নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পেশাদার লেখক, সাংবাদিক ও সম্পাদক। প্রকাশিত বইয়ের সংখ্যা ছাব্বিশটি। প্রকাশিত লেখা অসংখ্য।

লোকমান আহম্মদ আপন

আমি একজন পেশাদার লেখক ও সাংবাদিক। লেখালেখি করছি তিনদশকের অধিক কাল থেকে। লেখালেখি, সম্পাদনা ও সাংবাদিকতার সাথে জড়িত আছি। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬। প্রকাশিত লেখা অসংখ্য।

লোকমান আহম্মদ আপন › বিস্তারিত পোস্টঃ

আটকে রাখে ৥৥ লোকমান আহম্মদ আপন

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

যারা দেশের মানুষ নিয়ে খেলছে ছিনিমিনি
যারা দেশ ও দশের ভালো চায়নি কোনদিনই
এমনতরো ভাগ্য হালায়
তারাই এখন এদেশ চালায়
আমরা এখন সেই শালাদের ভালো করেই চিনি।

দেশ বিদেশে আছে যাদের পাহাড় কালো টাকার
যোগ্যতা নাই যে শালাদের পায়ের নিচে থাকার
মরছে মানুষ ওদের জ্বালায়
কারণ ওরাই এদেশ চালায়
চালায় মানে, আটকে রাখে গতি ভালোর চাকার।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

লোকমান আহম্মদ আপন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: Present Bangladesh Amar present Bangladesh,what is happening daily in my Bangladesh..........................

৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


কাহারা চালালে এসবের অবসান হবে?

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

লোকমান আহম্মদ আপন বলেছেন: তেমন কাউকে তো দেখিনা। কবে যে সত্যিকারের দেশ্রমিক কেউ এসে ভালো কিছু করবে তারও কোন সম্ভাবনা দেখছি না।

৪| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন। এদের পতন হওয়া দরকার।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

লোকমান আহম্মদ আপন বলেছেন: নিজেরা নিজেরা এতো হানাহানি করছে তা ও তো এদের পতন হচ্ছেনা। আমাদের দেশ কোন এক অজানা কারণে অভিশপ্ত বলেই এমনটি হচ্ছে মনে হয়। আফসোস।

৫| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

লাবণ্য ২ বলেছেন: ভালো লিখেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

লোকমান আহম্মদ আপন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.