![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারো রক্ত ঝরিয়ে
বাঙালি দিয়েছে ফিরিয়ে,
একুশে ফেব্রুয়ারী।
রফিক, সালাম, বরকত সহ
আরো যুবকের দল,
ভাষার জন্য করেছে লড়াই
হারায়নি মনের বল।
বাংলা হবে মাতৃভাষা
এই স্বপ্নকে ঘিরে
স্লোগানে, স্লোগানে-
বলেছে তাঁরা
বাংলা ভাষা চাই ফিরে।
আজ বাংলা নিয়েছে স্থান
কোটি মানুষের মুখে,
মায়ের কোলে ঘুমিয়ে শিশু
থাকে যেমন সুখে।
ভুলবোনা কভু তাদের
যারা আমাদের করেছে দান
মাতৃভাষা বাংলার নাম।
শ্রদ্ধার সাথে স্মরণ করি
মহান একুশে ফেব্রুয়ারী।
-------------------------------স্মৃতি
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৬
পাঠক১৯৭১ বলেছেন: ওকে