নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত সত্য আর ভালবাসার বিজয় হবেই।

আমি সাধারন মানুষ।অতি সাধারন একজন।

জাগতিক ভালবাসা

্নিজেকে নিজেকে নিয়ে নিজে কিছু লেখাটা নিতান্তই বোকামি।

জাগতিক ভালবাসা › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র রক্ষার শহীদ!!!!!!!!!

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২১



মানুষের অস্বাভাবিক মৃত্যুতে অবাক হওয়া আমাদের বাংলাদেশীদের মানায় না।



অস্বাভাবিকভাবে আমরা সবাই মারা যেতে পারি।



আমরা পুড়ে ছাই হতে পারি যে কোন সময়।



তবে যাহাই হোক না কেন,গনতন্ত্র কিন্তু রক্ষা করতে হবে!!!!!



এর আগে বিএনপি সরকার যখন ক্ষমতায় তখন ও গান পাউডার দিয়ে সম্ভবত ২১ জনকে মেরে ফেলা হয়েছিল।



আর এবার আওয়ামী লীগ যখন ক্ষমতায়,তখন পেট্রোল বোমায় প্রায় সমান সংখ্যক মানুষ মৃত্যুর পথে।কারন যতটুকু পুড়েছে একেক জনের শরীরের তাতে বাঁচার সম্ভাবনা ক্ষীন।



ক্ষমতার বদল হয় তবে ঘটনার বদল হয় না।



তবুও আমরা যা করব-



আমরা ভোট কেন্দ্রে গিয়ে এদেরই কাউকে ভোট দেব।



ফেসবুকে,ব্লগে আমরা এদের নিয়ে লড়াই করব।



আমরা এদেরকেই স্বাধীনতা রক্ষা কিংবা ধর্ম রক্ষার দায়িত্ব দেব।



আর এরা বংশপরম্পরায় স্বাধীনতা আর ধর্মরক্ষার দায়িত্ব নিয়ে আমাদের শোষণ করবে।



আর যুগে যুগে মানুষ হত্যা চলবেই।



নূর হোসেন

ডাঃ মিলন

গান পাউডার

পেট্রোল বোমা

ক্রমশ চলবে ......



বিদ্রঃ-বিশ্বজিতের মৃত্যুর পরে কেউ কেউ বলেছিলেন যুদ্ধপরাধীদের বিচারের আন্দোলনের শহীদ,এখন ও নিশ্চই কেউ কেউ পুড়ে মারা যাওয়া মানুষ গুলোকে গণতন্ত্র রক্ষার শহীদ বলবেন!!!!





জয় গণতন্ত্র,জয় দুই নেত্রী।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

জাগতিক ভালবাসা বলেছেন: বলাই বাহুল্য শহীদদের সংখ্যা বাড়ছেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.