নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকিত আধারে

আমি নিরপেক্ষ নই সত্যের পক্ষে...................

আলোকিত আধারে › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনার প্যাকেজ - চার (যুক্তিবাদি উর্কিস বালেকদার)

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৫

"উর্কিস বালেকদার" একজন বিরাট বড় মাপের বিজ্ঞান মনস্ক ; যুক্তিবাদী মুক্তমনা লেখক এবং ব্লগার॥ তিনি যুক্তি ছাড়া কিছুই লিখেননা। তিনি তার লেখা দ্বারা বহু আগেই প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীতে স্রষ্টা বলে কিছুই নাই - ফটাশ করে শব্দ হয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছে॥ এই বিষয় নিয়ে 'উর্কিস বালেকদার' একটা বিখ্যাত বইও লিখেছেন, 'বিজ্ঞান এবং ফটাশ - সংঘাত নাকি সমন্বয়'! বইটা খুব মার্কেট ও পেয়েছে॥ যুক্তি ছাড়া উর্কিস বালেকদার আজ পর্যন্ত কিছুই লিখেননি কিছুই বলেননি। কিন্তু দুঃখের বিষয় এতো যুক্তিবাদী লেখা লেখার পরেও উর্কিস সাহেব নোবেল পুরস্কার পাননি। কেনো পাননি - এটাই নোবেল কমিটির ব্যর্থতা।

অপরদিকে 'ভচ্চত মালিক' হলো উর্কিস বালেকদারের একজন বিরাট ভক্ত॥ 'উর্কিস বালেকদার' যাই লিখেন বা যাই বলেননা কেনো এক বাক্যে 'ভচ্চত মালিক' সব বিশ্বাস করে। 'ভচ্চত মালিক' ও লেখালেখি করেন তবে উর্কিস সাহেবের মতো এতো যুক্তিবাদি জ্ঞানী নন তিনি। একদিন সকাল বেলায় 'ভচ্চত মালিক' গিয়েছেন যুক্তিবাদি উর্কিস বালেকদারের বাড়ি॥ তো গিয়ে দেখেন উর্কিস সাহেব বারান্দায় চেয়ারে বসে থেকে 'ধর্মহীন সমাজ' নামে একটা বই পড়ছেন॥


ভচ্চত : উর্কিস ভাই কি বসে আছেন?

উর্কিস : বসে থাকবো না কি দাড়িয়ে থাকবো? এইযে বসে আছি তার পেছনে যুক্তি আছে॥ তা এতো সকালে তুই কোথায় থেকে??


ভচ্চত : বাজারে গিয়েছিলাম উর্কিস ভাই।

উর্কিস : বাজারে যাবি না তবে কি বাড়িতে বসে থাকবি নাকি? অবশ্যই বাজারে যাবি।


ভচ্চত : এক বোতল গরুর দুধ বিক্রি করতে গিয়েছিলাম।

উর্কিস : বিক্রি করবি না তে কি অতো দুধ একাই খাবি?? অবশ্যই বিক্রি করবি।


ভচ্চত : একটা লোক এসে দুধের দাম জিজ্ঞেস করলো।

উর্কিস : দাম জিজ্ঞাসা করবে না, তবে কি দুধ ফ্রি নিবে নাকি? অবশ্যই দাম জিজ্ঞেস করবে।


ভচ্চত : এক বোতল দুধের দাম আমি ত্রিশ টাকা চেয়েছিলাম।

উর্কিস : ত্রিশ টাকা চাইবি না তে কি ফ্রি দিবি এতোগুলো দুধ?? ভালো করেছিস।


ভচ্চত : কিন্তু, শালা ঐ লোকটা মাত্র বিশ টাকা দাম বললো।

ভচ্চত : অতটুকু দুধ বিশ টাকা বলবে না তো কি ত্রিশ টাকা দিয়ে কিনবে?


ভচ্চত : আমি গালি দিয়ে বললাম বাপের জন্মে দুধ কিনে খেয়েছিস কোনোদিন?

উর্কিস : ঠিক করেছিস! এতোগুলো দুধ মাত্র ত্রিশ টাকা দাম বলে বেটা।


ভচ্চত : গালি শুনে লোকটা পুলিশ ডেকে আনলো।

উর্কিস : আনবেনা মানে অবশ্যই আনবে,তুই ভদ্রলোককে সামান্য দুধের জন্য গালি দিয়েছিস।


ভচ্চত : পুলিশ এসে দুধের দাম জিজ্ঞেস করলো।

উর্কিস : দাম জিজ্ঞাসা করবে না, পুলিশ বলে কি দুধ ফ্রি নিবে নাকি?


ভচ্চত : আমি আবার ত্রিশ টাকা দাম চাইলাম দুধের॥

উর্কিস : ভালো করেছিস, পুলিশ দেখে ভয় করবি না কি??


ভচ্চত : পুলিশ দুধের দাম বিশ টাকা বললো।

উর্কিস : বিশ টাকা বলবে না কি একশো টাকা বলবে ঐ টুকু দুধ॥


ভচ্চত : আমি পুলিশকে বললাম বাপের জন্মে দুধ কিনে খেয়েছিস কোনোদিন?

উর্কিস : ভালো করেছিস। পুলিশ বলে কি ভয় করবি নাকি??? এক বোতল দুধ মাত্র বিশ টাকা বলে, দেশটা কি মগের মুল্লক নাকি॥


ভচ্চত : আমার কথা শুনে পুলিশ আমাকে ধরে খুব মার দিলো।

উর্কিস : মার দেবে না কি পুজো করবে তোকে?? অভদ্র ছেলে! পুলিশকে গালি দিস! যত বড় মুখ না ততোবড়ো কথা॥


ভচ্চত : তারপর কোমড়ে দড়ি বেধে আমায় থানায় নিয়ে গেলো।

উর্কিস : ঠিক করেছে ॥ পুলিশকে অপমান করার স্বাধ আজকে তোর মেটাবে।


ভচ্চত : থানায় আমাকে ওসি সাহেবের সামনে নিয়ে গেলো।

উর্কিস : নিবে না আবার - তুই যে অন্যায় করেছিস তাতে তোর ফাসি হওয়া উচিত।


ভচ্চত : ওসি সাহেব সব শোনার পরে আমাকে ছেড়ে দিলো।

উর্কিস : ছাড়বে না কেনো, অবশ্যই ছাড়বে - তুই কি এমন অন্যায় করেছিস যে তোকে সাজা দেবে??? দোষ তো পুলিশ আর ঐ লোকের যারা দুধের দাম কম বলেছে।

<><><><><><>

মোরাল অফ দ্যা স্টোরি /// আপনি যতই যুক্তি দেখাননা কেনো 'উর্কিস বালেকদারের' মতো যুক্তিবাদী লোকের সাথে যুক্তিতে কোনো দিন পারবেন না।

<><><><><>

উপরোক্ত লেখার কিছুটা অংশ কবি জসীম উদ্দিনের একটা গল্পের অনুকরণে লেখা। এই লেখা কোনো জীবিত বা মৃত বিজ্ঞান মনষ্ক, যুক্তিবাদী, মুক্তমনের চেতনাধারি সুশীল সমাজের কোনো ব্যক্তির সাথে মিলিয়ে গেলে তার জন্য আমি দায়ী থাকিবো না - যথাক্রমে 'ভচ্চত মালিক' দায়ী থাকিবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

জাহিদ হাসান মিঠু বলেছেন: অসাধারন বস !

!!! ভচচত !!!

২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:১২

আলোকিত আধারে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, জাহিদ হাসান মিঠু

৩| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৯

এইস ম্যাকক্লাউড বলেছেন: দারুণ লিখলেন।
মজা পেলাম

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

নূর আল আমিন বলেছেন: উৰ্কিসরা ভ্যারিফাইড জাওরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.