![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ভালোবাসি আড্ডা মারতে, গল্পের বই পড়তে, গান শুনতে আর ঘুরে বেড়াতে। ভালোবাসি ইতিবাচক সপ্ন দেখতে এবং অবশ্যই একটা সার্থক বাংলাদেশের।
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসের বেশ কিছু স্কলারশীপ সার্কুলার এসেছে। চায়না, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ৩ টি স্কলারশীপের জন্য আবেদন করতে পারেন এই মাসে। ডিপ্লোমা , মাস্টার্স, এমফিল এবং পিএডি প্রোগ্রামের জন্য এই স্কলারশীপ গুলোতে আবেদন করা যাবে।
১। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশীপ, অ্যাকাডেমিক ইয়ার ২০১৫ - ডেডলাইন: ৩০ এপ্রিল, ২০১৪
২। তিয়ানজিন গভর্মেন্ট স্কলারশীপ, চায়না - ডেডলাইন: ১৫ জুন, ২০১৪
৩। IDB-BISEW আইটি স্কলারশীপ (রাউন্ড ২৪) - ডেডলাইন:৩০ জুন, ২০১৪
* আপডেট চলবে...
২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০
লেনিন বলেছেন: @আরজুপানি: ধন্যবাদ আপনাকে, আমাকে মনে রাখার জন্য
২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯
আরজু পনি বলেছেন:
আমার নাম পনি, পানি নয়
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০
লেনিন বলেছেন: দু:খিত আরজুপনি!
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩
আরজু পনি বলেছেন:
অনেকেরই কাজে লাগতে পারে ।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
অনেকদিন পর আপনাকে দেখলাম ।
শুভকামনা রইল ।।