![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্নিজেকে নিজেকে নিয়ে নিজে কিছু লেখাটা নিতান্তই বোকামি।
একটা পাবলিক বিশ্ববিদ্যালয়।পানির উপর লেকচার দিচ্ছেন একজন পি,এইচ,ডি করা শিক্ষক।তিনি প্রায় ২ ঘন্টা লেকচার দিলেন।এরপর বললেন প্রশ্ন করেন।কেউই কোন প্রশ্ন করল না।
শিক্ষক রেগে উঠলেন।
ছি ছি তোমরা সামান্য প্রশ্ন করতে পার না।
তখন ই একজন উঠে দাড়াল।
প্রশ্ন টা নিম্নরূপ-
সবার ই বোঝার কথা।
h2o-পানির সংকেত।
এখন hcl কে বলছি হাইড্রোক্লোরিক এসিড।
h2s কে বলছি হাইড্রোজেন সালফাইড।
h2o2 কে বলছি হাইড্রোজেন পার অক্সাইড।
এখন প্রশ্ন হচ্ছে অনুরূপভাবে h2o এর নাম কি হবে?
বা পানির রাসায়নিক নাম কি??
কে জবাব দেবেন!!!!!!!!!
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬
জাগতিক ভালবাসা বলেছেন: রেফারেন্স দরকার।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
নতুন বলেছেন: oxidane
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭
জাগতিক ভালবাসা বলেছেন: রেফারেন্স কি আপনার?
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
শাহরিয়ার খান রোজেন বলেছেন: হাইড্রোজেন ডাই অক্সাইড
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪
জাগতিক ভালবাসা বলেছেন: অক্সিজেন ডাই হাইড্রাইড ও তো হতে পারে।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
কামরাজ বলেছেন: হাইডোজেন অক্সাইড
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
জাগতিক ভালবাসা বলেছেন: অক্সিজেনের হাইড্রাইড নয় কেন?
আমাদের মাঝে রসায়নের কেউ থাকলে ভাল হত।
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: Common name-water
IUPAC name-oxidane
Alternative names-aqua, dihydrogen monoxide, hydrogen hydroxide
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
জাগতিক ভালবাসা বলেছেন: ভাই কোথা থেকে পেয়েছেন?
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
অচিন্ত্য বলেছেন: অক্সিজেন হাইড্রাইড বললে কি খুব হাস্যকর হবে ?
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
জাগতিক ভালবাসা বলেছেন: হাস্যকর হলেই বা কি,কিন্তু রসায়ন কি বলে সেটাই বিষয়।
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০
শাহরিয়ার খান রোজেন বলেছেন: নিচের লিংকে রেফারেন্স ?
https://www.google.com.bd/?gws_rd=cr&ei=QxuOUrnMHcO3rQGlx4DoAQ#q=hydrogen+oxide
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
জাগতিক ভালবাসা বলেছেন: Hydrogen oxide
Dihydrogen monoxide (DHMO)
Hydrogen monoxide
Dihydrogen oxide
Hydrogen hydroxide (HH or HOH)
Hydric acid
Hydrohydroxic acid
Hydroxic acid
Hydrol[1]
μ-Oxido dihydroge
লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে কখন ও বলা হচ্ছে এসিড।সেটার ও আবার তিন ধরনের।
মনোঅক্সাইডের আগে একবার হাইড্রোজেন আরেকবার ডাই হাইড্রোজেন।কনফিউজিং না?
আবার হাইড্রোজোনের অক্সাইড ও হাইড্রক্সাইড একই সাথে কিভাবে হয়?
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
জাগতিক ভালবাসা বলেছেন: আপনি এই লিংকটা পড়তে পারেন।
http://beyond3d.com/showthread.php?t=9912
৮| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
বিজন শররমা বলেছেন: এভাবে যে বলে সে তো প্রশ্নই করতে জানে না । বলা যেতো – জানলাম, পানির পারমানবিক গঠন ‘এইচ টু ও’ । এটার সাধারন নাম কি ? - অবশ্যই aqua,
তা না করে এতো কথা বলে সময় নষ্ট করা বোধ হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরই সাজে । আর কেমন সে শিক্ষক, যে দু ঘন্টা ‘পানি’ পড়ায়, অথচ এই নামটা বলে না ? ধন্য ধন্য বলি তারে ।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২১
জাগতিক ভালবাসা বলেছেন: ভাই,প্রশ্নটা হল আসলে পানির রাসায়নিক নামটা কি হবে?
আমরা সব সময় ই পড়ে এসেছি,এক অণু অমুক দুই অনু পানির সাথে বিক্রিয়া করে ..... ইত্যাদি ইত্যাদি।
কিন্তু তার রাসায়নিক নামটা আমরা জানি না।
আর আপনি গুগল সার্চ করতে পারেন,কনফিউজড হবেন।
আমি কেমিস্ট্রির একজন শিক্ষককে প্রশ্ন করেও সন্তোষজনক উত্তর পাই নি।
৯| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১
নতুন বলেছেন: Click This Link উইকির এই পেইজে দেখুন.
Water (H2O)
IUPAC name[hide]
Water
Oxidane
Other names>>
Hydrogen oxide
Dihydrogen monoxide (DHMO)
Hydrogen monoxide
Dihydrogen oxide
Hydrogen hydroxide (HH or HOH)
Hydric acid
Hydrohydroxic acid
Hydroxic acid
Hydrol[1]
μ-Oxido dihydrogen
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
জাগতিক ভালবাসা বলেছেন: লিঙ্কটা আমি পরেছি।নামগুলো নিচে দিলাম।এর পর আমার বক্তব্য পড়ুন।
Hydrogen oxide
Dihydrogen monoxide (DHMO)
Hydrogen monoxide
Dihydrogen oxide
Hydrogen hydroxide (HH or HOH)
Hydric acid
Hydrohydroxic acid
Hydroxic acid
Hydrol[1]
μ-Oxido dihydroge
লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে কখন ও বলা হচ্ছে এসিড।সেটার ও আবার তিন ধরনের।
মনোঅক্সাইডের আগে একবার হাইড্রোজেন আরেকবার ডাই হাইড্রোজেন।কনফিউজিং না?
আবার হাইড্রোজোনের অক্সাইড ও হাইড্রক্সাইড একই সাথে কিভাবে হয়?
১০| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড, মলিকিউলার কম্পাউন্ড এর নেমিং এর রুল অনুযায়ী। আমার এক এক্সামে এই কোয়েশ্চেন ছিল ও এটাই অ্যান্সার ছিল।
বাকি নামগুলো ডাকারও নিশ্চয়ই কারণ আছে, আমি জানিনা। আমি এখন পর্যন্ত যতটুকু জানি আমি এটাকে ডাইহাইড্রোজেন মনোঅক্সাইডই বলব। কিন্তু আপনি এসব কনফিউজিং ভাবছেন কেন? সবগুলোরই নিশ্চয়ই রিজন আছে আর আমার তো মনে হচ্ছে ডিফ্রেন্ট সিচুয়েশানে ডিফ্রেন্ট নাম ইউজ করা হয়। আপনি অন্য যেকোন কমপাউন্ডেরও দেখবেন অনেকগুলো নাম আছে। ফর এক্সাম্পল, কার্বন ডাই অক্সাইড। গুগল করলে কতগুলো নাম আসে, কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডই বলি।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯
জাগতিক ভালবাসা বলেছেন: http://beyond3d.com/showthread.php?t=9912
এই লিংকটা পড়ে দেখবেন।
আসলে স্ট্রাকচারটা তো এক।
কিন্তু নাম কিন্তু অনেক,প্রায় ১০টা।
১১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
নতুন বলেছেন: সহমত @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বণা`
১২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮
নতুন বলেছেন: নিচের সব নাম কিন্তু কাব`ন ডাইঅক্সাইডের....>
Carbonic acid gas
Carbonic anhydride
Carbonic oxide
Carbon oxide
Carbon(IV) oxide
Dry ice (solid phase)
আমরা একটা নামেই চিনি... তেমনি পানিকেও আমরা পানি নামেই চিনি...
১৩| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: ভাল বলেছেন।
১৪| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নতুন,
ইয়েস। মজার ব্যাপার হচ্ছে একবার একটা মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন, সেইম কোয়েশ্চেন, H2O এর নাম কি। একটা অপশান, Dihydrogen monoxide। আরেকটা অপশান নান অব দি এবাভ। প্রোফেসরের এ্যান্সার ছিল নান অব দি এবাভ কারণ ওয়াটারকে ওয়াটারই বলে। সব স্টুডেন্টস এ্যান্সার দিল Dihydrogen monoxide। পরে অবশ্য প্রোফেসর বলেছিল যে মডার্ন কেমিস্ট্রিতে এখন এটা বললেও ওয়াটারকে ওয়াটারই বলা হয়।
আমি বুঝতে পারলাম না পোষ্টদাতা এই ব্যাপারটা নিয়ে এত ঘুরাচ্ছেন কেন। আপনি যে হাইড্রোজেন সালফাইড বললেন, সেটারও তো কত নাম, সেটা নিয়ে তো কিছু বলছেন না। সব কমপাউন্ডেরই একাধিক নাম আছে। আপনি দয়া করে মলিকিউলার কম্পাউন্ড, আইওনিক কম্পাউন্ড, অ্যাসিড ও বেস এর নামকরণের নিয়মগুলো শিখে নিন।
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ভাই কোথা থেকে পেয়েছেন? কোথা থেকে পাওয়া লাগবে কেনো ?
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
বিশ্বাস করি 1971-এ বলেছেন: হাইডোজেন অক্সাইড?