যায়
প্যান্ট শার্ট কেউ নিয়ে গেলে ব্যাপার নয়
কিন্তু এতো গুলা টাকা !!
আহা কি আর করার আবার ছাদের উঠলাম এবং প্যান্ট শার্ট জুতা নিয়ে এলাম । আর বুড়ার জন্য একটা পার্সেল এনেছিলাম অইটা ছাদ রেখেই চলে এলাম । জীবনে Attttto gulo কষ্ট খুবই কম করেছি !!! তার পর রুমে গিয়ে ঘুম দিলাম তখন ভোর ৫ টা । চ্রম একটা ঘুম হচ্ছে কিন্তু হঠাত করে কে জেনে দরজার থাপড় মারলো ! আর আমার ঘুম ভেঙ্গে গেলো
চোখ মেলে দেখি বুইড়া দরজা খুলে রুমে ঢুকতেছে ! হাক করে তাকিয়ে থাকলাম
চোখে প্রচুর ঘুম কিন্তু বুইড়া চাবিটা আমার চোখের সামনে এনে বলে এই নেন চাবি !! তখন বললাম আপনি না চলে গেছেন ?
উনি বলে হ্যা চলে গেছিলাম কিন্তু ! কিন্তু কি ? তোমার বকা শুনে আবার গাড়ি ভাড়া করে এসেগেছি চাবি দিতে !!
আমার চোখে প্রচুর ঘুম ! তখন বললাম আইচ্ছা ভালা করচেন এখন কি চালে যাবেন না থাকবেন ?
এই কথা শুনে উনি বললেন না চলে যাবো । এই বলে তিনি বসে রইলেন আর আমি ঘুম দিলাম । তার আধা ঘন্টা পর আমাকে আবার ঘুম থেকে ডেকে তুলে বলে ভাই আমি চলে যাচ্ছি
মেজাজটা কেমন লাগে ! তখন আর ধৈর্যে বাধ মানলোনা বলে দিলাম যাউয়ান আর কোন দিন আমার বাসায় আসবেননা আল্লার দোহাই লাগে !!!!! জিন্দেগী পুরাই তেচ পাতা বানাইয়া হালাইছে এইলোক ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন:
২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
মদন বলেছেন: কারো কষ্টে হাসা ঠিক না। কিন্তু আপনার ঘটনা পড়ে আমি হাসতে হাসতে শেষ।
দুনিয়াতে এমন চিড়িয়া ২/১ পিস না থাকলে দুনিয়াডা আসলেই পাইনসা হয়া যাইতো।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: মেজাজ খুবই খারাপ হইছে তার উপর এবং অনেক কথাই বলেদিছি , যদি লজ্জা থাকে তাহলে আর আসবেনা আমার বাসায়
৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার বিশাল ধৈর্য ... এতক্ষন ধরে ধৈর্য নিয়া পড়লাম
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:১১
লিঙ্কনহুসাইন বলেছেন:
কি করতাম বন্ধুর মন রক্ষা করতেই সইতে হইছে । তবে পোষ্টা অনেক বড় হয়ে গেছে । ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।
৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৩১
অনন্ত জীবন বলেছেন: অতিথী তুম কাভ যাওগে!
এমন এক চিড়িয়ার খপ্পরে আমিও পড়ছিলাম ভাই। তার লজ্জা বলতেও কিছু ছিল না। থাকতে না পেরে চলে যেতে বলার পরও যায়না। আপনার বড় ভাইয়ের মত অলস আবার খাওয়া নিয়ে দাবি করে। সকালে পাওরুটি জুস দিয়ে খাবে অন্য কিছু না
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:১৭
লিঙ্কনহুসাইন বলেছেন: দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের ইনছাব বলতেই নাই
৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৪২
ঢাকাবাসী বলেছেন: এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আরিব্বাপ এতো বড় পোষ্ট।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে তিন মাসের সব দুঃখ এক সাথে ছাড়ছি তো তাই পোষ্টা অনেক বড় হয়ে গেছে । পড়ার জন্য ধন্যবাদ
৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ লোক! নিদারুণ বিড়ম্বণা !
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
লিঙ্কনহুসাইন বলেছেন: মানুষ এতো অলশ হয় আগে কখনই দেখিনাই । এই তিন মাসে আমার দাত সব গুলা ফেটে গেছে , কারণ তাকে দেখলেই আমার শরিলে আগুন ধরে যায়
মেজাজ এতো খারাপ হয় জিদে সইতে না পেরে চোখ বন্ধ করে দাতে দাত রেখে জোরে কামড় দেই
৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:১০
রাজর্ষী বলেছেন: আম্নে দেহি মানুষ না, আম্নে পরম দয়ালু, ধৈর্যশীল রোবট!!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
লিঙ্কনহুসাইন বলেছেন:
কি করতাম বন্ধুর বড় ভাই , আর বয়স ও বাপের বয়েসি ৪০-৪৫ এর বেশি হবে । তবে অনেক গালাগাল করেছি যদি লজ্জা থাকে আর আসবেনা ।
৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:১২
লিন্কিন পার্ক বলেছেন:
দূর মিয়া এত পেইন কেন নিতে যান ??!!!
একদিন সরাসরি মুখের উপর দুইচারটা কথা শুনায়া দিবেন । আপনার জায়গায় আমি হলে ৭ দিনও সহ্য করলাম না হলে !
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪
লিঙ্কনহুসাইন বলেছেন:
কি করতাম বন্ধুর বড় ভাই , আর বয়স ও বাপের বয়েসি ৪০-৪৫ এর বেশি হবে । আবার আসলে আর আমার বাসায় আর থাকতে দিমুনা যতই যা হোক
৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩
নানাভাই বলেছেন: ভূল তো মিয়া আফনেই করচেন!
পাছার উপর কইষ্যা একটা লাথি দিয়া আগেই বাহির কইর্যা দিতেন।
তাইলে তো আর এ্যাতো কিছু হইতো না!!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
লিঙ্কনহুসাইন বলেছেন: কি করতাম বন্ধুর বড় ভাই , আর বয়স ও বাপের বয়েসি ৪০-৪৫ এর বেশি হবে । তবে অনেক গালাগাল করেছি যদি লজ্জা থাকে আর আসবেনা । আর আসলেও আমি আর তাকে বাসার নিচ্ছিনা ।
১০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:০২
প্রিন্স হেক্টর বলেছেন: ভাই কি আর কমু..... সহমর্মিতা জানাইলাম
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
লিঙ্কনহুসাইন বলেছেন:
দোয়া কইরেন তার মধ্যে যেন একটু ইনছাব জন্ম নেয় , ভালো মন্দ বুঝার মতন যেন জ্ঞান বুদ্ধি তার হয় । জ্ঞান বুদ্ধি ৯ না হইলে নাকি ৯০ তেও হয় না
১১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১০
কালোপরী বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
লিঙ্কনহুসাইন বলেছেন:
১২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১৯
মামুন রশিদ বলেছেন: আপনার চরম বিব্রতকর অবস্থার কাহিনী শুনে খারাপ লাগলো, আবার হাসিও পেলো ।
অলস আর পরমুখাপেক্ষি লোকদের আমিও দেখতে পারি না ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩
লিঙ্কনহুসাইন বলেছেন: কি অলসের অলস , আরো অনেক কাহিনী তো লেখাই হয়নি , আমি যখন ডিউটি শেষ করে রাতে আসি বাসায় তিনি তখন বসে বসে টিভি দেখে , যখন ঘুমিয়ে পরি তখনো !!!
১৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:২৪
বিডি আমিনুর বলেছেন: আপনি তো ভাই চরম ধৈর্য শীল ।
গণ্ডারডারে ঈদের দাওয়াত দিবেন না
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭
লিঙ্কনহুসাইন বলেছেন:
হাসাইলেন ! তারে যদি ঈদের দাওয়াত দেই , আসতে হাজার টাকা খরচ হলেও চলে আসবে । সকালে তার সাথে যেইভাবে রাগারাগি করেছি অন্য যেই কোন মানুষের সাথে করলে সেই মানুষ আর জীবনে আমার সামনে এসে মুখ দেখাতোনা । কিন্তু এই লোক ঠিকই ঈদে চলে আসবে , তবে আমি নিয়াত করে ফেলেছি তাকে আর রুমে জায়গা দিমুনা ।
১৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮
হাসান মাহবুব বলেছেন: বিকট অবস্থা।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮
লিঙ্কনহুসাইন বলেছেন:
কি করতাম বন্ধুর বড় ভাই , আর বয়স ও বাপের বয়েসি ৪০-৪৫ এর বেশি হবে । তবে অনেক গালাগাল করেছি যদি লজ্জা থাকে আর আসবেনা । আর আসলেও আমি আর তাকে বাসার নিচ্ছিনা ।
১৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
এস এম আর পি জুয়েল বলেছেন: ভাল লাগলো, না আপনার কষ্ট দেখে নয় ? শেষ মেশ বিদেয় হল তাই । সুন্দর লিখেছেন
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: ভাই এই লোকের লজ্জা সরম বলতে কিছুই নেই । হয় তো ঈদের দিন এসে হাজির হতে পারে
তবে আবার আসলে রুমে কিছুতেই যেতে দিবোনা ।
১৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫০
বৈরাম খাঁ বলেছেন: ইশ কত কষ্ট আপনার কষ্টে কষ্টিত হইলাম
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩২
লিঙ্কনহুসাইন বলেছেন:
কি আর কইতাম
আবার ঈদের দিন এসে হাজির হয় কিনা কে জানে ।
১৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৩
তারছেড়া লিমন বলেছেন: ভাই ইরাম এক পাব্লিক আমার এক কলেজ টিচার .......ঢাকা যাওয়া লাগলে তার ফোন..কার এলাকা থেকেই সকালের প্রথম বাস ছাড়ে কিন্তু তার আমার এই খানে না আসলে হয় না.....মেছে থাকি পরের বেড কয়দিন শেয়ার করা যায় তাই এখন ফোন করলে আর রিসিভ করি না............আপনারে কি কব বুঝতেপারছিনা.......
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন:
দুনিয়াতে কিছু মানুষ আছে নিলজ্জ । এদের ঝাড়ি দিলেও কাম হয় না ।
১৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: আবার লোকটাকে পেলে আমার রেসিপি সাইট দেখিয়ে দেবেন। কিছু রান্না শিখে সে জীবন ধন্য করুক।
https://udrajirannaghor.wordpress.com/
গল্প ও রান্না।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি, আমি মাঝে মাঝেই আপনার এই ব্লগে যাই , বিশেষ করে কিছুদিন আগে নুডুলস রান্না নিয়ে যেই পোষ্টা দিয়েছিলেন তা দেখার জন্য শিখার জন্য :দ । ধন্যবাদ ভাই ভালো থাকবেন ।
১৯| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:২০
আমার মন বলেছেন:
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো তো ভালোনা অন্যের দুঃখে হাসেন !!
।
২০| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫
বিবর্ণ ক্যানভাস বলেছেন: আপনার লেখা পইড়া দাঁতের ১৪ পাটি বাইর কইরা হাসতে মন চাইতেছে।। কিন্তু কারও দুঃখে হাসা নিষেধ!!!
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন:
বিরক্তিকর মানুষের পাল্লায় পরেছি ভাই । গতকাল অনেক বকাবকি করেছি যদি লজ্জা থাকে তাহলে আর আসবেনা । আর ঈদের দিন কি করে কে জানে
২১| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২১
নতুন বলেছেন: কিছু মানুষ এই রকম না থাকলে দুনিয়া তে ভ্যাজাল কম হইয়া জাইতো...
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮
লিঙ্কনহুসাইন বলেছেন:
খারাপ কন নাই । সব মানুষের শিক্ষা হওয়া উচিৎ । তবে একজনের জন্য ১০ জন কষ্ট পায় । এখন যেই কোন মানুষ বিপদে পরলে তাকে সাহায্য করার আগে আমাকে ১০ বার চিন্তা করতে হবে !!!
২২| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
মাহবু১৫৪ বলেছেন:
কিছু মনে কইরেন না ভাই। এই পোস্ট পড়ে না হেসে পারলাম না
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪
লিঙ্কনহুসাইন বলেছেন: আপনি তো মিয়া দেশের বাইরে থাকেন একটু চিন্তা করে দেখেছেন এই ধরনের কাজ যদি কেউ করে কি পরিমাণের বিরক্ত লাগে !!
২৩| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
নিরপেক্ষ মানুষ বলেছেন: কারো কষ্টে হাসা ঠিক না। কিন্তু আপনার ঘটনা পড়ে আমি হাসতে হাসতে শেষ
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
লিঙ্কনহুসাইন বলেছেন: হাসেন সমস্যা নাই । তবে দোয়া কইরেন তিনি যেন ঈদের দিন এসে উপস্থিত না হয় ।
২৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
নিরপেক্ষ মানুষ বলেছেন:
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০০
লিঙ্কনহুসাইন বলেছেন:
২৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:১১
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: আরিইইই, যাক এতদিন পর পোস্ট দিছেন, তাও বহুত ভালা পোস্ট। ভাইয়ার অবস্থা তো কাহিল। আপনার অবস্থা দেইখা এই মুভির কথা মনে হইয়া গেল।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩২
লিঙ্কনহুসাইন বলেছেন:
কি আর করার , আসলে মানুষকে বেশি লাই দিতে নাই । আর বন্ধুর বড় ভাই বলে তারে বেশি লাই দিয়ে ফেলেছি
০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:০১
লিঙ্কনহুসাইন বলেছেন: এই মুভিটা একটু করে দেখেছিলাম । আসলে নায়িকা Konkona Sen Sharma কে দেখলেই আমার বিরক্ত লাগে তাই একটু দেখেই আর দেখিনাই
২৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভয়াবহ অবস্থা দেখছি
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪
লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি ভাই , দোয়া কইরেন ঈদের দিন যাতে এই লোক না আসে । ঈদের দিন যদি এসে যায় তাইলে আমার ঈদ মাটি করে দিবে । তার পরেও আমি আমার মনোভাব চেঞ্জ করে ফেলেছি , যতো যাই হোক না কেন তারে আর রুমে জায়গা দিচ্ছিনা ।
২৭| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮
আমিনুর রহমান বলেছেন:
কাল পোষ্ট দেয়ার সাথে সাথে পড়েছিলাম কিন্তু মোবাইলে ছিলাম বলে কমেন্টস করা হয়ে উঠেনি। আপনার কষ্ট অনুধাবন করার পরও ব্যপক হাসি পেয়েছে একজন মানুষের এত কম কমনসেন্স দেখে। যাক দোয়া করি বড় ভাই যেন আবার ফিরে না আসে।
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২২
লিঙ্কনহুসাইন বলেছেন: আমীন
২৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২০
মেহেদী হাসান মানিক বলেছেন: হাসমু না কানমু বুঝতাছি না
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
লিঙ্কনহুসাইন বলেছেন:
যেইডা খুশি করেন সমস্যা নাই । খালি দোয়া করেন ঈদের দিন যেন উনি না আসে :প
২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:২৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই, শিক্ষা নিয়া নিলাম। ভদ্রতা বজায় রেখে সেসব পাবলিকরে কিভাবে শায়েস্তা করতে হবে একটু যদি বাতলাই দিতেন তাহলে বড় উপকৃত হইতাম। বলা তো যায় না, আমার ভাগ্যও যদি খারাপ হয় আরকি।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮
লিঙ্কনহুসাইন বলেছেন:
আমি শিক্ষা পেয়েছি ঠিক ! কিন্তু উপযুক্ত পরিমাণের সায়েস্তা তারে তো আমি করতে পারিনি । আর বন্ধুবান্ধব এর পর্যায়ে পড়লে সমস্যা ছিলনা । আসলে এই লোক একটু বয়স্ক টাইপের । তাই তার সাথে বেয়াদপি করতে চাইনি ! আর ধৈর্যেরও একটা সময় সীমা আছে , আমি তাকে মুরব্বি হিসাবে সম্মান দিয়েছি কিন্তু তায় তিনি তার খাইচ্ছতের কারণে রাখতে পারেনি ।
তবে আমি মনে করি এই ধরনের মানুষকে বেশি লাই দিতে নেই । এই ধরলের লোক পাইলে যেইভাবেই হোক বাড়ি থেকে বিদাই করবেন , আর না হলে বসা তালা মেরে অন্য কোথাও বেড়াতে চলে যাবেন ।
৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩২
পাকাচুল বলেছেন: আপনার ঘটনা পড়ে আমি হাসতে হাসতে শেষ।
দুনিয়াতে এমন চিড়িয়া ২/১ পিস না থাকলে দুনিয়াডা আসলেই পাইনসা হয়া যাইতো।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০
লিঙ্কনহুসাইন বলেছেন:
হাসেন সমস্যা নাই । তবে দোয়া কইরেন ঈদের দিন বুইড়া যাতে না আসে । উনি যদি ঈদের দিন এসে উপস্থিত হয় তাহলে ঈদ আর করা হবেনা
৩১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮
জন রাসেল বলেছেন: বলেছেন: ব্রাদার আমাদের নতুন সং-টা দুদিন আগে রিলিজ করলাম। আপনাকে লিংকটা দিয়ে গেলাম। সময় পেলে ডু মারবেন অবশ্যইঃ স্বপ্ন দেখার দিন - টিয়ারস অফ সাইলেন্স
এই মন্তব্যটি পড়ার পর দয়া করে মুছে দেবেন। পোষ্টের কমেন্টে এসে কেউ বিজ্ঞাপন দিচ্ছে এটা দেখতে ভালো লাগে না।
০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
লিঙ্কনহুসাইন বলেছেন:
এখনই দেখতেছি । ধন্যবাদ
৩২| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আরজু পনি বলেছেন:
মানুষের দুঃখে হাসন ঠিক না.......
কিন্তু
কিন্তু একদিন আমি ঘুমে ছিলাম আর তখনই সেই লোক আমাকে ফোন দেয় আর বন্ধু বড় ভাই রিসিভ করে কথা বলে আমাকে ঘুম থেকে জাগিয়ে সুন্দর করে ধরা খাওয়ার ব্যবস্থা করে দেয় !! .....আর জাহাঙ্গীর আলমের কথা পড়ে হাসি চাপানো কষ্ট হয়ে যাচ্ছে
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫
লিঙ্কনহুসাইন বলেছেন:
আফা দোয়া কইরেন আগামীকাল আমাদের ঈদ , আর এই ঈদের দিন যাতে এই লোক আমার বাসায় বেড়াতে না আসে
৩৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: তার কাছে উল্টা টেকা ধার চাইতেন !!!
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫
লিঙ্কনহুসাইন বলেছেন: তার কাছে যদি টাকা থাকে এবং আমি যদি ধার চাই তাহলে সে টাকা দিবে এইটা আমি ১০০% নিশ্চিত মানুষটাই যেন কেমন ।
৩৪| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
রবিউল ৮১ বলেছেন: বাপরে আপনার দেখি চরম চরম ধইর্য।সামনা সামনি কিছু বলতে না পারলে এমন বিপদে আরো পড়বেন।
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম । তবে ভয়ে ছিলাম এই লোক যদি ঈদের দিন এসে যায় ! কিন্তু তিনি ঈদের দিন আমাকে ফোন করে ঈদ মোবারক জানিয়েছে তবে বেড়াতে আসেনি
৩৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৯
মিত্রাক্ষর বলেছেন: লিঙ্কন ভাই আপনার ধ্যর্য আছে বলতে হবে
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন: অন্য পোষ্টে আপনি যেই কমেন্টটা করেছেন অইটার জবাব দেখেন বুঝবেন মানুষ কতক্ষণ চুপ থাকতে পারে ।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: