![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাস তবে এতো জরতা কেন
সংকীর্নতাতে ভরাও মন,
আবেগের পথ চলা বন্ধ কর
ফিরিয়ে দাও ভালোবাসার জীবন।
কর্ম ব্যাস্ততা হোক না যতই
জীবনে আসুক নেমে যাতনার ঝড়
চায়ের কাপে চুমুক দেওয়ার মত
কষ্টকে ভাব প্রিয় বন্ধু তোমার।
প্রিয় চেনা সেই মুখের জন্য
দু’ফোটা অশ্রু ঝরাও আবার
অভিমান করে দূরে আছে যে
জানবে সে শুধুই তোমার।
নিজেকে জাগ্রত করে
পরশ পাথরে হ্নদয় রাঙাও,
মন জানালো খুলে আজ
ভালোবাসাকে শ্রদ্ধা জানাও।
©somewhere in net ltd.