নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত সত্য আর ভালবাসার বিজয় হবেই।

আমি সাধারন মানুষ।অতি সাধারন একজন।

জাগতিক ভালবাসা

্নিজেকে নিজেকে নিয়ে নিজে কিছু লেখাটা নিতান্তই বোকামি।

জাগতিক ভালবাসা › বিস্তারিত পোস্টঃ

এটি অবশ্যই মুসলমানির গল্প নয়,তবে বাস্তব।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

ছোট ওটি টেবিল।



আনুমানিক ৬ বছরের একটা বাচ্চা ছেলের মুসলমানি হবে।



এই সময় বাচ্চারা গগন বিদারি চিৎকার করে।



পা দুটো ধরে স্থানীয় চেতনা নাশক দিলে পরে অনেকে আর ঝামেলা করে না।



সেই দিন এক বাচ্চা তো মোবাইলে গেমস খেলছিল আর তার মুসলমানি চলছে!!



যাই হোক,এই বাচ্চাটার স্বাস্থ্য যথেষ্ঠ ভাল।দেখলেই বোঝা যায়,টিভি তে দেখানো সকল তথাকথিত পুষ্টিকর খাদ্য খেয়ে অভ্যস্ত।



ডাক্তার রেডি।



ওয়ার্ড বয় পা দুটো ধরল।



যেই সুই দেওয়া হবে বাচ্চা চিৎকার করে উঠল।



নেহি,নেহি ........



মুঝে ছোড় দো!!!





ডাক্তার অবাক,ওয়ার্ড বয় ও অবাক।



ডাক্তার প্রশ্ন করলো,আপনারা কি বিহারি?



পুরানো ঢাকার অনেকেই উর্দুতে কথা বলে।



বাচ্চার মা কঠিন গলায় জবাব দিল,না আমরা বাঙ্গালি।



তরুন ডাক্তার আর কথা বাড়াল না।



কি বলে আবার কি না হয়!!



মুসলমানিতে নজর দিল সে।



বাচ্চা বলে যাচ্ছে,



নেহি,নেহি,মুঝে ছোড় দো!!!





বিশ্বাস করুন আর নাই করুন,



উপরের ঘটনা শতভাগ সত্যি।



এর পরেও কি আমার আর আপনার ঘরে হিন্দি চ্যানেল চলবে?



আমাদের নিজস্ব সংস্কৃতি আর ভাষা আজ মহা বিপর্যয়ের মাঝে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.