নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পেশাদার লেখক, সাংবাদিক ও সম্পাদক। প্রকাশিত বইয়ের সংখ্যা ছাব্বিশটি। প্রকাশিত লেখা অসংখ্য।

লোকমান আহম্মদ আপন

আমি একজন পেশাদার লেখক ও সাংবাদিক। লেখালেখি করছি তিনদশকের অধিক কাল থেকে। লেখালেখি, সম্পাদনা ও সাংবাদিকতার সাথে জড়িত আছি। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬। প্রকাশিত লেখা অসংখ্য।

লোকমান আহম্মদ আপন › বিস্তারিত পোস্টঃ

হায়রে মেগাসিটি!! @@ লোকমান আহম্মদ আপন

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

হায়রে আমার মেগাসিটি
হায়রে মেগাসিটি
তোকে নিয়ে সব মেয়রে
খেললো ইটিমিটি।

ইটিমিটি মানে হলো
যার যা খুশি করা
দুর্নীতিবাজ মেয়রেরা
খায়না কভূ ধরা।

নির্বাচনের আগে দেখায়
নানান রকম প্লান
নির্বাচনে জেতার পরে
সব হয়ে যায় ম্লান।

একটুখানি বৃষ্টি হলেই
শহরটা হয় নদী
তারপরওতো ঠিকই থাকে
সব মেয়রের গদি।

এই গদিটা লাথি খেলে
শিক্ষা হতো বেশ
সত্যিকারের মেগাসিটির
আসতো পরিবেশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

নূর আলম হিরণ বলেছেন: ঢাকা শহরে জনসংখ্যা ২০ লাখের নিচে নামিয়ে আনা উচিত।

২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: আগামী ১৫ বছর পর ঢাকা শহরের অবস্থা কি হবে?
সব টিনসেড বাড়ি ভেঙ্গে বড় বড় বিল্ডিং করা হয়েছে।
এক পরিবার ভেঙ্গে অনেক গুলো পরিবার হয়েছে।
ঢাকা শহরে আগে অনেক বাড়িতে গাছ দেখা যেত
সব গাছ কেটে সেখানে বিল্ডিং করা হয়েছে।

৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

লোকমান আহম্মদ আপন বলেছেন: নূর আলম হীরণ ভাই :
সেটা করা যেতো যদি গোটা বাংলাদেশের জনসংখ্যা ৫ লাখ বা তার কম হতো। তবে সিস্টেম লস না হলে কিংবা আইনের সঠিক প্রয়োগ হলে আরেকটু ভালো থাকতে পারতো ঢাকার বাসিন্দারা। অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

লোকমান আহম্মদ আপন বলেছেন: রাজীব নূর ভাই :
বিষয়টা ভাবতেই গা শিউরে উঠছে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.