নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সপ্নবাজ

অধরা সপ্ন গুলো ধরতে চাই, অদেখা সপ্ন গুলো দেখতে চাই

লেনিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ভালোবাসি আড্ডা মারতে, গল্পের বই পড়তে, গান শুনতে আর ঘুরে বেড়াতে। ভালোবাসি ইতিবাচক সপ্ন দেখতে এবং অবশ্যই একটা সার্থক বাংলাদেশের।

লেনিন › বিস্তারিত পোস্টঃ

IDB-BISEW আইটি স্কলারশিপ (রাউন্ড ২৪)

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৬

যারা আইটিতে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য IDB-BISEW আইটি স্কলারশিপ হতে পারে একটি দারুন সূচনা। এই ক্কলারশিপের মাধ্যমে আপনি পেতে পারেন নিন্মোক্ত বিষয় গুলোর উপর১০ থেকে ১৩ মাস মেয়াদি প্রশিক্ষন:



১। Networking Technology (NT)

২। Web-presence Solutions & Implementations (WPSI)

৩। Database Design & Development (DDD)

৪। Enterprise System Analysis & Design (C#.Net)

৫। Enterprise System Analysis & Design (J2EE)

৬। Computer Assisted Animation (CAA)

৭। Architectural & Civil CAD (ACAD)



স্কলারশিপের সুবিধাবলী:

১। ১,২৫০০০ টাকা সমমূল্যের আইটি প্রশিক্ষন

২। ২০,০০০ টাকা সমমূল্যের ভেন্ডর সার্টিফিকেশন

৩। ২০০০ টাকা করে মাসিক ভাতা



যোগ্যতা: ব্যাচেলর অথবা ডিপ্লোমা ডিগ্রি



আবেদনের শেষ তারিখ: ৩০শে জুন, ২০১৪



আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭

ফাহিমাইকরি বলেছেন: যারা ইলেক্ট্রিক্যাল ডিপ্লোমা ডিগ্রি করেছে তারা কি আবেদন করতে পারবে?
দয়া করে ১০০% সিওর হয়ে জানাবেন।

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

লেনিন বলেছেন: @ফাহিমাইকরি: দয়া করে এই লিন্কটি একটু চেক করুন।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.