নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একাকী বালক

একাকী বালক

ভীড়ের মাঝে একা

একাকী বালক › বিস্তারিত পোস্টঃ

আমি মদন / সহজ পৃথিবী এবং থ্রি জি

০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:২১

থ্রীজি নিয়ে কিছু কথা ও আমাদের ভবিষ্যৎ

আমি মদন / সহজ পৃথিবীর এই লেখার প্রেক্ষিতে আমার এই লেখা। তার প্রতি ব্যক্তিগত কেন আক্রোশ থেকে না। পক্ষে বিপক্ষে যুক্তি শুনতে চাচ্ছি।





ছোট বেলায় মাঠে ফুটবল খেলতাম খালি পায়ে আমরা। বলও খুব একটা ভাল ছিল না, মাঠও ছিল ছোট। কিন্তু তার পরও বুঝতাম আমাদের ভিতর বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। এক নতুন ছেলে পাড়ায় আসল। বিকালে খেলতে এসে বলল আজকে খেলবে না তার নাকি পায়ে ব্যাথা। তারপর শুরু করল বলা সে খুব ভাল খেলে কিন্তু বুট ছাড়া খেলতে পারে না। আমাদের মাঠও সাইজ মত নাই। সে কেমনে তার খেলা দেখাবে। অমুক পাড়ায় খুব ভাল মাঠ আছে, সবাই বুট পইড়া খেলে। তমুক পাড়ায় ৫ বছর আগেই ভাল মাঠ বানান হইছে। শুধু বুট না, সবাই জার্সি পইড়া খেলে। শুইনা তো আমরা টাসকি। শালায় কয় কি? আমরা ছডু পলাপান তো কিছুই জানি না। এ তো মহা জানেওলায়া। সবাই তার শিষ্য হইলাম। ওস্তাদ আমাগো পাড়ার মুরুব্বীগো ইচ্চ্ছামত গালি দিল। শালারা মাঠ বানায় দেয় না। বুট কিনা দেয় না। বুট আর মাঠ পাইলে দেখায় দিতাম খেলা কারে কয়। আমরা প্রথমে একটু গাই গুই করলাম, কইলাম ওস্তাদ আমাগো গরীব পাড়া। সবাই খাইতে পারে না, চিকিতসা পায় না। ওস্তাদ কয় আরে খাওয়া, চিকিতসা কি আবার। খেলাধুলা হল আসল। যাই হোক ওস্তাদ এমনে কইতেই লাগল। ওস্তাদের নাই নাই শুইনা অনেকে খেলা বাদ দিল যে অমুক পাড়াতে ৫ বছর আগে মাঠ হইছে। পাড়ুম না তাদের সাথে। অার খেইলা কি হইব। কিন্তু কেউ কেউ খেলা চালায় গেল তারা পরে ভালও করল। আমার অাফসোস কোনদিন ওস্তাদ তার খেলা দেখাইল না। খালি মুরুব্বীগো ইচ্চ্ছামত গালি দিল।





একসময় বঙ্গ দেশে কিছু লোকজন বলল সবাই কম্পিউটার জান। এর ভিতর টাকার খনি আছে। আমরা তাদের ওস্তাদ মানলাম। এস.এস.সি তে ম্যাথে ৫০ পাওয়া পলা যে কিনা ডিগ্রী পড়তেছে সেও অ্যাপটেক / জেনেটিকে ভর্তি হইল। বিদেশী কেম্পানীরা টাকা হাতায় নিয়া গেল। বের হইল কিছু টাই পড়া টাইপিস্ট। সরকার কইল হায় হায় টাকা তো সব বিদেশীরা নিয়া গেল আমরা কি পাইলাম। ওস্তাদেরা বলল মাল মাথা থেকে মাত্র কম্পিউতে ঢুকছে। এখনে দেশের কম্পিউ থেকে মাল অন্য দেশের কম্পিউতে ঢুকায় টাকা অানতে হইলে লাগব ফাইবার অপটিক। এইটা পাইলেই সব মুশকিল আসান। এক মহিলা মুরুব্বীরে চরম গালি গালাজ করা হল। তুই এই অপটিক আগে দেস নাই কেন আমাগো। আমরা মাল আজায়গা কুজায়গায় ঢালতেছি। অপটিক থাকলে জায়গামত মাল ঢাইলা কত টাকা আনতাম , আহারে। এর ভিতর পাপ্পানা ( দয়া করে কেউ প্রাইভেট / পাবলিক ক্যাচাল কইরেন না। এঅাইইউবি এর অনেকে ভাল কোডার ছিল এবং গুগলেও আছে জানি। ) এবং নাম না জানা অারও কিছু বালক যাদের ভিতর প্রকৃইতই মাল ছিল তারা বড়লোক পাড়া অ্যামেরিকা গিযা মাল ঢেলে বুট না পড়েই খেলা দেখায় দিল। যাগো প্রকুত মাল নাই পাড়ায় সিডির দোকান দিল অার মুরুব্বীগো গাইল দিল। বুট থাকলে খেলা দেখায় দিতাম।





ওস্তাদেরা এরপর মেডিক্যাল ট্রান্সকিপশন, কল সেন্টার নিয়া আসল। আবারও ভারতীয় কোম্পানী কল সেন্টার শিখাইতে আসল। কিন্তু এইবার বানরের মত আমরা আগে পিছেনে দিয়া কলার মাপ দিয়া তারপর মুখে নিব। তাই তাগো ফায়দা হইল না।



এখন থ্রি জি। বিদেশী কোম্পানীরে দিত হইব। দেশের মাল অাটকায় গ্যাছে নইলে।











তথ্য প্রযুক্তি অবকাঠামো ভাল হোক আমি চাই। যারা অাউটাসোসিং এর কাজ বুট, মাঠ ছাড়াই করে তাদের সালাম জানাই।











শুধু মাত্র তথ্য প্রযুক্তি না দেশের সব সেক্টরই পিছায় আছে। তাই বলে খালি নাই নাই করে হাত গুটায় বসে থাকলে চলবে না। যার যা আছে তাই নিয়া যুদ্ধ করতে হবে। এই লাইনে সবচেয়ে যেইটা বেশী লাগে তা হল মাথায় ভাল মাল থাকতে হয়। মাথায় ভাল মাল না থাকলে ব্যান্ডউইথ দিয়া লাভ নাই। পাপ্পানা ভাইরা কিছুই পায় নাই। ভিতরে আগুন ছিল। সেই আগুন দিয়াই জ্বালায় পুড়াই দিছে।



আপনার সবকিছুতেই " নাই নাই " পোষ্ট ভাল লাগে না। আপনার সব লেখা পড়ে আমি শিউর আপনি টৈলকো / তথ্য প্রযুক্তি কোন লাইনেরই লোক না।



বাচ্চাদের গণিত শিখাতে হবে, ফেসবুক না। আমি নিজে মোবাইল / ইন্টারনেটের এ্যাবইউজকে খুবই ভয় পাই। সামাজিক / অর্থনৌতিক এ্যাবইউজকে। ডি জুস আমলে অবস্থা দেখে আমি শিউরে উঠছিলাম।



আমরা সবকিছুর খারাপ দিকটা আগে নেই। ভারতীয় চ্যানেল দেখে পরকীয়া শিখি কিন্তু তাদের মত ইংরেজী জেনে কল সেন্টার দিতে পারি না।



যাই হোক আপনি মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারেন না।



অাবারও বলি ভিতরে আগুন থাকলে থ্রি জি লাগব না। এমনেই সব পুড়ান যাইব। নইলে উল্টা থ্রি জি র আগুন পুড়াইব। :)



মন্তব্য ৫৮ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৭

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: জোশিলা লেখা, ভিতরে আগুন থাকলে সব বাধার মধ্যেও যাদের দেখানোর তারা দেখায়ে দিবে

২| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৭

গুরু ভাই বলেছেন: কি বলতে চাইলেন সেটা ক্লিয়ার হলো না। :|

৩| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

সিউল রায়হান বলেছেন: ঐ মদন ইডিয়টটা ঢাবিকে নিয়ে ভীষণ আপত্তিকর একটা পোস্ট দিয়েছিল, নিজেকে আবার ঢাবি'র স্টুডেন্ট দাবী করে /:)

আপনার লিখা খুব ভাল লাগলো........ টু দ্য পয়েন্ট ফোকাস করেছেন অনেকটাই.... কল সেন্টার ফ্লপ যে করবে এটা আগেই জানা ছিল...

৪| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪১

সিউল রায়হান বলেছেন: @ গুরু ভাই (২ নাম্বার কমেন্ট):

পোস্টের মূল কথা এগুলি:

যার যা আছে(=সীমিত ক্যাপাসিটি/ফ্যাসিলিটি) তাই নিয়া যুদ্ধ করতে হবে। এই লাইনে (=কম্পিউটারের সফটওয়ার / আউটসোর্সিং) সবচেয়ে যেইটা বেশী লাগে তা হল মাথায় ভাল মাল থাকতে হয়। মাথায় ভাল মাল না থাকলে ব্যান্ডউইথ দিয়া লাভ নাই। পাপ্পানা ভাইরা (=বিজয় সফটওয়ারের কোডার) কিছুই পায় নাই। ভিতরে আগুন ছিল। সেই আগুন দিয়াই জ্বালায় পুড়াই দিছে(=ব্যাখ্যা প্রয়োজন নয় আশা করি)

৫| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫২

গুরু ভাই বলেছেন: সীমিত ক্যাপাসিটি/ফ্যাসিলিটির কথা আপনারাই কৈতাছেন, আবার নতুন প্রযুক্তি আসার ব্যাপারেও নিরুৎসাহ দেখাইতাছেন, এটা কেমন হয়ে গেল না।

আমি মদন ফদন কখন কি কৈল সেসব ঘাটায় হাত গন্ধ কৈরা তো লাভ নাই। আর আমি যদ্দুর জানি পাপ্পানা বুয়েটে পড়ত।

৬| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪

গুরু ভাই বলেছেন: সীমিত ক্যাপাসিটি/ফ্যাসিলিটির কথা আপনারাই কৈতাছেন, আবার নতুন প্রযুক্তি আসার ব্যাপারেও নিরুৎসাহ দেখাইতাছেন, এটা কেমন হয়ে গেল না।

আমি মদন ফদন কখন কি কৈল সেসব ঘাটায় হাত গন্ধ কৈরা তো লাভ নাই। আর আমি যদ্দুর জানি পাপ্পানা বুয়েটে পড়ত।

৭| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৭

মনে নাই বলেছেন: ঐ লোকটা আসলেই ১টা মাথা পাগলা, যা মনে আসে তাই বলে। আবার বলে কিনা ডঃ ইউনূসকে ব্লগে এসে ব্যাংকের আয়-ব্যয়ের পূংখানুপূংখ হিসেব দিয়ে যেতে হবে।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮

অদ্ভুত বলেছেন: হাই স্পিড ইন্টারনেটের অনেক দরকার আছে। দেখা যায় একসেট ভিডিও টিউটোরিয়ালের সাইজ ৪ গিগা। ১৪ কিলোবাইট/সেকেন্ডে নামাতে কইদিন লাগবে? তারপরও সবসময় কারেন্ট থাকেনা। হাই স্পীড নেট থাকলে আমি হয়তো এখন থেকেই কাজ শুরু করতে পারতাম। কিন্তু এখানেই কয়েকদিন পিছিয়ে গেলাম। বাইরের দুনিয়ার সাথে পাল্লা দিব কিভাবে? আউটসোর্সিং এ অনেক কাজের সাথে বড় ফাইল বা সার্ভার-সার্ভার ডেটা ট্রান্সফারের কাজ থাকে। শুধু কম স্পিডের নেটের কারনে আমরা সেগুলা করতে পারিনা। অনেকের মধ্যেই হয়তো আগুন ছিল কিন্তু প্রযুক্তির বাধার কারনে তা বিকশিত হতে পারে নি।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:২৩

বেঙ্গলেনসিস বলেছেন: ভালো লিখেছেন।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১:৪৮

poops বলেছেন:

১১| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৪

সন্ধ্যালোক বলেছেন: আমি মদন..................Perfect

১২| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৫

হা...হা...হা... বলেছেন: দারুন লেখা। কম কথায় অনেক অসাধারণ কথা বলেছেন। মদনরা চিরদিন মদন। তারা কোনদিন আপনার লেখা শানেনুযুল বুঝতে পারবে না। নাই নাই করেই তাদের জীবন শেষ হয়ে যাবে।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৭

সহজ পৃথিবী বলেছেন: বাংলাদেশে আনলিমিটেড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ৩০০ টাকা করা হউকঃ দৃষ্টি আকর্ষন প্রধানমন্ত্রী

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪০

নাআমি বলেছেন: সুন্দর লেখার স্টাইল.....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৮

একাকী বালক বলেছেন: ধন্যবাদ আপু।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৫

অস্থির পোলাপাইন বলেছেন: No bro we dont need 3G. There is no Impact of 3g :)

Yeap some of the motherfucker said that "why we need fibre optic at 1994" and we can see how much we step behind from todays online world !!

Maldives got 3G. Cause there are more talented people there than BD isnt it (I think you trying to say this).

"পাপ্পানা ভাইরা" yeah they are some maal. They showed their ability with limited capability this is what you said. Okay fine now think if they got proper facilities than what would be the result ? No doubt they could do something better than "BIJOY" or "AUVRO" ...

Some bullshit people driving our country and we know what they are capable to do. Now you guys are almost talking like them !!!

Please come towards to the generation. Do something for the country.

Sorry for English. I got some problem with my fucking browser.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯

একাকী বালক বলেছেন: উহু ৩ জি লাগবে না, ব্যাপারটা তা না। লাগবে। ৩জির জন্য ব্যবস্থাও করতে হবে আর বর্তমানে যা আছে তার সর্বোত্তম ব্যাবহার করতে হবে। শুধু গালিগালাজই করতে থাকলাম এই নাই সেই নাই কিন্তু নিজের স্কিল বাড়ালাম না তাহলে হবে না।


১৬| ১০ ই মার্চ, ২০১১ রাত ৩:২৪

স্বদেশ হাসনাইন বলেছেন: উত্তরটা ভিন্ন ভাবে দেই। ধরে নেই আমাদের মতো দরিদ্রঘরে জন্ম নেয়াটা পাপ। সরল উত্তরটাকে অদৃষ্টের একটা পরীক্ষা ভেবে নেই। একই ইস্কুলের সামনে গাড়ি থামে। আর বাবা ধরে নেই কুড়িটা টাকা দেয়। এটুকু দিয়ে যদি রিক্সা চড়ি তো দুপুরে খাবার যাবে না।

আমি ধরেই নিচ্ছি গাড়ি নাই বলে ক্লান্ত হই। আর একটা গাড়ি পেলে ভাল ফল করতাম। যে গাড়ি চড়ে আসে তার বাবা টিউটর রাখে। আমি যদি তেমন চামচে করে খাইয়ে দেয়া গৃহশিক্ষক পেতাম তো আমারও ভাল ফল হতো। অথচ আমি চাইলেই অঙ্কটা একটু বেশী সময় দিয়ে করতে পারতাম, অথবা পাশের ছাত্রের কাছে বুঝে নিতে। এখন "পড়ার কামরা নাই, গাড়ি নাই, টিউটর নাই - নাই নাই নাই" অজুহাতে দরিদ্র পিতাকে কষ্ট দেয়া শিখে যাবার পর আমি বেশ ভাল থাকি।

একদিন যদি বাবা ধার করে গৃহশিক্ষক নিয়োজিত করে, আমার স্বভাব নাও বদলাতে পারে। আমি ডাঙ্গুলি বা পড়শীর কন্যার সঙ্গে জানালায় বিভোর হয়ে ফের ফেল করতে পারি। বাবার পক্ষে কখনোই সব মেটানো যাবে না।

দেশটা মূলত দরিদ্র সংসারই। এক সময় শুনেছিলাম ভারতের মতো তথ্যপ্রযুক্তিবিদ বানিয়ে আউটসোর্সিং এর জোয়ার আসবে। ৬ বিলিয়ন ডলার যদিও খুব আহামরি কিছু না। তাও তো কত ট্যাক্স ফ্রী করে দিতে আবদার করছিল। বিলগেটসের মতো চেকশার্ট অনুকরণ করে তো বিলগেটস হয়ে যায় নি কেউ। আমাদের যেটা হয়েছে আউটসোর্সিং বিষয়টি বোঝার মতো পরিণত মানুষ হয়নি শুধুই হৈ চৈ হয়েছে। কথা প্রসঙ্গে শুনেছিলাম কম খরচে আউটসোর্সিং এর জন্য কোলকাতায় একটা কোম্পানী কাজ পেয়েছিল। ভারতের সর্বত্র ইন্টারনেটে এক রকম ব্যাণ্ডউইথ নেই। তারা কিন্তু কাজটা ছাড়ে নি। মার্কিন কাস্টমারদের বোঝাতে পেরেছিল যে কার্গোতে কাগজ পাঠিয়ে দিলে এক সপ্তাহের মধ্যে এন্ট্রি করা ডেটা টেপে লিখে পাঠিয়ে দেবে। বাণিজ্য করার জন্য যদি সত্যিই ডেডিকেশন থাকে তবে অনেক ভাবেই সমাধান হতে পারে। ত্রিজি বা ওয়াইম্যাক্স একেবারেই সেকেণ্ডারী। একটা জিনিস অভিযোগ যারা ভালবাসে তারা ভুলেই যায় - প্রথমে ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুত করে পরে ব্যবসা আসে এটা কখনই ঠিক নয়। গার্মেন্টস ব্যবসার দিকে তাকিয়ে দেখুন। সেখানে দেশের প্রতিকূল ব্যবস্থাতে সেখানে ব্যবসা গড়ে উঠেছে। এখন ব্যাকওয়ার্ড লিংকেজ দাড়িয়ে গেছে, আর বিশ্বের সঙ্গে পাল্লা দেবার মতো ইনফ্রাস্টাকচার দাঁড়িয়ে গেছে ব্যবসায়ের প্রয়োজনে।

আমাদের যে ব্যাণ্ডউইডথ আছে তার অনেকটাই পড়ে আছে। কুটির শিল্পের মতো ঘরে বসে ছেলেরা টুকটাক কাজ করলেও তা দিয়ে তেমন কোন লাভই সরকারের হয় নি। ফেসবুকের ব্যবহারকারীদের সোশ্যাল নেটে দেশ পাল্টানোর রোম্যান্টিসিজম বেড়েছে। গৃহবধুরা ছবি শেয়ার করছে আত্মীয়দের সঙ্গে। খারাপ করে বললে পর্নোগ্রাফির সাইবার ক্যাফে তাতে ভালই ছড়িয়েছে। কিন্তু তাতে আইটির মাথাদের কাছে দেশ পেয়েছে অশ্বডিম্ব।

হতাশাবাদীরা অবশ্য এখন সুর তুলছে যে অনেক দেরী হয়ে গেছে আমাদের। আউটসোর্ট আর লাভজনক নয়- ঘটনা কিন্তু তা নয়। ব্রাজিল ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে ঢুকছে। আইটির কাজও তো বেড়েছে দেশে দেশে। যারা সত্যিকারের ব্যবসা তুলে আনতে জানে তারা মাইস্পেসের রাজত্বের অনেক পরেও ফেসবুকের ব্যবসাকে ঠিকই জনপ্রিয় করতে জানে। একসময় তো সবাই বলতো মাইক্রোসফট সব খেয়েছে। এখন বলছে গুগল। সম্পূর্ণ একমত যে নতুন টেকনোলজিই কিন্তু যথেষ্ট নয়। আর টেকনোলজি দিতে পারিনি বলেই আমাদের দুর্দশা এটা শুনতে দরিদ্র পিতার কাছে "নেই নেই" অভিযোগের মতো শোনায়।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য




১১ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫০

একাকী বালক বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
থ্রি জি প্রযুক্তি বাংলাদেশে চালু করা উচিত। শ্রীলঙ্কায় ২০০৭ সালেই এটা চালু হয়েছে।

১৮| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫১

ছোট ভাই বলেছেন: সুন্দর পোস্ট।

১৮ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৪

একাকী বালক বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৭ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৯

মাহফুজ মেহেদী বলেছেন: ভালো লাগলো ।

২০| ০৭ ই মে, ২০১১ বিকাল ৫:০৮

সাইমনরকস বলেছেন: সুন্দর পোস্ট ;) । ভাল লাগল B-) । ধন্যবাদ :)

২১| ০৭ ই মে, ২০১১ বিকাল ৫:০৯

সাইমনরকস বলেছেন: সুন্দর পোস্ট ;) । ভাল লাগল B-) । ধন্যবাদ :)

২২| ১৫ ই মে, ২০১১ রাত ৮:৪৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হা হা দারুন লিখেছেন।

২৩| ৩১ শে মে, ২০১১ সকাল ১০:৫৮

সেইফি ভূইঁয়া বলেছেন: আমরা সবকিছুর খারাপ দিকটা আগে নেই। ভারতীয় চ্যানেল দেখে পরকীয়া শিখি কিন্তু তাদের মত ইংরেজী জেনে কল সেন্টার দিতে পারি না দারুন পোষ্ট।থাম্বস আপ দিছি।

২৪| ১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০৭

জিসান শা ইকরাম বলেছেন: আগুন পোস্ট।:)+

১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৩

একাকী বালক বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২৫| ১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৪

জাহিদুল হাসান বলেছেন: কিছু ছাগল-পাগল আছে ডাটা/প্যাকেট ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশনের কিছু না বুঝাই ফালপারে। পোষ্টে প্লাস।

১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৪

একাকী বালক বলেছেন: ধন্যবাদ। :)

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৬

তিথির অনুভূতি বলেছেন: হিহি

২৭| ৩১ শে মে, ২০১২ রাত ৮:১৩

শায়মা বলেছেন: :)

২৮| ১৫ ই জুন, ২০১২ রাত ৮:৩৩

জুন বলেছেন: ভাই একাকি বালক আমি ঝগড়া ঝাটি পছন্দ করি না। কিন্ত একটি ব্যাপারে আপনার সাথে একমত না হয়ে পারলাম না। সেটা হলো দশ বাড়ী আর প্রশান্তির নীড় নিয়ে :| আমাদের এলাকায় এক ভদ্রলোক ব্যাংকার ছিল। উনি শুনেছিলাম পাকিস্তান আমল থেকে বাড়ি গাড়ীর মালিক ছিলেন। কিন্ত এক পীরের আদেশে সব বিক্রি করে তার মুরিদ হয়ে বসে রইলেন। ৬/৭ টা ছেলেমেয়ে ছিল কারো কোনো পড়াশোনা র খবর ই রাখলো না। শেষ পর্যন্ত তার এক ছেলে মাদকাসক্ত আর এক ছেলে রেন্ট এ কার এর ড্রাইভার। আমার ই আত্নীয়র বিয়েতে তাকে মাইক্রোবাস চালাতে দেখে আমি আর একটা কথাও বলতে পারিনি। সে কি প্রশান্তিতে ছিলো বুঝতে পারলাম না।
আর সামান্যতে আমাদের আশা আকাংখার সমাপ্তি দেখে হতাশ হই। আর আমার পরিচিত জনের বেশীরভাগ মানুষের ই দেখি সামান্য উচ্চাকাংখা নিয়ে প্রবল পরিতৃপ্তি। চারটে ডাল ভাত খেয়ে কাথা মুড়ি দিয়ে ঘুমাতে পারলে আর কিছু চায় না।
বড় এবং আপনার এই পোষ্ট বহির্ভুত মন্তব্যের জন্য দুঃখিত।

১৬ ই জুন, ২০১২ রাত ১২:১৫

একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন? আপনার মত সিনিয়র এবং ফেমাস ব্লগারকে আমার ব্লগে আসতে দেখে ভাল লাগল। ভাল থাকবেন। আমি তো লেথতে পারি না। তাই খালি কমেন্ট করি। আর ঝগড়া বিবাদও ভালই লাগাই। তবে কারও নিক মরে রাখি না আর। :)

২৯| ২২ শে জুন, ২০১২ সকাল ১১:১১

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: এই পোস্ট এতদিনে দেখলাম!! :|

২২ শে জুন, ২০১২ বিকাল ৫:০০

একাকী বালক বলেছেন: ভাই আমি তো কোন পোষ্টই দেই না। খালি কমেন্ট করি। :)

৩০| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৪০

কবীর হুমায়ূন বলেছেন:

৩১| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:১০

সাহাদাত উদরাজী বলেছেন: থ্রীজি চলে আসুক তাড়াতাড়ি। আমরা আর কত কাল বাচুম, দেখে যাই!

২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৪

একাকী বালক বলেছেন: নেক্সট মাস আসতেছে ভাই। :) এমনকি আইসা পড়ছে আসলে।

৩২| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:১২

এজিয়ান বলেছেন: 3G দিয়া আর কি হবে ?

4G ( ওয়াইম্যাক্স ) দিয়া যেই *ালের স্পিড পাইতাছি X((

৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

হাবিব০৪২০০২ বলেছেন: আমরা সবকিছুর খারাপ দিকটা আগে নেই... অতি সত্য কথা, কেউ দ্বিমত করতারব না

৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

হাবিব০৪২০০২ বলেছেন: বিশ্ববিদ্যালয়ের যারা cisco course সম্পন্ন করা প্রথমদিকের ছাত্র
ছিল আজ তারা প্রায় সবাই আমেরিকাতে সেটেল। শাঃবিঃ ১২ জনের ১১জনই প্রবাসী

৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর পোষ্ট....

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

কালোপরী বলেছেন: আমিও লুল ফেলতে আসলাম :P :P ;)

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৩

একাকী বালক বলেছেন: আমার ৪ বছরের ব্লগীয় জীবন ধন্য হয়ে গেল। :#>

৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩

কালোপরী বলেছেন: :) :)

২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০০

একাকী বালক বলেছেন: অফিস ফাকি মারছি আজকে। সারা বছরে ছুটি নিছি মাত্র ৩ দিন। অনেক ছুটি পড়ে আছে, তাই ফাকি দিলাম। সব পোষ্ট মুছে দিছেন কেন?

৩৮| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৫

আদৃতা হাসান বলেছেন: বর্তমানে যা আছে তার সর্বোত্তম ব্যবহার করতে হবে।
পোস্ট ভাল লাগলো ++

৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: সারাজীবন কি একটা লেখাই রেখে দেবে ভাইয়া?

৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

হাছুইন্যা বলেছেন: ++

৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

আদম_ বলেছেন: এদ্দিন কই আছলেন বাদার। লগে থাইকেন। আগুন পোস্ট একখান। সুন্দুর লাগলো। বৃশ্চিকরা একাই হয়। ভিড়ের মাঝেও একা.........

৪২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

শেরজা তপন বলেছেন: সহমত -ভাল লিখেছেন।

৪৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:

উররে ! এতো আগের পোস্ট ! আমিতো ২০১৩-র মনে করে ভাবলাম সাম্প্রতিক কি ঘটলো যা চোখ এড়িয়ে গেল !

তবে শেষের কথাটা পছন্দ হইছে ।
ভিতরে আগুন থাকলে থ্রি জি লাগব না। এমনেই সব পুড়ান যাইব। নইলে উল্টা থ্রি জি র আগুন পুড়াইব

নতুন পোস্ট দিচ্ছেন না যে !

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

একাকী বালক বলেছেন: আপু, সবাই পোষ্ট দিলে কমেন্ট করবে কে? আমার মত কিছু লোক থাকা ভাল, যারা খালি পড়বে আর কমেন্ট করবে।

৪৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:২৩

আরজু পনি বলেছেন:

আচ্ছা, তবে একজন নিয়মিত কমেন্টার পেলাম বোধ'য় :P

৪৫| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৮

শেরজা তপন বলেছেন: একাকী বালক' একাকীত্ব কি ঘুচেছে? আপনাদের ছাড়া ব্লগে বড় নীরস লাগে

৪৬| ২১ শে মে, ২০২১ বিকাল ৩:০১

বিজন রয় বলেছেন: একটি পোস্ট রেখে উধাও একাকী বালক।

কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.