![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি তুমি চুপটি করে
একটু খানি বসো,
আমার আকাশ মেঘলা করে
কেন তুমি হাসো।
তোমার কথা রাখতে গিয়ে
আমার চোখের কোনে
বৃষ্টি নামে ঝড়ের বেগে
বান ডাকে যে মনে।
সবুজ, সবুজ পাতার ফাঁকে
কাঠ গোলাপের ভেজা
মনে রেখ সুযোগ পেলে
দেবো তোমায় সাজা।
বৃষ্টি তুমি সাধ করে আজ
ভিজিয়ে গেলে আমায়
দেখো আকাশ কষ্ট পেয়ে
কেমন তোমায় কাঁদায়।
©somewhere in net ltd.