নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূঃস্বপ্ন আমায় জাগায়, হতাশা সঙ্গে থাকে

চলছি, যেমন চলছে। ইমেইল: [email protected]

দুঃখবিলাস

মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে, শুদ্ধ আমার জম্ম। মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর, একমাত্র ধর্ম।।

দুঃখবিলাস › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ও মিথ্যার সাথের কথোপকথন

১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১০





প্রবর্তিত সারমর্ম,



১# আমরা সবচেয়ে ভয়াবহ মিথ্যা তাদের সাথেই বলি যাকে বা যাদের আমরা সবচেয়ে বেশিই ভালোবাসি।



২# ব্যক্তিগত জীবনে যখন অল্প মিথ্যার ব্যাপারটা আসে, আমাদের ভালোবাসার মানুষ আমাকে ততখানিই জানতে শুরু করে।



৩# তুমি যতখানি সুন্দর, তোমার পারিপ্বার্শিকতা তোমায় তত বেশি মিথ্যা কথা বলবে।



৪# প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন অচেনা মানুষ অনেক ভালো। মিথ্যা প্রবচন প্রায়ই আসে না, তাই।



৫# ভালোবাসার সম্পর্কে একজন মানুষ তার জীবনের সবচেয়ে খারাপ অংশগুলোই কাটছাট করে দেয়। শুদ্ধ হবার আদিম প্রক্রিয়া সব মানুষেই বিদ্যমান।



৬# তুমি যদি খুব সত্যি কোন ঘটনা খুলে বলো, তবে হয়ত তোমার সম্পর্ক আর থাকবে না, থাকলেও সেটা পরিপূর্ণ হবে না।



৭# একজন চরম মিথ্যাবাদী যে কিনা অন্যের চিন্তা ভাবনাকে প্রাধান্য দেয়না বলে মনে হয়, আসলে ব্যাপারটা হয়ত পুরোপুরি উল্টো।



৮# "এটা তোমার জন্য করেছি" - এই জাতীয় কথা তখনই বলা হয় যখন একজন তার ভালোবাসার সাথে মিথ্যা করা হয়ে গেছে।



৯# ভালোবাসাতে মিথ্যা বলার পড়েও সব মিথ্যুকরাই নিজেদের সৎ মানুষ ভাবে।







Love ALWAYS Lies

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৩

এস.আর.এফ খাঁন বলেছেন: স্বপ্নচারিনী........
এ দু'হাত ধরো তুমি,
এই আকূল অকুন্ঠ সতদ তোমার লাগি,
এই জনম আর কিসেতে কাজে মিছে,
এই দেহস্বাদ তব মিথ্যে করুনার স্পর্শে
আরো পুড়ে যাক নিঠর দহনে
এতদ তুমি রইলে প্রেম, হোক মিথ্যে
তব প্রেম তো, তবস্পর্শ।।

১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫

দুঃখবিলাস বলেছেন: মন্তব্যে প্লাসাইলাম :)

২| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩১

রাশেদ বলেছেন: হুমম...

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬

দুঃখবিলাস বলেছেন: কি খবর রাশেদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.