নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

strange stranger

some health tips with informaions about human being.

তারিক ইমরান

arms have been submitted but not the training.......

তারিক ইমরান › বিস্তারিত পোস্টঃ

কান চুলকানো

০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

কিছুদিন ধরে কটনবাড খুব প্রিয় হয়ে উঠেছে আপনার। কোন ড্রয়ারে, কোথায় রাখা আছে, ভালোই জানা হয়ে গেছে। কারণ, কান চুলকায়। এমনটি হয় অনেকেরই। অসুখটির নাম অটোমাইকোসিস।



কেন হয়

 রোগটা সেসব দেশেই বেশি হয়, যেখানকার আবহাওয়া উষ্ণ ও আর্দ্র। যেমন—বাংলাদেশ।

 রোগটা তাঁদেরই ভেতর বেশি হয়, যাঁরা কোনো কারণবশত দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক সেবন করছেন।

 যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত অথবা যাঁদের রয়েছে রোগপ্রতিরোধ ক্ষমতার অভাব।



কারা দায়ী

চুলকানি হয় ছত্রাকজাতীয় জীবাণু থেকে। এরা হচ্ছে উদ্ভিদ। দেহের অন্যত্র এটি থেকে দাদসহ নানা রোগ হয়। এদের মধ্যে অ্যাসপারজিলাস নাইজার দায়ী ৮০ থেকে ৯০ শতাংশ এবং ক্যানডিডা অ্যালবিকানস দায়ী ১০ থেকে ২০ শতাংশ ক্ষেত্রে। এ ছাড়া ডারমাটোফাইট ও একটিনোমাইসেসের মাধ্যমেও কখনো কখনো রোগটি হতে পারে।



উপসর্গ

 কান বন্ধ হয়ে আছে—এমন উপলব্ধি;

 কানে অস্বস্তি;

 কান থেকে ধূসর, সবুজ, হলুদ বা সাদা রঙের নিঃসরণ বেরিয়ে আসতে পারে;

 জমা হতে পারে ভেজা খবরের কাগজের মতো ময়লা।



চিকিৎসা

 কানের ময়লা পরিষ্কার করে ফেলতে হবে।

 ছত্রাকবিনাশী ওষুধ ব্যবহার করতে হবে। যেমন—

নাইস্টাটিন ক্রিম, ক্লোট্রিমাজল, ইকোনাজল ও জেনশিয়ান ভায়োলেট।

ওষুধগুলোর সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে হাইড্রোকর্টিসন যুক্ত থাকলে তা ড্রাগের প্রতি টিস্যুর অতিসংবেদনশীলতা রোধ করে এবং কানে জ্বালা করার ভয় কমায়। ক্রিম বা ফোঁটা আকারে এগুলো ব্যবহার করা যায়। দুই সপ্তাহ ধরে ব্যবহার করলে রোগটি ফিরে আসার আশঙ্কা কমে যায়।

 অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ।

এ ছাড়া কানে যদি ব্যথা শুরু হয়, তা হলে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসাও করণীয় হয়ে পড়ে।

খুব সতর্কতার সঙ্গে মোকাবিলা না করলে কানের পর্দায় অনাকাঙ্ক্ষিত ক্ষতি হয়ে যেতে পারে। অটোমাইকোসিস রোগটি বহিঃকর্ণের। কিন্তু কানপাকা রোগীদের অর্থাৎ, মধ্যকর্ণের প্রদাহের কারণে যাদের কানের পর্দায় ছিদ্র থাকে, তাদের কানেও মিশ্র সংক্রমণ হতে পারে।



প্রতিরোধ

 চাই সাধারণ স্বাস্থ্যকুশলতা উন্নয়নের প্রয়াস এবং ভিটামিন ও পুষ্টির মান বাড়ানো;

 মাঝেমধ্যে রক্তে গ্লুকোজের মাত্রা দেখে নেওয়া;

 ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখা;

 নিরুৎসাহিত করা চাই কান চুলকানোয় দেশলাইয়ের কাঠি, মোড়ানো রুমাল, মুরগির পালক, চাবি ও কটনবাডের ব্যবহার।



মিরাজ আহমেদ

নাক, কান ও গলা বিশেষজ্ঞ, মিটফোর্ড হাসপাতাল

সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৭, ২০১২

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

মোঃমোজাম হক বলেছেন: কপিপেষ্ট হলেও জনস্বার্থ বিবেচনা করে ধন্যবাদ :) :)

আমারও মাঝে মধ্যে কান চুলকায়,বিস্তারিত জানিয়ে লাভ নেই কারন আপণাকে উত্তর খুজতে আবারো প্রথমআলোতে যেতে হবে। :-P

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তারিক ইমরান বলেছেন: ভাইয়া, commentsটি উলু বনে মুক্তা ছড়ানোর মত হলেও,
আপনাকেও ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.