![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. সব সখীরে পার করিতে (ছবির নাম: সুজনসখী)
সূধী পাঠক, প্রথমেই আপনাদের জন্য থাকছে
বাংলা ছবির সে যুগের সবচেয়ে চপল রোমান্টিক
গানটি। একেবারেই ব্যক্তিগত মত, সুজনসখী ছবির এ
গানটাকে আমার জগতের সেরা রোমান্টিক গান
মনে হয়। কেন মনে হয়, ব্যাখ্যা করতে পারবোনা,
তবে মনে হয়।
এটার তিনটা ভার্সন ইউটিউবে পাওয়া যাবে
প্রথমে মূল ভার্সনে, অভিনয়ে ফারুক /কবরী, এরপর
আধুনিক ভার্সনে অভিনয়ে সালমান শাহ/শাবনূর
এবং শেষে অত্যাধুনিক ভার্সনে আসবেন চঞ্চল/
চাঁদনী। তাহলে দেখা যাক, একটানে "সব
সখীরে" গানটির তিন প্রজন্মের পরিবেশনা।
কথা:
সব সখীরে পার করিতে নেবো আনায় আনা
তোমার বেলা নেবো সখী তোমার কানের
সোনা,
সখীগো,
আমি প্রেমের ঘাটের মাঝি,
তোমার বেলা পয়সা নেবোনা।
ও সুজন সখীরে,
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই,
মনের বদল মন দিতে হয়।
প্রেমের কথা জানিনা,
মনের বদল বুঝিনা,
পানের কড়ি লইবা যদি লও।
থাকো সখী ঋণী থাকো, কড়ি লবোনা।
....................
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
২. সামাল সামাল সামাল সাথী (ছবির নাম: গাঁয়ের
ছেলে)
তিন প্রজন্মের গাওয়া "সব সখীরে" গানটির পর
এখন আসছি আরেকটি চপল রোমান্টিক গান নিয়ে।
যদিও অনেকের জন্য একটু শ্লীলতাহানির
অভিযোগ আনার উপায় আছে, তারপরও চমৎকার
হিউমার আছে গানটায়।
কথা:
সামাল সামাল সামাল সাথী
ধীরে ধীরে চলরে
উঁচা-নিচা!
উঁচা-নিচা ছাইড়া ও তুই সোজা পথে চল
সওয়ারীর গতর নরম;
হোওওওও, সওয়ারীর মেজাজ গরম!
কত তোরে দিলাম টেরনিং তবু শিখলিনা
এত বড় হইলি ডাঙগর মানুষ চিনলিনা
বড় নরম গায়ে ফুলের আঘাত কি আর সয়রে?
উচা, নিচা!!
সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয়,
তোর কারণে সে যে আমায় তিতা কথা কয়।
ঘরের মানুষ হইলে না হয় এমন কথা সয়রে!
উচা, নিচা!!
...................
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
৩. শোনো গো, রূপসী, ললনা! (ছবির নাম: ?)
তৃতীয় গানটি রাজ্জাক ববিতার অভিনয়ে
চিত্রায়িত। ছায়াছন্দ বললে এককালে এগানটা
ছিলো মাস্ট শো! ববিতার কিছু ভক্ত কেনো
এখনো মুখ শুকনো করে বলে "সেরকম আর দেখলাম
কই!", সেটার কারণও এই গানের ভিডিওতে
পরিস্কার হয়ে যাবে।
গানের কথা? প্রত্যেক বিবাহিত পুরুষের মনের
কথা।
কথা:
শোনো গো, রূপসী, ললনা,
আমাকে যখন তখন মন্দ বলা চলবেনা।
আমি কার খাই না পরি,
না কারো চাকরি করি,
আমাকে কথায় কথায় চোখ রাঙানো চলবেনা।
শোনো গো রূপসী ললনা,
আমাকে যখন তখন চোখ রাঙানো চলবেনা।
কি হবে খ্যামটা নেচে, ঘোমটা দিয়ে মুখ
লুকিয়ে
কি হবে ঠোঁট বাকানো, গাল ফুলোনো রাগ
দেখিয়ে
আমি কারও ধার না ধারি,
না কারো পরোয়া করি,
তোমার ঐ নিঠুর শাসন চক্ষু বুজে সইবোনা।
...........................
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
৪. যাও মোরে কান্দাইয়া (ছবির নাম: ?)
হালকা চালের রোমান্টিক গানগুলোর পর এখন
আসি খানিকটা বিরহমিশ্রিত পরিবেশনায়। সেসময়
ছায়াছন্দ বা অনুরোধের আসর মানেই অসামান্য
গায়ক খুরশীদ আলমের নাম শোনা যেতই একসময়।
অসাধারন সব গান গেয়েছেন তিনি। যে গানটি
কখনও হারিয়ে যাবেনা, "যাও মোরে কান্দাইয়া"
--
কথা:
ও তুমি আরেকবার আসিয়া,
যাও মোরে কান্দাইয়া, তুমি, আরেকবার আসিয়া।
আমি মনের সুখে একবার কানতে চাই।
না পরিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে,
না পারিলাম পিরীতির ঐ সোনার পাখি ধরতে।
আমার সারা দেহে দারূণ খরা,
চোখের পানি চোখে নাই।
আরেকবার আসিয়া,
যাও মোরে কান্দাইয়া, তুমি, আরেকবার আসিয়া।
আমি মনের সুখে একবার কানতে চাই।
..................................
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
৫. তুমি বলে ডাকলে (ছবির নাম: স্বামীর সোহাগ)
বুলবুল আহমেদ আর কবরীর অভিনয়ে আরেকটি
মিষ্টি রোমান্টিক গান, খুরশীদ আলমের গাওয়া
আরেকটি মাস্টারপীস দেখবেন এবার -- তুমি
বলে ডাকলে
কথা:
তুমিঈঈঈঈ
তুমি বলে ডাকলে, বড়ো মধুর লাগে
আজ থেকে আর আপনি, বলে ডেকোনা, আমাকে,
আমাকে,
তুমি বলে ডাকলে, বড় মধুর লাগে।
এই মিলনের ক্ষণ ছোটছোট,
ঐ বিরহের রাত বড়ো বড়ো।
হাতে হাতে রেখে চলো চলে যাই,
ঐ ঘরমুখো মনটাকে ছাড়ো!
ছেড়োনা,
আমাকে, আমাকে।
তুমি বলে ডাকলে, বড়ো মধুর লাগে।
...........................
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
৬. সে যে কেনো এলোনা (ছবির নাম: রংবাজ)
রংবাজ ছবিটিতে সেই মিষ্টি চেহারার
সারল্যপূর্ণ কবরীকে মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, এবার
আপনাদের সামনে নিয়ে আসছি সেই কালজয়ী
গানটিকে -- সে যে কেন এলোনা। যে কেউ
এগানটি শুনলে স্মৃতিকাতর হবেই, সেসব দিনের
গানগুলোর মধ্যে এখনও এগানটিই সবচেয়ে বেশী
আলোচনায় আসে।
কথা:
(দূর ছাই! কখন যে আসবে!
একটুও ভালো লাগছেনা ...আচ্ছা মজা দেখাবো)
সে যে কেনো এলোনা,
কিছু ভালো লাগেনা,
এবার আসুক তারে আমি মজা দেখাবো,
এই ফুলের মালা আমি কারে পরাবো?
যদি ফুলগুলো হায়,অভিমানে ঝরে যায়,
আমি মালা গেঁথে বলো কারে পরাবো?
প্রজাপতি উড়ে গিয়ে বলনা,
আমি নই তার হাতের খেলনা --
সে যে যখন তখন
মোরে করে জ্বালাতন
.........................
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
৭. আমার সারা দেহ খেয়োগো মাটি (ছবির নাম:
নয়নের আলো)
এবার দেখবেন আরেকটি বিরহমিশ্রিত গান। খুব করুণ
একটা গান, সেসময় আমরা যতবার দেখতাম ততবার
কাঁদতাম। গানটির কথাগুলোও যেরকম চমৎকার, এন্ড্রু
কিশোরের উদার গলাও সেরকমভাবে একে
স্মরণীয় করে রাখবে।
কথা:
আমার সারা দেহ খেয়োগো
মাটি,হোওওওওওওওওও,
এই চোখদুটো মাটি খেওনা-
আমি মরে গেলেও তারে দেখার সাধ, মিটবেনা
গো মিটবেনা।
তারে এক জনমে ভালোবেসে,ভরবেনা মন
ভরবেনা।
ওরে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি
তারে,
যেন না পারে সে যেতে আমায় কোনদিনও
ছেড়ে
আমি, এই জগতে তারে ছাড়া, থাকবোনা কো
থাকবোনা।
তারে এক জনমে ভালোবেসে,ভরবেনা মন
ভরবেনা।
....................
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
৮. ওরে নীল দরিয়া (ছবির নাম : সারেঙ বৌ)
কিছু কিছু শিল্পীর জন্য একটা গানই যথেষ্ট,
সারাজীবন আর কিছু না গাইলেও তাঁর অবস্থানের
পরিবর্তন হয়না। আবদুল জব্বার এই একটি গান দিয়ে
সারাজীবন বেঁচে থাকবে
কথা:
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে,
কান্দে রইয়া রইয়া।
ওরে নীল দরিয়া।
কাছের মানুষ দূরে থুইয়া,
মরি আমি ধড়ফড়াইয়া রে।
দারুন জ্বালা দিবানিশি
অন্তরে, অন্তরে।
আমার এত সাধের মন বধুয়া হায়রে,
কি জানি কি করে।
ওরে, সাম্পানের নাইয়া,
আমায় দে রে দে ভিড়াইয়া,
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে,
কান্দে রইয়া রইয়া।
হইয়া আমি দেশান্তরী,
দেশবিদেশে ভিড়াই তরী, রে,
নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে
আমার মনের নঙর পইড়া থাকে,
সারেঙ বাড়ীর ঘাটে।
এই না পথ ধইরা,
আমি কতো যে গেছি চইলা,
একলা ঘরে মন বধুয়া হায়রে,
আছে পথ চাইয়া।
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
৯. হীরামতি, হীরামতি, ও, হীরামতি (ছবির নাম:
সারেঙ বৌ)
সারেঙ বৌ ছবির আরেকটি গান এবার আসছে,
"হীরামতি হীরামতি"। একদম অন্য ধরনের ঢঙয়ের
একটা গান, গানের মাঝে মাঝে তাল বদল করে
ঘটনার চিত্রায়ণ হয়েছে। গানটার সারল্যই এর
সবচেয়ে বড় সৌন্দর্য্য।
কথা:
হীরামতি হীরামতি ও হীরামতি
আমি যামু সুধারাম কন্যামতি
তোমার লাইগা আনমু কী?
পুঁতির মালা পরবে কি?
(কি বেহায়া গো!)
পুঁতির মালা কালা সুতায় লাল,
পুঁতির মালা ধলা সুতায় নীল।
পুঁতির মালা গুলবদনি ঝিলিক!!
(মুখের শরম, চোখের লাজ -- কিচ্ছু নাই!)..
বড় গাঙে নাও ভাসিয়ে
ঘীন জলে ডুবাল দিয়ে
আমি যামু সুধারাম কন্যামতি ...
গানগুলো এখনো পাওয়া যাবে ইউটিউবে চোখ বুলালেই...
....সমাপ্ত ......
©somewhere in net ltd.