![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ধরে পকেটে একটা মুবাইল কার্ড নিয়ে ঘুরছি !! ২৫-২৬ রমজানে কথা ,মাগরিবের আগে বাসার সামনে রাস্তায় আনমনা হয়ে বসেছিলাম । হঠাত এক লোক এলে বলে ভাই আমাকে একটু সাহায্য করেন ?
-আমি বললাম কি সাহায্য করুম বলেন ?
-ঐ লোক বলে আমাকে ২০০ রিয়াল ধার দেন আমি রাতে এসে আপনাকে টাকা আপনাকে দিয়ে যাবো !
- আমি তখন বললাম আমি তো আপনাকে চিনিনা ! কি করে আপনাকে টাকা ধার দিবো ?
- তিনি আমাকে বলে ভাই আমার খুবই জরুরী আমি রাত ১০ টার দিকে এসে আপনাকে টাকা দিয়ে যাবো ।
- আমি , না এ কি করে হয় ! আপনাকে চিনিনা জানিনা আর পরে যদি আপনি আমাকে টাকা না দিলেন তখন আপনাকে কোথায় খোজব ?
- ঐ লোক সাথে সাথে পকেট থেকে একটা ৩০০ রিয়ালের মুবাইল কার্ড দিয়ে বলে তাহলে আপনি এই কার্ডটি নিয়ে যান আর আমাকে ৩০০ রিয়াল দেন ।
- তখন আমি বললাম না ভাই আমার মুবাইলে আমি এতো টাকা ঢুকাইনা । ১০-২০ টাকার কার্ড ঢুকাইলেই আমার এক মাস চলে যায় ।আর দেশে ফোন করলে তো ইন্টারনেট থেকেই করি ।
-তখন ঐ লোক বললো ঠিকাছে আপনি আমার ৩০০ রিয়ালের কার্ডটি রেখে দেন এবং আমাকে ২০০ রিয়াল দেন ।আমি রাত ১০টার দিকে এসে আপনাকে ২০০ রিয়া দিয়ে আমার কার্ডটি নিয়ে যাবো ।
তখন চিন্তা করলাম নাহ লোকটা যখন বিপদে পারছে আর উলটা ১০০ রিয়াল তো আমার কাছে জমা থাকছে কার্ড বাবধ ! কার্ডটা রেখে ২০০ রিয়াল দিয়ে দেই !
তাই সেই লোক'কে ২০০ রিয়াল দিয়ে তার কাছ থেকে ৩০০ রিয়ালের কার্ডটা রেখে দিলাম এবং তার মুবাইল নাম্বার চাইলাম ।
ঐ লোক বলে ভাই আমার মুবাইল নাই তাই আপনার নাম্বারটা দেন রাতে আমি কারো মুবাইল দিয়ে ফোন করে আপনার সাথে যোগাযোগ করবো ।
তাই আমি তাকে আমার মুবাইল নাম্বারটা দিলাম এবং সেই দিন রাতে ১০টার দিকে সেই রাস্তায় প্রায় এক ঘন্টা বসে ছিলাম সেই লোক তো আসেনি এবং ফোনও করেনি ।
সেই দিন থেকে ৩০০ রিয়ালের কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেই লোকের দেখা নাই
কোন ফোনও নাই !!
ঈদের দিন ভাবলাম এই লোকের যেহেতু কোন খবর নাই তাই মুবাইল কার্ডটা আমার মুবাইলেই ঢুকিয়ে ফেলি কি আর করার
যদি আসে তাহলে আর ১০০ রিয়াল দিয়ে দিবো ।
তাই ঈদের দিন মুবাইল কার্ডটা আমার মুবাইলে ঢুকানোর জন্য বার বার চেস্টা চালিয়েছি কিন্তু কার্ড তো ঢুকেনা আমার মুবাইলে ঢুকেনা দেখে অন্য মুবাইলেও তিন চার বার ট্রাই মারলাম কিন্তু কার্ড ঢুকেনা । তখন দেখলাম আরো তিন মাস আগেই এই কার্ডটি ডেইট এক্সপায়ার হয়ে গেছে
বাসায় বসে বসে চিন্তা করলাম দুনিয়াতে কত ধরনের চিটিংবাজি আছে মাত্র ২০০ রিয়ালের জন্য এতো কিছু করতে হয় নাকি ? ২০০ রিয়ালে আর কয় টাকা হয় ? বাংলাদেশের ৪২০০ টাকা !আর এই টাকার জন্য এতো ছ্যাঁচড়ামি করা লাগে নাকি
কি আর করার কার্ডটা মানিব্যাগে যতন করে রেখে দিলাম জীবনে যদি এই চিটিংবাজের দেখা পাই
তাইলে তার খবর আছে
এই সব চিটিংবাজদের কারণে মানুষের উপরে মানুষের বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে ।
জীবনে এমন ছোট খাটো অনেক গুলা ধরা খেয়েছি তার পরেও হুস হয়নি আমার কারণ চিটিংবাজরা নতুন নতুন পদ্ধতিতে চিটিংবাজি করে যাচ্ছে ।
হাসি পাইতাছে আমার
কত সুন্দর ভাবে আমাকে বোকা বানিয়ে চলে গেলো ।
সে আরেকটু রিকোয়েস্ট করলে আমি তাকে এমনেতেই টাকা দিতাম । কিন্তু যখন মুবাইল কার্ডটা দিলো তখন ভাবলাম রেখে দেই সে টাকা দিয়ে যেহেতু নিয়ে যাবে ! আজাইরা রিক্স নেওয়া থেকে এইটাই ভালো হবে । কিন্তু এইভাবে বোকা হয়ে যামু চিন্তা করিনি সে এমনেতে টাকা নিয়ে যদি না দিতো তাহলে দুঃখ ছিলনা
কিন্তু আমাকে বোকা বানিয়ে টাকা নিয়ে গেলো সেই জন্য কষ্ট লাগতাছে
ঈদের দিন নামাজ পড়ে এসেই মনে করেছিলাম মুবাইলে কার্ডটা ভরে বাড়িতে কথা বলবো কিন্তু ঈদের নামাজ পড়ে এসেই যে এতো বড় ছ্যাকা খামু কখনো চিন্তাই করিনাই
যাক বাটপারকে একবার পেলেই হলো দেখাবো মজা !!!
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৪
লিঙ্কনহুসাইন বলেছেন: ঠিক বলেছেন ভাই । ধন্যবাদ
২| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩
টুনা বলেছেন: আমি ভাই ১৯৯০ সালে ঢাকা শহরে এরকমই একটা ধরা খাইছিলাম। যদিও টাকার হিসাবে ৪/৫ হাজারের বেশী হবেনা কিন্তু বেকার/ছাত্র জীবনের ধরার কথা এখনো কাউকে বলতে পারিনি। এর পরে এখানে এক বাংলাদেশী ৬০০০ রিয়াল নিয়ে পালিয়ে গেছে জেদ্দা দিয়ে। কিন্তু লাখ টাকা মার খেয়েও এত কস্ট পাইনি যা পেয়ে ছিলাম ১৯৯০ সালে ৪/৫ হাজার টাকার জন্য।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাল থাকবেন ইনশাল্লাহ্।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে আমাদের সব ক্ষেত্রেই শিক্ষা পাওয়া উচিৎ !! ভবিষ্যতে হয় তো এমন ভুল আর আপনি করবেননা এবং আমিও করবোনা , কারণ আমরা শিক্ষা পেয়েছি । আর কখনো মুবাইল কার্ড কিনতে হলে আগেই কার্ড এর ডেইট আছে কিনা তা দেখে নিবো কারণ একবার তো বেকুব হইলাম
৩| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭
নিরপেক্ষ মানুষ বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
লিঙ্কনহুসাইন বলেছেন:
শিক্ষা পেয়েছি তাই আশাকরি ভবিষ্যতে এমন আর হবেনা । ২০০৪ সালে আমার হাত থেকে থাবা মেরে এক ছিনতাই কারি মুবাইল নিয়ে গিয়েছিল , সেই দিন থেকে রাস্তায় দাড়িয়ে কখনই মুবাইল দিয়ে কথা বলিনি কারণ একবার তো এই কারণে শিক্ষা পেয়েছি ।
৪| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১
মাক্স বলেছেন: এমনে কেউ বোকা বানাইলে হাসিই আসে
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
লিঙ্কনহুসাইন বলেছেন: হাসির কিছু কারণ আছে ! আমি যেই কোন কিছু ক্রয় করার আগে দেখে নেই ডেইট আছে কিনা , কিন্তু আগে কখনই জানতামনা মুবাইল কার্ড এর ও ডেইট এক্সপায়ার হয় বা ডেইট থাকে । আর লোকটা এতো সুন্দর ভাবে অভিনয় করেছে যে বলে বুঝানো যাবেনা । আর আমি নিজেকে অনেক চালাক মনে করতাম ভাবতাম আমার সাথে কেউ প্রতারণা করতে পারবেনা
৫| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১
আিম এক যাযাবর বলেছেন: ভাই, বাটপারটা কি বাংলাদেশী ছিল নাকি?
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি ভাই বাংলাদেশী
৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
শীলা শিপা বলেছেন: জানি ব্যপারটা ভাল হয় নি তবুও হাসি পাচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে সৌদি আরবে ১-২ দিন ঠিক মতন কাজ করলে এই টাকা ইনকাম করা যায় ! এই অল্প টাকা নিয়ে এইভাবে বিশ্বাস ভঙ্গ করা আসলেই উচিৎ নয় ।
৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ঢাকাবাসী বলেছেন: লস হলো আপনার হাসি পাচ্ছে অনেকের, আমার তো হাসি পাচ্ছেই। ঐ বাটপারটা নিঃসন্দেহে বাংলাদেশী।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি ভাই বাংলাদেশী , আমার হাসির আসল কারণ হলো আমি নিজেকে অনেক চালাক মনে করতাম , আর ভাবতাম আমার কাছ থেকে কোন ছিনতাইকারী কখনই ছিনতাই করতে পারবেনা । হয় তো অনেকেই টাকা ধার নিয়ে দেয়নি , কিন্তু এমন ভাবে বেকুব বানিয়ে টাকা নিয়ে যাবে আসলেই অবাক করার মতন ব্যাপার
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৪
আরজু পনি বলেছেন:
ইয়ে মান ঘটনাটা দুঃখের কিন্তু, আপনারে যেভাবে বোকা বানালো, সেই লোকের প্রতিভার তারিফ করতে হয়
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৩
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম আমিও সেইটা চিন্তা করতাছি । আমি নিজেকে অনেক চালাক মনে করতাম কিন্তু এই ঘটনার পর পুরাই বেকুব হয়ে গেছি । টাকার অংক কম হলেও সে আমাকে খুব সুন্দর করেই বেকুব বানিয়ে গেছে , আর হাসির বিষয় হলো আমি যে বেকুব হইছি সেইটা জেনেছি ৬ দিন পর
৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
মজা পাইলাম
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: কেউ আমারে বেকুব বানাইয়া গেছে তা জেনেছি ৬ দিন পর
১০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২২
মামুন রশিদ বলেছেন: ব্যাপারটা দুঃখজনক । চিটাররা দেখি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬
লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে বিদেশে চিটিংবাজিটা করা সহজ , খুব সহজেই মানুষ মানুষকে বিশ্বাস করে ফেলে ।
১১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
রাখালছেলে বলেছেন: বাটপারগুলা সুন্দর সুন্দর কথা বলে । তাই যখনই কেউ সুন্দর সুন্দর কথা বলে ধার চায় তার থেকে সাবধান।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৭
লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর কথা বলতে পারে দেখেই সবাই তাদের খুব সহজে বিশ্বাস করে ।
১২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
হাসান মাহবুব বলেছেন: ধরা খাওয়াও আপনাকে বেশ আনন্দিত মনে হচ্ছে
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯
লিঙ্কনহুসাইন বলেছেন: আমি আসলেই নিজেকে অনেক চালাক মনে করতাম তাই হাসি পাচ্ছে !! বন্ধুরা যখন প্রতারিত হয়ে এসে সেই সব ঘটনার বননা দিতো তখন তাদের বেকুব মনে করতাম । কিন্তু আমি যে এইভাবে বেকুব হবো তায় কখনই ভাবিনি । আর মুবাইল কার্ড এ যে ডেইট থাকে সেইটা কোন দিন দেখিনি ।
১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০০
স্বঘোষিত মিসির আলী বলেছেন: এক ইণ্ডীয়ান রে বোকা বানিয়েছিলেন মনে আছে?
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮
লিঙ্কনহুসাইন বলেছেন: তাই বলে এইভাবে বেকুব হবো
১৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪১
আমিনুর রহমান বলেছেন:
কষ্ট টা আসলো টাকার না বোকা বানাইয়ে সেটার
দুঃখজনক ঘটনায় হাসি পাচ্ছে
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম । পুরাই বোকা হয়ে গেছি , আর তা জেনেছি প্রায় ৬ দিন পর !! যে কেউ আমারে বোকা বানাইয়া গেছে
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম । পুরাই বোকা হয়ে গেছি , আর তা জেনেছি প্রায় ৬ দিন পর !! যে কেউ আমারে বোকা বানাইয়া গেছে
১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৩
প্রিন্স হেক্টর বলেছেন: শ্লা.. এইসব বাংলাদেশীর জন্য গনহারে সকল প্রবাসীর বদনাম হয়।
ভাই আমার একটা অনুরোধ, যদি কোনদিন ঐ শ্লার দেখা পান তবে আমার পক্ষ থেকে একটা বন চটকানা কানের নিচে মেরে দিয়েন
১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭
মিজভী বাপ্পা বলেছেন: যাক মোদ্দা কথা ৪২০০টাকা ধরা।যাক দাদা আফসোস কইরেন না।তা আপনি মধ্যপ্রাচ্যের কোন দেশে আছেন?
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
লিঙ্কনহুসাইন বলেছেন: নাহ এই টাকার জন্য বিন্দু মাত্র আসফোস নাই তয় আমারে বেকুব বানাইয়া গেলো সেইটা টের পেলাম ৬ দিন পর তাও ঈদের দিন
১৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
এরকম চিটিংবাজেরা কিন্তু বোকা বানাতে পারে এমন লোককেই খুজে খুজে বের করে।
যাক একটা শিক্ষা হল তবে !!
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪০
লিঙ্কনহুসাইন বলেছেন:
আপনি এইডা কি কন ? তার মানে আমি বোকা
সারা বছর মাইন্সের জ্ঞান দিলাম আর বোকা বানাইলাম এখইন নিজেই বোকা হইয়া গেলুম ।
১৮| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬
আমার মন বলেছেন: প্রতিভাবান মানুষের সংখ্যা নিতান্ত কম নয়, ইনাদের জাদুঘরে রাখতে পারলে ভাল হত।
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ মন ভাই । প্রতিভাবানরা তাদের প্রতিভা ভালো কাজে নয় সব সময় খারাপ কাজেই ব্যবহার করে ।
১৯| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৩
লিঙ্কনহুসাইন বলেছেন: :-& :-&
২০| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৭
মিত্রাক্ষর বলেছেন: ভাই ৪২০০ টাকা তো অনেক ভাই, আমি একবার ৫০০টাকার দিয়ে ধরা খাইসিলাম। বাটপারের মা নাকি অসুস্থ ছিল।
পরে বুঝলাম চোর বাটপার ৫০০ টাকা কেন? ১০ টাকার জন্যও বাটপারি করবে।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩১
লিঙ্কনহুসাইন বলেছেন: ৪২০০ টাকা মনে হয় না । কেউ যদি ধার নিয়ে না দিতো তাহলে এতো মনটা বেশি খারাপ হতো না । কিন্তু এইভাবে সিটিং করাটা আমার মোটেও পছন্দ হয়নি । আর আমাকে এইভাবে ঠকিয়ে গেলো এই জন্য বন্ধু মহলেও লজ্জিত হয়েছি
দুনিয়ার মানুষ কি পরিমান যে খারাপ তা মানুষকে টাকা ধার দিলেই বুঝা যায় । আমি খুবই মানুষিক যন্ত্রনায় আছি যা বলে বুঝানো যাবেনা , তাই আমার কাছে ৪২০০ টাকা তেমন টাকা মনে হয় না । ধৈর্য যখন বাধ ভেঙ্গে যায় তখন ভালো মানুষ আর ভালো থাকেনা । প্রচণ্ড মনে যন্ত্রনা নিয়ে আছি যা বলে বুঝানো যাবেনা । দুচোখে শুধুই অন্ধকার দেখি , মাঝে মাঝে মনে চায় খুনি হয়ে যাই , আবার মাঝে মাঝে চিৎকার করে কাদতে ইচ্ছে করে । গত তিন বছরের কষ্টের উপার্জিত অর্থ একলোকের হাতে আটকে আছে , আজ কাল করে করে তিন মাস ধরে ঘুরাচ্ছে আর সহ হয় না
মাঝে মাঝে মন চায় খুনি হয়ে তাকে খুন করি আবার ভাবি ১০-১২ লাখ টাকার জন্য খুন করবো ! একটা মানুষের জীবনের মুল্য কি এতই কম ? আইনের আশ্রয় ও নিতে পাচ্ছিনা প্রমানের অভাবে । কখন যে কি করি নিজেও জানিনা । জিন্দেগী পুরাই ফেকাসে হয়ে গেছে , মানুষ আর মানুষ নাই ।
২১| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮
মিত্রাক্ষর বলেছেন: আমি এমনিতে একটু ধ্যর্যহীন মানুষ, এ জন্য মা-বাবার কাছ থেকে অনেক কথা শুনতে হয়। আপনার কাছ থেকে কিছুটা শিক্ষা পেলাম।
আমার কাছে কি মনে হয় জানেন? টাকা ধার দেয়া আর বন্ধুত্ব নষ্ট করা একি কথা। আর তাই আগে তেঁতো (টক) ভালো।
দরকারের সময় যদি নিজের জিনিস অপরজনের কাছে থাকে আর সে তা না দেয় তাহলে এর চেয়ে আর কি বা কষ্টের আছে।
বিপদ সব সময় আসে না, আর যখন আসে তা সব দিক দিয়েই আসে। আবার এক সময় তা চলেও যায়। ইনশা আল্লাহ্ আপনার বিপদও এক সময় চলে যাবে।
ভালো থাকুন।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২
লিঙ্কনহুসাইন বলেছেন:
২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
আদরসারািদন বলেছেন: ভাই, পাইলেন নাকি তারে........?
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
লিঙ্কনহুসাইন বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলাম আর আপনার কমেন্ট দেখলাম । না ভাই পাইনাই তারে ।
২৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
সে আরেকটু রিকোয়েস্ট করলে আমি তাকে এমনেতেই টাকা দিতাম
আপনি নন, লোকটা বোকা।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন: :!> :!> :!>
২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
গেরিলা রুমি বলেছেন:
২৫| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩১
আজাইরা পঁ্যাচাল বলেছেন: ব্যাপারটা খারাপ ছিল কিন্তু আপনার বলার ভঙ্গিতে হাসি পাইল। :p
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
নতুন বলেছেন: এইরকম মানুষের জন্যই সমাজে মানুষের প্রতি বিশ্বাস কমে যাইতেছে...