![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
arms have been submitted but not the training.......
মাসিক ঋতুচক্রের মাঝামাঝি (অর্থাৎ ১৪ দিনের মাথায়) লুটিনাইজিং হরমোন (LH) ক্ষরণের ৩৬-৩৮ ঘন্টার মধ্যে ডিম্বকোষ (Ovum) নির্গত হয়। এই বেরুনর পর ডিম্বকোষ যদি ৩৬ ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে। তবে ডিম্বকোষটি জীবিত থাকে আরো প্রায় ৩৬ ঘন্টা অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট ৭২ ঘন্টা বা তিনদিন। অন্যদিকে যৌনমিলনের পর জরায়ু তথা ডিম্বনালীতে প্রবেশের পর শুক্রকোষও (spermatorza) জীবিত থাকতে পারে সর্বাধিক ৭২ ঘন্টা। তাই ২৮ দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় ১২০ ঘন্টা (৫দিন) হচ্ছে উর্বর সময়,–এই সময় যৌনমিলন হলে সন্তানের জন্ম হতে পারে। মোটামুটি মাসিকের ১৪ দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিয়ে তার ২-৩ দিন আগে ও ২-৩ দিন পরে হচ্ছে এই উর্বর সময়।
তবে যারা সন্তান নিতে চান না, তাদের এটিও জেনে রাখা দরকার যে, এই ডিম্বকোষের নির্গমনের (ovalution) দিনটি প্রচণ্ড পালটায়। তাই এর সঙ্গে আগে ও পরে আরো দু’একদিন যোগ করা ভাল।
তবু মাসিক ঋতুচক্রের ৯ম দিনের আগের ও ২০শ দিনের পরেকার সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায়। এই সময় যৌনমিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্বাবনা থাকে না, কারণ এই সময় ডিম্বকোষ বেরোয়ই না।
কিন্তু বিরল হলেও এটিও দেখা গেছে যে, মাসিক চক্রের যে কোনওদিন (তথাকথিত ঐ নিরাপদ সময়ের দিনগুলিসহ) মাত্র একবারের যৌনমিলনেও নারী গর্ভবতী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেত্রের মাসিক চক্রের যে কোন সময়ই ডিম্বকোষ বেরুতে পারে। তাই এই হিসাবে তথাকথিত নিরাপদ সময় বলে কিছু নেই। তবে এটি নেহাৎই ব্যতিক্রম।
সাধারণভাবে ৯ম দিনের আগে ও ২০শ দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং ৯ম-২০শ দিনের মধ্যকার সময়টিকে উর্বর সময় হিসাবে ধরা যায়, আর এর মধ্যেও দ্বাদশ থেকে ষোড়শ (মতান্তরে ১৩ম থেকে ১৭ম) দিনটি উর্বরতম সময়।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৩
রিমন রনবীর বলেছেন: :!> :!> :!> :!> আমি এইসব বুঝিনা:!> :!> :!> :!>
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৫
হতাশা বলেছেন: @রিমন রনবীর apner bujer time hoi nai
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩
বিডি আমিনুর বলেছেন: আমিও বুঝিনা :`>
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
রবিন.হুড বলেছেন: কোন দিন থেকে দিন গননা করে ৯ম ও ২০ তম দিন হিসাব করেছেন একটু বিস্তারিত আলোচনা করবেন।
১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬
তারিক ইমরান বলেছেন: ৯ম ও ২০ তম দিন হিসাব করা হয়েছে- মাসিক ঋতুচক্রের প্রথম দিন থেকে, অর্থাৎ রক্তপাত আরম্ভ হবার দিন থেকে।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাঁচতে হলে জানতে হবে।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪
রিমন রনবীর বলেছেন: @হতাশা
আপনে তো আমাকে আরো হতাশ করে দিলেন। কবে যে বুঝব
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৬
অলটাইমবিডি.কম বলেছেন: TongiNews.com giving you 40% discount offer.
Top Level domain name Only = 600/- Yearly
1GB USA Hosting only 1200/- Yearly*
Domain + 25MB hosting = 750/- Yearly
Domain+5GB Hosting = 4500/- Yearly
Domain+Unlimited Hosting = 6000/- Yearly
Domain + 50MB Hosting + 3page Design = 2500/- Yearly
http://www.tonginews.com/