![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিদ্রাহীন দুটি অপলোক চোখে
ঘুমের পুরিতে তুমি নেই
মনের গহিনে নেই স্বপ্নের হাতছানি
হতাশা হয়ে ভর করেছো যেই *
ঘরের মেঝেতে শুধু করছি পায়চারি
তোমার ভাবনাতে রাত্রি হচ্ছে ভারি
হাজারো প্রশ্ন এসে দিচ্ছে হানা
হারিয়ে যাচ্ছে মন দূর - অজানা *
এ হ্নদয় জুড়ে ভর করেছো যে তুমি
তোমাকে হারালে মন হবে মরুভুমি
রাত্রি শেষের দিকে তবুও কাটেনি ঘোর
তোমার নেশাতে দু চোখ রয়েছে বিভোর *
--------------স্মৃতি
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
লুবনা স্মৃতি বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর ||
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
লুবনা স্মৃতি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯
সুমন কর বলেছেন: পড়লাম।