![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি তুমি চুপটি করে
একটু খানি বসো,
আমার আকাশ মেঘলা করে
কেন তুমি হাসো।
তোমার কথা রাখতে গিয়ে
আমার চোখের কোনে
বৃষ্টি নামে ঝড়ের বেগে
বান ডাকে যে মনে।
সবুজ, সবুজ পাতার ফাঁকে
কাঠ গোলাপের ভেজা
মনে রেখ সুযোগ...
জানি এই পৃথিবীতে পাবো নাকো মাকে
তবু আমি মায়ের আদর খুঁজে বেড়াই
হাজার মায়ের মাঝে।...
ভালোবাস তবে এতো জরতা কেন
সংকীর্নতাতে ভরাও মন,
আবেগের পথ চলা বন্ধ কর...
আজ সারাদিন মন বদলের পালা
নিজেকে আমি অনেক বেশি
করেছি অবহেলা।...
হাজারো রক্ত ঝরিয়ে
বাঙালি দিয়েছে ফিরিয়ে,
একুশে ফেব্রুয়ারী।...
তুমি যখন পৃথিবীর বুকে বৃষ্টি ধারা
আমি তখন রৌদ্রময় দুপুর,
গায়ে জড়াতে পারবেনা তাই...
নিদ্রাহীন দুটি অপলোক চোখে
ঘুমের পুরিতে তুমি নেই
মনের গহিনে নেই স্বপ্নের হাতছানি...
একি বিভিষিকাময় অশ্রু সিক্ত হয় আঁখি
বাড়ে শুধু ক্ষত, দুঃখ অবিরত
এ কেমন জীবন যন্ত্রনার ভুবন...
©somewhere in net ltd.