![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অনেক দিন পরে
ঝড়ো হাওয়ার মতো
তুমি এলে।
জানিনা কি অভিলাস নিয়ে
তুমি এসেছিলে?
ভালোবাসা, উজ্জল প্রদীপ শিখার মতো
আলো ছরালো আমার মনের উঠোন জুরে।
ঘুমের ঘোর তখনো কাটেনি আমার
চুপি-চুপি তুমি পদ্ম ভাসা দিঘির মতো
আমার দু’চোখে
স্বপ্নের মালা গেঁথে চলেছো।
কবে কখন কোন সোনালী দিনে
তোমার আগমন ঘটেছিলো,
সে কথা আজ স্মৃতির অতলে
শুঙ্ক ডানা বিস্তার করেছে।
পায়ে-পায়ে যখন এগিয়ে চলেছি
আমার ভবিষ্যৎ, আমারই হাতের
দু মুঠোয় জরিয়ে
স্পর্শের বাইরে যেন তখনই
তোমার ভাবানলে ছায়া পদচিহ্ন।
আজ অনেক দিন পরে
উদ্দাম বসন্ত ধরা দিলো যেন
আমার মনে, আমার হাতে
আমার বিশাদ ঘেরা অর্থহীন এই
বির্বন জীবনের বাঁকে।
আজ অনেক দিন পরে।
©somewhere in net ltd.