নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Island in the Stream

লোনার

When men cease to believe in God, they do not thereafter believe in nothing, they then become capable of believing anything. - G.K. Chesterton

লোনার › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘুদের একজন হতে চাওয়া ......

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৭

একদিন হযরত উমর রা. বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাজারে যখন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন শুনতে পেলেন সেই ব্যক্তি দো'আ করছে -

'হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।'

হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন - 'তুমি এই দো'আ কোথা থেকে শিখেছো?'

উত্তরে সেই ব্যক্তি বললো- 'আল্লাহর কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলেছেন,

"এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।"(৩৪:১৩)

উত্তর শুনে হযরত উমর রা. কাঁদতে লাগলেন, এবং নিজেকে উপদেশ দিতে লাগলেন - 'হে উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী।' সাথে তিনিও দো'আ করতে লাগলেন-

'হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও।'

আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ ছেড়ে দিতে বলি, তখন সেই ব্যক্তি বলে - 'এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, শুধু আমিই একা নই'।

এখন যদি আমরা কোরআনে 'অধিকাংশ ব্যক্তি' বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো -

"অধিকাংশ ব্যক্তিই তা জানে না।" (৭:১৮৭)

"অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না।" (২:২৪৩)

"অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না।" (১১:১৭)

"তোমাদের অধিকাংশই অবাধ্য।" (৫:৫৯)

"তাদের অধিকাংশই মূর্খ।" (৬:১১১)

"তাদের অধিকাংশই সত্য জানে না।" (২১:২৪)

"তাদের অধিকাংশই বুঝে না।" (৪৯:৪)

"অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছ, তারা শোনে না।" (৪১:৫)

তারপর আমরা যদি 'অল্পসংখ্যক' লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-

"আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।" (৩৪:১৩)

"অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো।" (১১:৪০)

"একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে।" (৫৬:১৩-১৪)

তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই। এবং ভয় ভীতি ও দ্বিধা সংকোচ ছেড়ে দেই যে, আমিই শুধু এই পথে। আল্লাহ আমাদের তাঁর অল্পসংখ্যক লোকদের দলে শামিল করুন। আমীন।

- সংগৃহীত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৯

লাতিনো বলেছেন: খুব চমৎকার বিষয় তুলে ধরেছেন। আসলে সংখ্যাগরুরাই সবসময় সমস্যায় থাকে।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৩

লোনার বলেছেন: ধন্যবাদ!

২| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: এসব বানোয়াট গল্প। তাছাড়া এসব কথার কোনো ভিত্তি নেই। মূল্যহীন কথা বার্তা। এসব কথায় জীবন চলে না। এসব কথা জীবনে চলার পথে কোনো কাজেও লাগে না।

২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১১

লোনার বলেছেন: এগুলো সব কুর'আনের আয়াত - আপনি বুঝেছেন? কিন্তু আমি তো এতদিন আপনাকে বিশ্বাসী মনে করতাম.....

৩| ১৮ ই মে, ২০২১ রাত ৮:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোরআনে যাদের সংখ্যালঘু বলা হয়েছে এরাই সঠিক পথে আছে। আমাদেরও ঐ ব্যক্তি ও ওমার (রা) এর মত দোয়া করা উচিত।

০৯ ই জুন, ২০২১ রাত ৯:২০

লোনার বলেছেন: সহমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.