![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ একজন। সাধারণের ভিড়েই আমার বেড়ে ওঠা ,সাধারণের ভিড়েই বিচরণ আর সাধারণের ভিড়েই পথ চলা ......
ফেলানী খাতুন
কথা ও সুর : কবীর সুমন
এপাড় বাংলা ওপাড় বাংলা মাঝখানে কাঁটাতার
গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানী বলতো দোষটা কার ?
কেউ দোষী নয়, ফেলানী খাতুন- বিএসএফ জানে ঠিক
পথ ভুল করে নিয়েছিল গুলি- হঠাত তোমার দিক !
বেখসুর ছুটি পেয়েছে সিপাই খুনিরা যেমন পায়
ভেবে দেখ মেয়ে ওই খুনিরাও বাংলায় গান গায় ...
তুমিও গাইতে গুণগুণ করে হয়তো সন্ধ্যে হলে
তোমারই মতন সেই সুরগুলো কাঁটাতার থেকে ঝুলে...
শোন বিএসএফ শুন হে ভারত কাটাতারে গুণগুণ
একটা দোয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন !
রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই
তোমার গুলিতে বাংলার পাখি কাটাতারে ঝুলবেই ..
গানের লিঙ্ক
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭
মাহমুদ... বলেছেন: কবির সুমনকে ধন্যবাদ অসাধারণ একটি গান তৈরি করার জন্য। অসাধারন।
এই গানও কি পারবে ফেলানীদেরকে রক্ষা করতে?
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
ধরো মারো কাটো বলেছেন: ধন্যবাদ ও স্যালুট জানাই প্রিয় কবীর সুমনকে আপনাকেও ধন্যবাদ শেয়ার করার জন্য।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই
তোমার গুলিতে বাংলার পাখি কাটাতারে ঝুলবেই ..
- কী অসাধারণ !
কবীর সুমনকে স্যালুট জানাই! উপরে কা_ভা'র মন্তব্যের সাথে সহমত।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
ইউরো-বাংলা বলেছেন: সাব্বাস
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
আলাপচারী বলেছেন: শাবাশ
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
কেএসরথি বলেছেন: রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই
তোমার গুলিতে বাংলার পাখি কাটাতারে ঝুলবেই .
------
সুন্দর বলেছেন।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২
ঘুমন্ত আমি বলেছেন: গান কেবল সহানুভুতী দিতে পারে কিন্তু জীবন রক্ষা করতে পারেনা ! আমার দেশের যারা পারে তারা কেবল হাত চুলকাতেই পারে !
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
শ্রাবণধারা বলেছেন: অনেক চমৎকার এবং মন ছুঁয়ে যাওয়া গান। ধন্যবাদ কবির সুমন...........।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
সপ্নাতুর আহসান বলেছেন:
*কবির সুমনকে* ধন্যবাদ অসাধারণ এই গানটি তৈরি করার জন্য।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা কথা গুলো। যে আবেগ হয়ত আমরা প্রকাশ করতে পারি নি, সেই আবেগ তিনি প্রকাশ করেছেন। আমরা লজ্জিত আমরা কিছুই করতে পারি নি।