নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূঃস্বপ্ন আমায় জাগায়, হতাশা সঙ্গে থাকে

চলছি, যেমন চলছে। ইমেইল: [email protected]

দুঃখবিলাস

মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে, শুদ্ধ আমার জম্ম। মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর, একমাত্র ধর্ম।।

দুঃখবিলাস › বিস্তারিত পোস্টঃ

সিগেরেট কেন ছাড়া যায় না

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৫



আজকে বেশ কিছুক্ষণ গুগলে সিগেরেট নিয়ে ভালো হয় দিয়ে বিশাল সার্চ করলাম। সিগেরেটের পক্ষে আসলে কিছুই পেলাম না। বেশ আশ্চর্যই লাগলো। কিন্তু আমি সিগেরেট ছাড়া নিজে কিছুই ভাবতে পারিনা। সকাল হতেই সিগেরেটের চুমু ছাড়া কোন ভাবেই দিন শুরু হয়না।







সিগেরেট কেন ছাড়তে ছাড়তে ছাড়া হয় না,



১। আমি ধার্মিক টাইপ মানুষ না। তবে, নাস্তিকও নই। ধর্মের সব কথা পুরোপুরি মেনে চলি বলাটাও ভুল হবে। তবে, আশ্চর্য হলেও সত্য কোন ধর্মেই সিগেরেট খাওয়াকে সরাসরি মানা করা হয় নাই। মদ নিয়ে বিভিন্ন ধর্মে মাতামাতি থাকলেও সিগেরেট নিয়ে কোন কথাই নেই। তাহলে, সিগেরেট খাওয়া তো কোন পাপ নয়।



২। ইয়াবা খারাপ, মদ খারাপ, সিগেরেট খারাপ, ড্রাগকে না বলো ইত্যাদি সব কথা সবাইকে বলতে শুনা যায়। সরকারীভাবে মোটামোটি সব নেশা জাতীয় বস্তুকে ব্যান করা হলেও সিগেরেটকে কেন করা হয়নি?



৩। ফুসফুসসহ শরীরের বিভিন্ন ধরণের অংগ প্রতংগের ক্ষতির কারণ সিগেরেট, ডাক্তার রা বলে। তাহলে, কিছু কিছু ডাক্তারদের সিগেরেট খেতে দেখা যায় কেন?



৪। ক্যান্সারসহ বিভিন্ন রোগের কারণ হিসেবে সিগেরেটকে দায়ী করা হয়। তাহলে, কেন বলা হয়, ক্যান্সারের সুস্পষ্ট কারণ জানা যায় না?



৫। তাছাড়া, সকাল বেলায় সিগেরেট ছাড়া পেট পরিস্কারভাবে পরিস্কার করা যায় না। খাবার পরে, সিগেরেটের ধোঁয়া খাবারের রুচি বাড়ায়। হজমে সহায়তা করে। কম্পিউটারে কাজ করতে করতে যখন চোঁখ জ্বালা করে, তখন চায়ের বা কফির সংগে সিগেরেটের সুখ টানের মজাই আলাদা।



আমার বিয়ের এক বছরে বৌয়ের চোপা পেটানো শুনতে শুনতে কান্ত। "তুমি সিগেরেট না আমার মাথা খাও"। বিশ্বাস করুন, সেই সময়ে সিগেরেটের টেস্টাই ডিফরেন্ট লাগে। ছোট এই জীবনে সিগেরেটের চেয়ে এত বড়ো, সস্তা ও সম্মানীয় এন্টারটেইনমেন্ট আর কোথায় পাওয়া যায়। সিগেরেট জিন্দাবাদ।

মন্তব্য ৬৮ টি রেটিং +১২/-২

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৬

রুবেল শাহ বলেছেন: ছ্যকা খাইছতো........... তাই

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২০

দুঃখবিলাস বলেছেন: ছ্যাকা যদি সিগেরেটের হয়, তাইলে মিয়া বহুত খাইছি

২| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৩

রাশেদ বলেছেন: চিগ্রেট ছাড়ূম নাকি! দর্কার হইলে বউ কুর্বান হয়ে যাবে! :D

০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৬

দুঃখবিলাস বলেছেন: হে হে :)

৩| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৪

বিবর্তনবাদী বলেছেন: সব ভূয়া যুক্তি। সিগারেট একটা নেশা। এটা ছাড়তে চাইলেই ব্রেন বার বার সিগনাল দিবে আপনাকে সিগারেটের জন্য উত্তেজিত হইতে। সেই উত্তেজনা এড়াইয়া, লম্বা সময় সিগারেট হইত দূরে থাকতে পারলেই সিগারেট ছাড়া সম্ভব।

০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৮

দুঃখবিলাস বলেছেন: আপনে সিগেরেট খান?

৪| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০

বৃত্তবন্দী বলেছেন: সিগ্রেট খাইতে ইচ্ছা হইলে...

আসেন বিড়ি খাই...

০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৮

দুঃখবিলাস বলেছেন: বিড়ি খাইতে আসতেছি

৫| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০

রুবেল শাহ বলেছেন: ছ্যকা খাইছ জরিনার কাছ থেইকা........... কি হাচা কইছি না

৬| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩২

বৃত্তবন্দী বলেছেন: মিসটেক মিসটেক

আসেন বিড়ি খাই...

০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০১

দুঃখবিলাস বলেছেন: ওকে

৭| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৮

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: রাশেদ বলেছেন: চিগ্রেট ছাড়ূম নাকি! দর্কার হইলে বউ কুর্বান হয়ে যাবে! :

রাশেদ ভাইয়ের মন্তব্যে জাঝা।

৮| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪০

ভাঙ্গা পেন্সিল বলেছেন: সিগারেট খাইলে খিদা মইরা যায়...পরিক্ষীত।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৭

দুঃখবিলাস বলেছেন: হায় হায়, কয় কি?

৯| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪২

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: সিরগেট ছাড়ার কুনু ইচ্ছাই আমার্নাই। দুরে গিয়া মর।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৮

দুঃখবিলাস বলেছেন: কারে কইলেন, বুঝলাম না

১০| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ...................... সিগারেট খাইলে খিদা মইরা যায়...পরিক্ষীত। ;)

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৯

দুঃখবিলাস বলেছেন: ফাউল কথা :)

১১| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৩

মেসবাহ য়াযাদ বলেছেন: সিগারেট ছাড়তে পারলে ভালো, না পারলে আরো ভালো...

কী বুজলেন...???

০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৪

দুঃখবিলাস বলেছেন: হুম বুঝবার চেষ্টায়...

১২| ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৮

জেসন বলেছেন: আসলেই সিগারেট জিন্দাবাদ। কুন মাইনসেই সিগারেট খাইয়া মরে নাই। কুনু রেকর্ড ও নাই যে, সিগারেট খাইয়া কেউ মরা গেছেন। ধন্যবাদা সিগারেট দারুন একটা এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। প্লাসাইলাম।

০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪১

দুঃখবিলাস বলেছেন: কথা সত্য

১৩| ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৫

জেসন বলেছেন: @ রাশেদ! আমিও একমত।

১৪| ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৫

দখিনা বাতাস বলেছেন: সিগারেট টানলে এই রোগ হয়, ঐ রোগ হয়, এই গুলা সব পরিসংখ্যান। চিকিৎসা বিজ্ঞানে প্রমানিত সত্য না। আর কে না জানে, মিথ্যা<ডাহা মিথ্যা<পরিসংখ্যান।

সিগারেট জিন্দাবাদ।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০০

দুঃখবিলাস বলেছেন: হ

১৫| ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৯

অক্ষর বলেছেন: আরে ভাই আগে কন, সিগারেট ছাড়ুম ক্যা?

০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০২

দুঃখবিলাস বলেছেন: হক কথা

১৬| ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৪

দখিনা বাতাস বলেছেন: আমার আগের মন্তব্য পুরাটা গেলোনা কেন? অ-ধুমপায়ীরা ষড়যন্ত্র করলো নি?

আমার শেষ লাইনটা ছিল,

****মিথ্যা< ডাহা মিথ্যা< পরিসংখ্যান

০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৪

দুঃখবিলাস বলেছেন: অ-ধুমপায়ীগো আপাতত বেইল নাই :)

১৭| ০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৬

কৌশিক বলেছেন: সিগারেট ছাড়া সবচেয়ে সহজ। বারবার ছাড়া যায়।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০১

দুঃখবিলাস বলেছেন: হে হে, কমেন্ট জাঝা

১৮| ০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১০

শয়তান বলেছেন: একটা ধরাইলাম ।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০২

দুঃখবিলাস বলেছেন: সাবাশ

১৯| ০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১২

রাতমজুর বলেছেন: বিড়ির বিরুদ্ধে কইসে তাই কাইল একটারে তালাক দিছি :P

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০২

দুঃখবিলাস বলেছেন: আবার কয় ;)

২০| ০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩

মানুষ বলেছেন: কুনু ছাড়াছাড়ি নাই

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৩

দুঃখবিলাস বলেছেন: কুনু ছাড়াছাড়ি নাই

২১| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

আলী বলেছেন: মদ নিয়ে বিভিন্ন ধর্মে মাতামাতি থাকলেও সিগেরেট নিয়ে কোন কথাই নেই। তাহলে, সিগেরেট খাওয়া তো কোন পাপ নয়

কম্পিউটারে কাজ করতে করতে যখন চোঁখ জ্বালা করে, তখন চায়ের বা কফির সংগে সিগেরেটের সুখ টানের মজাই আলাদা।


আমার বিয়ের এক বছরে বৌয়ের চোপা পেটানো শুনতে শুনতে কান্ত। "তুমি সিগেরেট না আমার মাথা খাও"। বিশ্বাস করুন, সেই সময়ে সিগেরেটের টেস্টাই ডিফরেন্ট লাগে। ছোট এই জীবনে সিগেরেটের চেয়ে এত বড়ো, সস্তা ও সম্মানীয় এন্টারটেইনমেন্ট আর কোথায় পাওয়া যায়। সিগেরেট জিন্দাবাদ।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৩

দুঃখবিলাস বলেছেন: সিগেরেট জিন্দাবাদ

২২| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

একজন ব্লগার বলেছেন: আলীর কেমেন্টর শ্যাষ পইড়া হাসতে হাসতে টায়ার্ড হয়া গেছি!:D

২৩| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

একজন ব্লগার বলেছেন: শ্যাষ প্যারা***

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৪

দুঃখবিলাস বলেছেন: প্যারাটা আসলে, মূল লেখারই শেষ প্যারা ;(

২৪| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০২

লাল দরজা বলেছেন:

-------সিগারেট খাইতাম, ছাইড়া দিসি। থ্যান্ক গড!-------

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬

দুঃখবিলাস বলেছেন: বৌ পল্টি মারার ইচ্ছা পোষণ করলে সিগেরেট কি আর গান্জা কি? :)

২৫| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৫

বিবর্তনবাদী বলেছেন: হ্যা খাইতো

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৭

দুঃখবিলাস বলেছেন: হ, আমিও তাই কই। শরমের কুনু কাম তো করিনা

২৬| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১১

সুরভিছায়া বলেছেন: বলে কয়ে মাইনাস দিলাম,মনে হচ্ছে যেন" দুনিয়ার ধুমপায়ী ব্লগাররা এক হও " শোরগোল শুরু হল ।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪

দুঃখবিলাস বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ।

ধুমপায়ী অধিকার আন্দোলন সফল হোক :)

২৭| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০

নকীবুল বারী বলেছেন: জানি না ক্যান খাই.কিন্তু এইটাকে হাইলাইট করি না........বদ অভ্যাস...........হইয়া গেছে...চুপেচুপে থাকতে চাই.........চাই না আমার ভাব দেইখা অন্যকেউ ইনিস্পায়ার হোক...........

০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

দুঃখবিলাস বলেছেন: ইনিস্পায়ার হবে না। এটা শুধুমাত্র ধুমপায়ী অধিকার আন্দোলন :):)

২৮| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৩

আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
কতবার ছাড়লাম! ;) এইটা কোনো ব্যাপার নাকি?

০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

দুঃখবিলাস বলেছেন: হ,

২৯| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৮

রুবেল শাহ বলেছেন: এইটা ভালা পাই............

০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

দুঃখবিলাস বলেছেন: হক কথা

৩০| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: ব্যপার নাহ ... কতবার ছাড়লাম ।

০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

দুঃখবিলাস বলেছেন: বিমার কথায় যুক্ত হেস

৩১| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫

শাওন বলেছেন: আমি হাসতে হাসতে মরি কথা পড়ে : """""""আমার বিয়ের এক বছরে বৌয়ের চোপা পেটানো শুনতে শুনতে কান্ত। "তুমি সিগেরেট না আমার মাথা খাও"। """"""

হাহাহা । সিগারেট জিন্দাবাদ

০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

দুঃখবিলাস বলেছেন: আসলেও মানুষের মাথা কি খাবার জিনিস, বলেন তো? :)

৩২| ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০১

বিষাক্ত মানুষ বলেছেন: আবার জিগায় !!!
বউ সিগারেটা খাইতে মানা করলে কৈয়া দেন ... ভাবির চাইতে পুরানা সম্পর্ক বিড়ির সাথে :)

০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

দুঃখবিলাস বলেছেন: কথা ঠিক

৩৩| ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬

লাল দরজা বলেছেন:
সতর্কবাণীঃ তামাক সেবনে আপনি যৌন ক্ষমতা হারাতে পারেন। সিগারেট সেবনে যৌনাঙ্গে রক্ত প্রবাহ কমে যায় সে কারনে ব্যাক্তি যৌন-অক্ষম হয়ে যেতে পারে। এর কারনে আপনার বীর্যপাত রহিত হতে পারে। - হেল্থ কানাডা

বৌ গেলে বৌ পাইবেন, বয়সকালে যন্ত্র বিকল হইলে পলাইবার যায়গা পাইবেন না।

সিগারেট খাবি খা, পোতাইয়া যাবি যা! খেক খেক খেক :>

৩৪| ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: এই তাইলে লালুদার সিগ্রেট ছাইড়া দেওনের সিক্রেট !!! খেক খেক

৩৫| ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ২:২১

লাল দরজা বলেছেন: আবার জিগায়! @ বিমা

০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

দুঃখবিলাস বলেছেন: বুঝছি, লালু মিয়া সৌন্দর্য্য সচেতন। খেক খেক :):)

৩৬| ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০০

শয়তান বলেছেন: ২ডা ননস্মোকারের নাম জানতে চায় বলগবাসী

০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৯

দুঃখবিলাস বলেছেন: জানতে চাই

৩৭| ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৩

কন্টক বলেছেন:
একটা টাইনা ভাইবা দেখি

০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২০

দুঃখবিলাস বলেছেন: হু, ঠিক আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.