নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকিত আধারে

আমি নিরপেক্ষ নই সত্যের পক্ষে...................

আলোকিত আধারে › বিস্তারিত পোস্টঃ

'মুক্তমনার' প্যাকেজ - ফেল করেছি তাতে কি অংকে আমার লেটার আছে

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৮

মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, নিজের দোষ সহজে স্বীকার করতে চায় না। ধরেন, কেউ খুব চেচামেচি করে উচ্চস্বরে কথা বলে, এখন আপনি যদি তাকে প্রশ্ন করেন, চেচামেচি করেন কেনো? এর উত্তরে সে বলবে, আমি আসলে এভাবেই কথা বলি। প্রবাদ আছে একজন ঘরের টিনের চাল থেকে পড়ে যাওয়ার পর অন্যরা দেখে ফেললে সে বলে আমি এভাবেই নেমে থাকি। সন্তান চরম অন্যায় করার পর বিচারের সম্মুখীন হলে বাবা-মা বলে আমার ছেলেটা একটু পাগল টাইপের। একসাথে তিন চারটি প্রেম করার পর মেয়েরা ধরা খেলে বলে - আরে ঐ গুলোতো আসলে আমার খালাতো ভাই,প্রেম তো আমি একটাই করি, শুধু তোমার সাথে॥ এগুলো সব মানুষের মধ্যে স্বভাবতই কম বেশী আছে॥ কিন্তু এইসব গুন থাকলেই আপনি মুক্তমনা বা মুক্তমনের অধিকারি হতে পারবে না। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে মুক্তমনা হতে হয়॥



(১) আপনাকে অবশ্যই এন্টি ইসলামিক হতে হবে, আল্লাহ বলে কিছুই নাই বার বার এই কথাই বুঝাতে হবে সবাইকে।
যারা না বুঝবে প্রয়োজনে তাদের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করতে হবে।


২) সমকামীতাকে সমর্থন করতে হবে,নিজে সমকামি হতে পারলে আরো ভালো। প্রয়জনে গরু ছাগল এমনকি কুত্তার সাথে সেক্স করাও ভালো এই মতবাদ প্রচার করতে হবে। উদাহরণ স্বরুপ (15 Oct 2014) তে তসলিমার লেখা "পুরুষের চেয়ে বিড়াল পোষা ভালো" তসলিমা নাসরিনের এই মতবাদ প্রচার করতে পারেন। বিড়াল না পেলে বয়লার মুরগি ব্যবহার করে দেখতে পারেন, তবে আপনি কি ব্যবহার করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।



(৩) অশ্লীলতার উপর ৬ মাসের একটা শর্ট কোর্স করতে পারেন তসলিমা নাসরীনের কাছে থেকে॥ উদাহরণ স্বরুপ তসলিমার লেখা - পূরুষরা যেমন খালি গায়ে ঘুরে বেড়ায় নারীরাও তেমনি খালি গায়ে ঘুরে বেড়াবে, তাদের সূউচ্চ স্তন সবাই দেখবে...। এটা ফলো করতে পারেন॥ তবে নেংটা হয়ে ঘোরার সময় নিচে একটা হেলমেট পরে নেবেন, অন্যথায় আপনার মেশিনে কেউ আঘাত করতে পারে॥


( ৪) যৌনাঙ্গের স্বাধীনতা চাইতে হবে সব সময়। সবসময় মনে রাখবেন, সেক্স কোনো জাতপাত মানেনা,সবার সাথেই সেক্স করা যায়॥ উদাহরণ হিসেবে হুমায়ুন আজাদের - পৃষ্ঠা-৩২,'পাক সার জমিন সাদ বাদ' বইয়ের এই লেখাগুলো ফলো করতে পারেন॥ "চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে। কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার হাত-পা বাঁধা॥ আগেই বলেছি সেক্স কোনো জাতপাত মানেনা।



(৫) নিজেকে কট্টর মুক্তমনা দাবি করবেন। খবরদার আসিফ মহিউদ্দিনের মতো (3 April 2013, দৈনিক সংগ্রাম) আবার যেনো নিজেকে খোদা বলে দাবি কইরেন না। নিয়মিত লেখালেখির মাধ্যমে ব্লগ এবং ফেসবুকে ইসলাম এবং মুসলিমদের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করবেন। উদাহরণ হিসেবে ছাত্র ইউনিয়ন সভাপতি ফারুক সাদিকের লেখা (নিউজ ইভেন্ট ২৪,February 28, 2015) মুসলমানরা একেকটা উন্মত্ত কুকুর। এই লেখা ফলো করতে পারেন॥ দরকার হলে আরো খারাপ গালি দেবেন।



(৬) ধর্মের বিরুদ্ধে অশ্লীল বাক্যলাপের স্বাধীনতা চাইবেন সবসময়। মুক্তমনে ইসলাম সম্পর্কে কুৎসিত এবং খারাপ কথা লিখবেন। উদাহরণ হিসেবে - তসলিমা নাসরীনের ‘গদ্যপদ্য’ নামক বইয়ের ১২৭ নম্বর পৃষ্ঠার লেখা -"মেয়েদের শরীর ইসলামের বড় সম্পদ, মেয়েদের যৌনাঙ্গেই ঝুলে আছে যাবতীয় ইসলাম। যৌনাঙ্গ নড়লে চড়লে ইসলাম খসে পড়ে।" এই ধরনের লেখা ফলো করতে পারেন তাতে জ্ঞান বৃদ্ধি পাবে।


(৭) আপনাকে কুরআন-হাদিস (তাদের বিকৃত ব্যাখ্যা) জানা লাগবে। সমস্যা নাই বিভিন্ন ওয়েব সাইট আছে যেখানে জাল হাদিস পাবেন, তাতেই কাজ চলে যাবে।


(৮) সবসময় মুসলমানদের কুরবানি নিয়ে বিরোধিতা করবেন, কারণ কুরবানির সময় প্রচুর গরু ছাগল হত্যা হয়! মুসলমানরা কত নিষ্ঠুর চিন্তা করা যায়, গরু ছাগল কি মানুষ না!!!! প্রতিদিন সারা পৃথিবীর রেষ্টুরেন্ট-এ লক্ষ লক্ষ মোরগ জবাই হলেও আপনি কিন্তু তার বিরোধীতা করবেন না - খবরদার॥ চিকেন খাবেন আর কুরবানির বিরোধীতা করবেন।


(৯) পহেলা বৈশাখ, বসন্ত বরণ, মঙ্গল শোভাযাত্রা, বেদীতে ফুল দান, নীরবতা পালন অনুষ্ঠানকে কুসংষ্কার মনে করবেন না কিন্ত ঈদ, হজ, নামাজ এইসব ধর্মীয় অনুষ্ঠানকে সব সময় কুসংস্কার মনে করবেন।


(১০) ফ্রি সেক্সে বিশ্বাস করবেন সব সময়। উদাহরণ হিসেবে,তসলিমা নাসরীনের (চট্রগ্রাম নিউজ ১০/১১/২০১৪ এবং বাংলা নিউজ ২৪) আমি তো মাঝে মাঝেই বলি, যৌন সঙ্গম কেবল চার দেওয়ালের বন্ধ ঘরে হতে হবে কেন! প্রকৃতির কাছে যাও। এই লেখাগুলো ফলো করবেন। মানে কুত্তার মতো রাস্তা ঘাটে সেক্স করবেন আরকি। তবে সাবধান কনডম ব্যবহার করবেন, না হলে এইডস, পাইলস, গনেরিয়া হতে পারে॥


(১১) ডারউইন, রিচার্ড ডকিন্স, আরজ আলী মাতুব্বর এদের সবসময় পীর বলে মনে করবেন। কখনো এদের ভুল ধরতে যাবেন না॥ ভুল ধরলে কিন্তু আপনি আর মুক্তমনা থাকতে পারবেন না।




<> আপনি যদি উক্ত প্যাকেজের সর্বোচ্চ বাস্তবায়ন করতে পারেন তবেই হবেন একজন মুক্তমনা। এবং ইউরোপ-আমেরিকায় পাচ্ছেন আজীবনের জন্য ফ্রি থাকা খাওয়া সহ যাবতীয় সুযোগ সুবিধা। যদি তা নাও পান তবুও আপনার জন্য রয়েছে তাদের আশির্বাদ। মনে রাখবেন, নিজের মতামত সঠিক বাকি সবার মতবাদ ভুল বলে প্রচার করবেন। আপনার মতের কেউ বিরোধীতা করলেই তাদের ছাগু, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, ব্রেইন ওয়াস ট্যাগ লাগিয়ে দেবেন। কোনোভাবেই যদি তাদের সাথে যুক্তিতে না পারেন তাতেও চিন্তার কিছু নাই, তখন জোর গলায় বলবেন - "ফেল করেছি তাতে কি অংকে আমার লেটার আছে।"


মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৭

ফোয়ারা বলেছেন: ''এবং ইউরোপ-আমেরিকায় পাচ্ছেন আজীবনের জন্য ফ্রি থাকা খাওয়া সহ যাবতীয় সুযোগ সুবিধা। ''

এবং জার্মানিতে.....আসিপ ভাইয়া (আসিফ মহিউদ্দিন) ওইখানে স্কলারশীপ পেয়েছেন কিনা.......

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৯

কালো পতাকার খোঁজে বলেছেন: প্রিয়তে। ফাডায়লাইছেন ভাই :)

৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৩৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: হাহাহাহাহা..অনেক হাসলাম ভাই।।।

কিন্তু ৯ নম্বরে এসে একটু আটকে গেলাম। আপনার কথাটা বুঝলাম না।। আপনি কি পয়লা বৈশাখ, বসন্ত বরণ, পৌষ উৎসব এসবকে কুসংস্কার বলতে চাইছেন...?

৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

আলোকিত আধারে বলেছেন: আফসানা যাহিন চৌধুরী আপা, আসলে ঠিক তা নয় ॥ আমি বুঝাতে চেয়েছিলেন কুসংস্কার যদি হয় তবে সব অনুষ্ঠানই কুসংস্কার॥

৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪১

আলোকিত আধারে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, [ফোয়ারা] এবং [কালো পতাকার খোঁজে]

৬| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৫

ক্ষতিগ্রস্থ বলেছেন: বাংলাদেশে প্রকৃত কোন মুক্তমনা নাই, আছে ছুপা মুক্তমনা, যাদের কাজ ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো. তবে তাদের বিরুদ্ধে সময় দিয়ে গুরুত্ব বাড়নোর মানে নাই, এর চেয়ে ইসলামের মহত্বের দিকে আহ্বান করায় সময় দেয়া আধিক প্রয়োজনীয়. যে মুক্তমনা, যে সত্যের সন্ধানী তার সাথে বিতর্ক করা যায়, যে প্যাচাল করতে চায় তাকে এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয়. ভাল থাকুন.

৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:০২

আলোকিত আধারে বলেছেন: ক্ষতিগ্রস্থ ///// সুন্দর এবং যৌক্তিক মন্তব্য। সহমত।

৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা যা লিখলেন ...পুরাই ফায়ার !

বিখ্যাত (কুখ্যাত) হওয়ার সবচেয়ে সহজ পথ হলো ধর্মকে বাঁশ দেয়া ।

অথচ আমাদের আরো অনেক কাজ আছে যাতে আরো বেশি মনোযোগ দেয়া প্রয়োজন ।

একজন মুসলমান হয়ে যদি হিন্দু বা অন্য ধর্মের কাউকে ধর্মীয় কটুক্তি করে সেটা যদি সাম্প্রদায়িক মনোভাবের পরিচয় দেয়া হয়, একজন হিন্দু হয়ে যদি মুসলমান বা অন্য ধর্মের কাউকে ধর্মীয় কটুক্তি করে সেটা যদি সাম্প্রদায়িক মনোভাবের পরিচয় দেয় তবে একজন নাস্তিক যখন বিশেষ করে ইসলাম ধর্মকে (বাংলাদেশে এই ধর্মকে আঘাত করে বিখ্যাত হওয়া সহজ) নিয়ে কটুক্তি করে সেটা কেন মুক্তমনার পরিচয় দেয় আমি বুঝি না। তখন সাম্প্রদায়িকতার সংজ্ঞা কোথায় যায় ?

শুভকামনা রইল।।

অফটপিক:
-----------
আমি অভিজিতের লেখা পড়িনি। তাই অভিজিতকে নিয়ে আমার কোন মন্তব্য নেই । তবে এমন মৃত্যু কখনোই চাই না ।

৯| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪০

কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই এ ধরনের একটি ভালো লেখার জন্য।

১০| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:১২

আলোকিত আধারে বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ, আরজুপনি।

আসলে নাস্তিকতাটা একটা ফ্যাশান হয়ে গেছে।

১১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:১৪

আলোকিত আধারে বলেছেন: ধন্যবাদ, কালের সময়।

১২| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৭:১৫

এক্স ফ্যাক্টর বলেছেন: াইয়া আপনার লেখাটাতে কমেন্ট করার জন্নে এ আমি লগিন করলাম, এত সুন্দর হয়েছে লেখাটি, ভাইয়া লেখাটি আবারও পোস্ট করবেন যাতে সবাই পড়ে, এরিয়ে জেন না যাই,

১৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৪৬

রামন বলেছেন:
ভালই বলেছেন। তবে আমার কথা হচ্ছে যুক্তিকে খন্ডাতে হবে যুক্তি দিয়ে, শক্তি তথা ক্ষুর বা চাপাতি দিয়ে নয়। অথচ প্রতিপক্ষকে ঘায়েল করতে ইসলামী মৌলবাদীরা ব্যবহার করছে এসব মারনস্ত্র। তারা হত্যা করার পেছনে অজুহাত দাড় করাচ্ছে এই বলে যে, মুক্তমনারা তাদের ধর্মানুভুতিতে ও হৃদয়ে আঘাত করেছে। কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে, বহুদিন থেকেই ইসলামী আলেম, ইসলামী চিন্তাবিদগণ আপনার মত করে ইনিয়ে বিনিয়ে মুক্তমনাদেকে অহনির্শী কটাক্ষ , তিরষ্কার করে আসছে। মুক্তমনারাও মানুষ, তারাও হৃদয়ে আঘাত পায়। এখানে মুক্তমনাদের সাথে মৌলবাদীদের পার্থক্য হল তারা ক্ষুর চাপাতি নিয়ে বর্বর, কাপুরুষের মত পিছন দিক দিয়ে প্রতিপক্ষের উপর হামলে পরে না, বরং বস্তুনিষ্ঠ যুক্তি দিয়ে মৌলবাদীদের অসারতার জবাব দেয়৷

১৪| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:১১

আলোকিত আধারে বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ, এক্স ফ্যাক্টর এবং রামন। পর্ব আকারে লিখবো, আশা করি পাশে থাকবেন।

১৫| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬

দাম বলেছেন: মুসলমানরা একেকটা উন্মত্ত কুকুর

মেয়েদের শরীর ইসলামের বড় সম্পদ, মেয়েদের যৌনাঙ্গেই ঝুলে আছে যাবতীয় ইসলাম। যৌনাঙ্গ নড়লে চড়লে ইসলাম খসে পড়ে

ভালই বলেছেন রামন। সেই রকম সব যুক্তি।

আর নাস্তিকরা ক্ষমতায় গিয়ে কি করতে পারে তা আমরা দেখছি।

১৬| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪১

আলোকিত আধারে বলেছেন: দাম /////////// J. Rummel এর বিখ্যাত Death by Government বইয়ে দেখানো হয়েছে, নাস্তিকদের কারণে পৃথিবীতে হত্যার পরিমাণ কতখানি—

Joseph Stalin 42,672,000
Mao Zedong 37,828,000
Chiang Kai-shek 10,214,000
Vladimir Lenin 4,017,000

এইরকম আরো অনেক আছে॥

১৭| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪৭

এম এম হোসাইন বলেছেন: আল্লাহ ও তার রাসুল (স) কে যে যত গালি দিতে পারবে সে তত বেশি মুক্তমনা, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক!!!??

ভাব দেখে মনে হয় মুক্তমন ও বিজ্ঞানের ঠিকাদারি দেয়া হয়েছে তাদেরকে।

আপনি নাস্তিক হন, সমস্যা নাই, কিন্তু মানুষকে ভালবাসতে শিখুন, মানুষের প্রতি নুন্যতম শ্রদ্ধাবোধ যেন আপনার মধ্যে থাকে। তা না হলে সাময়িক উত্তেজনা সৃস্টি করতে পারবেন হয়তো, কিছু লোককে নিজেদের দলেও পেয়ে যাবেন, কিন্তু মানুষের ভালবাসা পাবেন না।

নবী রাসুলগন ভালবাসার মাধ্যমেই মানুষের মন জয় করেছেন। তাই যুগ যুগ ধরে লক্ষকোটি মানুষ রাতের অন্ধকারে নবীর নামে দরুদ পড়ে চোখের জলে বুক ভাষায়। আপনি তাদের সাথে একমত না হতে পারেন, কিন্তু তাদেরকে দিনের পর দিন কটুকথা শোনানোর দরকার কি আপনার?

মনটাকে একটু বড় করুন। একটু সময়ের জন্য সত্যিকারের মুক্তমনা হোন, সব চিন্তা ঝেড়ে ফেলে একবার সেই বৃদ্ধলোকটির (হয়ত সে আপনার বাবা কিংবা দাদা) দিকে তাকান, তাকে অপমান করতে আপনার কি একটুকুও খারাপ লাগবেনা? আমার তো মনে হয় অবশ্যই আপনার খারাপ লাগবে যদি আপনি সত্যি সত্যি মানুষ হয়ে থাকেন। আমার
বাবাকে আমি যতটা ভালবাসি আমার নবীকে আমি তার চেয়েও বেশি ভালবাসি। এটা বুঝার ক্ষমতা যদি আপনার নাই থাকে তাহলে আপনি নিজেকে মুক্তমনা দাবি করতে পারেন কি?

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৬

আলোকিত আধারে বলেছেন: আল্লাহ ও তার রাসুল (স) কে যে যত গালি দিতে পারবে সে তত বেশি মুক্তমনা, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক!!


এম এম হোসাইন, ১০০% সঠিক বলেছেন।

১৯| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৮

ভুং ভাং বলেছেন: আপনার মতের কেউ বিরোধীতা করলেই তাদের ছাগু, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, ব্রেইন ওয়াস ট্যাগ লাগিয়ে দেবেন । ধন্যবাদ ভাই এ ধরনের আরো লেখা চাই । আল্লাহ আপনার ভালো করুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.